দূষণ নিয়ে নোটিস
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
কারখানার বর্জ্য পদার্থ গঙ্গায় ফেলে দূষণ সৃষ্টি করার অভিযোগে পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং কেন্দ্রীয় সরকারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি পি সদাশিবমের নেতৃত্বে একটি বেঞ্চ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছেও এ বিষয়ে জবাব চেয়েছে।
|
চিলাপাতা জঙ্গল থেকে বেরিয়ে উত্তর চকোয়াখেতি গ্রামে দাপাল তিনটি বাইসন। শুক্রবার আলিপুরদুয়ার ১ ব্লকের ডোব্বরহাট এলাকায়। চিলাপাতার রেঞ্জ অফিসার গোপাল সরকার বলেন, “একটি বাইসনকে ঘুমপাড়ানি গুলি করে জঙ্গলে ছাড়া হয়েছে বাকি দুটি বিকেল পর্যন্ত এলাকায় রয়েছে।” এ দিন সকালে চকোয়াখেতি এলাকার মানিক ভগতের বাঁশঝাড়ে প্রথমে তিনটি বাইসনকে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে বাইসন গুলি বিভিন্ন দিকে ছুট লাগায়। দুপুরে একটি মেয়ে বাইসনকে ঘুমপাড়ানি গুলি করে জঙ্গলে ছাড়া হয়। পুরষ বাইসন বিকেল পর্যন্ত ডোব্বরহাট বাজার এলাকায় ঘোরাঘুরি করে।
|
সীমানা পেরিয়ে বাংলাদেশে পাচার করতে নিয়ে যাওয়া ১৬টি উট আটক করেছে বিএসএফ। বৃহস্পতিবার রাতে ধুবুরির বাংলাদেশ সীমানা লাগোয়া ঘিউমারি গ্রামে ঘটনাটি ঘটেছে। বিএসএফ সুত্রে জানানো হয়েছে, বেশ কয়েক জন পাচারকারী ১৬ টি উট নিয়ে বাংলাদেশে পাচার করার জন্য বাংলাদেশ লাগোয়া ওই গ্রামে যায়। জওয়ানদের দেখে পাচারকারীরা পালালেও উটগুলিকে আটক করা হয়। |