ছাড়পত্র রাজ্যের তিন শিল্পতালুককে

১১ জানুয়ারি
সানসোল, হলদিয়া ও হাওড়া-সহ ১০টি শিল্পতালুকে নতুন প্রকল্প তৈরির উপর থেকে স্থগিতাদেশ তুলে নিল পরিবেশ মন্ত্রক।
মোট ১৭টি এলাকায় পরিবেশ দূষণ বেশি হওয়ার ফলে সেই শিল্পতালুকগুলির প্রকল্পে ছাড়পত্র স্থগিত রেখেছিল কেন্দ্র। শনিবার এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, ১০টি এলাকায় পরিবেশ দূষণ কমেছে। তাই সেখানকার শিল্পতালুকে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। বাকি ১০টি এলাকায় এখনও স্থগিতাদেশ তুলে নেওয়ার পরিস্থিতি দেখা দেয়নি।
যে সব তালুকের ছাড়পত্র মিলেছে সেগুলি হল রাজস্থানের ভিওয়াদি, ঝাড়খণ্ডের ধানবাদ, তামিলনাড়ুর তিরুভালুর জেলার মানালি, গুজরাতের আমদাবাদ, ছত্তীসগঢ়ের কোরবা, পশ্চিমবঙ্গের আসানসোল, হলদিয়া, হাওড়া, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও উত্তরপ্রদেশের কানপুর। যেগুলি এখনও ঝুলে রইল সেগুলি হল গুজরাতের আঙ্কলেশ্বর ও ভাটভা, মহারাষ্ট্রের চন্দ্রপুর, রাজস্থানের পালি ও জোধপুর, তামিলনাড়ুর তিরুভালুর ভেলোর ও দিল্লির নাজফগড় অববাহিকা। ছাড়পত্র পাওয়া শিল্পতালুকগুলি যাতে দূষণ বেশি এমন এলাকার জন্য তৈরি বিধি নিয়ম মেনে চলে তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট রাজ্য দূষণ পর্ষদগুলিকে।
সম্প্রতি পরিবেশ মন্ত্রকের দায়িত্ব জয়ন্তী নটরাজনের হাত থেকে সরিয়ে বীরাপ্পা মইলিকে দেওয়া হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্যই জয়ন্তীকে সরানো হয়েছে। কিন্তু সরকারি সূত্রে খবর, অনেক প্রকল্পের ছাড়পত্র আটকে থাকায় জয়ন্তীর উপরে ক্ষুব্ধ হয় শিল্পমহল। তাই তাঁকে সরাতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। মইলি আসার পরে ওড়িশায় পস্কোর প্রকল্পও শর্তসাপেক্ষে ছাড়পত্র পেয়েছে।

বন্ধ পেট কিংডম
বন্ধের মুখে লন্ডনের হ্যারড পেট শপ! অজগর থেকে সিংহ- সবই পাওয়া যেত হ্যারডের পেট কিংডমে। ক্রেতার তালিকায় ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন। ওই ধরনের বেশিরভাগ প্রাণী কেনাবেচাই এখন নিষিদ্ধ। তাই বন্ধের মুখে ওই পেট শপ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.