সেনাবাহিনীতে চাকরি দেওয়ার জাল চক্রের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার রাতে দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম প্রদীপ দাস ও মেতন মণ্ডল। প্রদীপের বাড়ি দুর্গাপুরের কোকওভেন থানার শ্যামপুরে। মেতনের বাড়ি বড়জোড়ায়। বৃহস্পতিবার এই ঘটনায় জড়িত সন্দেহে প্রণব সরকার নামে এক জনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতে পাঠান।
|
ট্রেনের কামরায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেল বর্ধমান জিআরপির এক কনস্টেবলকে। বর্ধমান জিআরপির ওসি সুরেশ ভৌমিক জানান, পারিবারিক গোলমালে জেরে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন অরুণ সাহা নামে ওই কনস্টেবল। তাঁর বাড়ি বীরভূমের কীর্ণাহারে। শুক্রবার সন্ধ্যায় বর্ধমান স্টেশন থেকে আপ মালদা প্যাসেঞ্জারে ডিউটি করতে উঠেছিলেন তিনি। ডিউটি শেষে ভেদিয়ায় নেমে ডাউন বারহাওড়া লোকালে বর্ধমান ফিরছিলেন। বর্ধমানে ট্রেন থামলে দেখা যায়, বুকের বাঁ দিকে গুলিবিদ্ধ অবস্থায় শৌচাগারে পড়ে আছেন অরুণবাবু। রাতেই তাঁকে বর্ধমান মেডিক্যাল ভর্তি করা হয়।
|
‘ফুট ওভারব্রিজ’ তৈরির দাবিতে আসানসোলের বরাচকে শনিবার প্রায় তিন ঘণ্টা রেল অবরোধ করেন স্থানীয়রা। দুপুর দেড়টা নাগাদ রেলের আধিকারিকেরা গিয়ে দাবি বিবেচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিশ্বনাথ মুর্মু জানান, অবরোধের জেরে হাওড়া, শিয়ালদহ রাজধানী, কালকা, জম্মু তাওয়াই, অমৃতসর, পূর্বা এক্সপ্রেস-সহ বেশ কিছু এক্সপ্রেস ও লোকাল ট্রেন আটকে পড়ে। |