উপ-স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন বেলদায়
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
উপ-স্বাস্থ্যকেন্দ্রের নিজস্ব নতুন ভবনের উদ্বোধন হল বেলদায়। বৃহস্পতিবার নারায়ণগড় ব্লকের বেলদার বড়মাতকাতপুরের উপ স্বাস্থ্যকেন্দ্রের ওই নতুন দ্বিতল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি সনাতন মঙ্গল, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডলি দাস প্রমুখ। স্থানীয় বাসিন্দাদের দান করা জমিতে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের ৯ লক্ষ ১২হাজার টাকা ব্যয়ে নতুন এই ভবনটি তৈরি হয়েছে। এতদিন নিজস্ব ভবন না থাকায় ওই গ্রামেরই রাঙাপাড়ার একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটি চলত। ব্লক সূত্রে জানা গিয়েছে, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের টাকায় ব্লকের ৩৯টি উপ-স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন গড়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে ভদ্রকালী, নারমা, কুনারপুর গ্রাম-সহ ২২টি উপ-স্বাস্থ্যকেন্দ্রর নিজস্ব ভবন আগেই তৈরি হয়েছে। বিরবিড়া, রামপুরা, মদনমোহনচক-সহ আরও ১৪টি উপ-স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন নির্মাণের কাজ চলছে। বড়মাতকাতপুরের উপ স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের এ দিন উদ্বোধন হল। এছাড়াও খটনগর গ্রামে উপ-স্বাস্থ্যকেন্দ্রের জন্য সম্প্রতি জমির বন্দোবস্ত হয়েছে। বহুরূপা গ্রামের উপ-স্বাস্থ্যকেন্দ্রের ভবন তৈরির জন্য এখনও জমি পাওয়া যায়নি। ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মণ্ডল বলেন, “বড়মাতকাতপুরে ঘিঞ্জি এলাকায় আগে উপ-স্বাস্থ্যকেন্দ্রটি কোনও রকমে চলত। নতুন ভবনটি চালু হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবেন।”
|
শিশুমৃত্যু নিয়ে মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নুর বৃহস্পতিবার স্মারকলিপি দিয়েছেন। তিনি বলেন, “মেডিক্যাল কলেজে এত চিকিত্সক থাকা সত্ত্বেও শিশু মৃত্যু কমছে না। সদ্যোজাত শিশু মারা গেলে কর্তৃপক্ষ কম ওজনের শিশু জন্মকে দায়ী করছেন। গ্রামে গর্ভবতী মায়েদের দেখাশুনোর প্রকল্প ঠিকঠাক হচ্ছে না।” মৌসম অধ্যক্ষকে বলেন, “মালদহে কংগ্রেসের ২ জন সাংসদ, ৮ জন বিধায়ক আছেন। এ ভাবে চেয়ারে বসে শাসকদলের কাজ করবেন না।” অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায় এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
|
|
বাড়ির লোকেরা ভেবেছিলেন মহিলা গর্ভবতী হয়েছেন। পরে বৃহস্পতিবার
বারাসতের একটি নার্সিংহোমে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় জরায়ু থেকে
সাড়ে ৯ কিলোর বেশি ওজনের একটি টিউমার অস্ত্রোপচার করে বাদ
দিয়ে রোগীকে বাঁচালেন চিকিৎসক গৌরাঙ্গ ঘটক। ছবি: সুদীপ ঘোষ। |
|
চিকিত্সায় গাফিলতির অভিযোগে এক রোগীর মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করলেন রায়গঞ্জ জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে রায়গঞ্জ উকিলপাড়া এলাকার বাসিন্দা উত্তম দাস (৩৯) নামে ওই রোগীর মৃত্যু হয়। চিকিত্সায় গাফিলতিতে তাঁর মৃত্যু হয়েছে অভিযোগ তুলে পরিবারের লোক বিক্ষোভ দেখান। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বৃহস্পতিবার হাসপাতাল সুপার সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, “তদন্তে চিকিত্সক বা নার্সের বিরুদ্ধে চিকিত্সায় গাফিলতির প্রমাণ মেলেনি। উত্তমবাবু হৃদরোগে মারা গিয়েছেন। তবে ঘটনার তদন্ত চলছে।”
|
সাময়িক বরখাস্ত হওয়া এক চিকিৎসকের শাস্তি মুকুবের বিনিময়ে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল সিওয়ান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চন্দ্রশেখরকে। আজ রাজ্য ভিজিল্যান্স দফতরের অফিসারেরা ওই স্বাস্থ্যকর্তার সরকারি বাসভবনে হানা দেন। সেখান থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
|
ডায়াবেটিসের চিকিৎসায় অন্যতম মাধ্যম ইনসুলিন। কিন্তু এখনও ইনসুলিন নিয়ে ভুল ধারণা আছে। ‘রিসার্চ সোসাইটি ফর দ্য স্টাডি অব ডায়াবেটিস ইন ইন্ডিয়া’ এবং ‘ফোরাম ফর ইঞ্জেকশন টেকনিক’ নামে দু’টি সংস্থা বৃহস্পতিবার ইনসুলিনের সঠিক ব্যবহার সংক্রান্ত এক সচেতনতা কর্মসূচি শুরু করল। পিজি এবং এনআরএস-এর এন্ডোক্রিনোলজি বিভাগের দুই প্রধান শুভঙ্কর চৌধুরী ও নীলাঞ্জন সেনগুপ্ত এবং আরজিকরের মেডিসিন বিভাগের প্রধান অপূর্ব মুখোপাধ্যায় প্রমুখ ছিলেন। অপূর্ববাবু বলেন, “সমীক্ষায় জানা গিয়েছে, শহরে ডায়াবেটিস রোগীদের ৩০ শতাংশ ইনসুলিন চিকিৎসা নিয়ে পুরোপুরি ওয়াকিবহাল নন। ২০ শতাংশ সঠিক ব্যবহার জানেন না।”
|
|
নিয়ম অনুযায়ী বিভিন্ন রঙের ডাস্টবিনে বাজেয়াপ্ত গজ,
ব্যান্ডেজ-সহ নানা জিনিস ফেলার কথা। অথচ রামপুরহাট
হাসপাতালে সেই নিয়ম মানা হচ্ছে না। —নিজস্ব চিত্র। |
|