টুকরো খবর
বিনা প্রতিদ্বন্দ্বিতায়
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফালাকাটা, ধূপগুড়ি কলেজ সংসদ নির্বাচনে জয়ী হল টিএমসিপি। বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ধূপগুড়ি কলেজে ৩৭টি আসনের মধ্যে ৬৮টি মনোনয়ন জমা পড়ে। বৃহস্পতিবার ৩১ আসনের মনোনায়ন পত্র প্রত্যাহার করা হয়। ফালাকাটা কলেজের ৩০ আসনে বাড়তি মনোনয়ন পত্র জমা না পড়ায় ৩০ জন জয়ী হয়েছেন।

ফালাকাটায় জলকষ্ট
যন্ত্রাংশ বিকল হওয়ায় গত এক সপ্তাহ ধরে ফালাকাটার বিভিন্ন এলাকায় জন স্বাস্থ্য কারিগরি দফতরের জল কার্যত বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। সারা দিনে তিন দফায় জল সরবরাহ করা হলেও দেশবন্ধুপাড়া, মসল্লাপট্টি, অরবিন্দপাড়া-সহ কিছু এলাকায় জল মিলছে না। পিএইচই জানায় এক সপ্তাহ আগে এক যন্ত্রাংশ বিকল হয়।

ফব-র সভা
ফরওয়ার্ড ব্লকের কর্মী-সভা এবং পথসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনার সৃষ্টি হয় হলদিবাড়িতে। মাথাভাঙার এসডিপিও গণেশ বিশ্বাসের নেতৃত্বে পুলিশের টহল চলে। এসডিপিও ফব এবং তৃণমূল নেতাদের ডেকে সতর্ক করে দেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ফব-র কর্মী-সভা এবং হলদিবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় পথসভা ছিল। সভায় বক্তব্য রাখেন ফবর উদয়ন গুহ, পরেশ আধিকারী, ইন্দ্রজিত্‌ সিংহ প্রমুখ। এই দিন হলদিবাড়ি কলেজে সব মিলিয়ে ৯০টি মনোনয়নপত্র জমা পড়ে বলে জানা গিয়েছে। সব পার্টির ছাত্র সংগঠনের সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এই নিয়ে কোনও গোলমাল হয়নি।

কংগ্রেসের জনসভা
দলকে চাঙ্গা করতে চেংমারি চা বাগানে সভা করল কংগ্রেস। বৃহস্পতিবার জনসভায় যান নাগরাকাটার কংগ্রেস বিধায়ক যোশেফ মুন্ডা ও ঝাড়খন্ডের কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ বাল্মিকী। ডিসেম্বর মাসে চেংমারি বাগানের প্রভাবশালী কংগ্রেস নেতা জেলা পরিষদের সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এরপর ডুয়ার্সে কংগ্রেসের শক্ত ঘাঁটি চেংমারিতে কংগ্রেস দূর্বল হয়ে পড়ে। সাংগঠনিক শক্তি প্রমাণ করতেই এ দিন কংগ্রেস জনসভা করল বলে জানান যোশেফ মুন্ডা। তিনি বলেন, “নাগরাকাটার প্রতিটি চা বাগানে কংগ্রেসের প্রতি মানুষের সমর্থন অটুট।”

প্রতিবাদে কংগ্রেস
রাজ্য সরকারের অপশাসন, রাজ্যে নারী নির্যাতন, তৃণমূল সরকারের দল ভাঙানোর রাজনীতির বিরোধিতা করে দিনভর প্রতিবাদ কর্মসূচি নিল ভারতের জাতীয় কংগ্রেসের দার্জিলিং জেলা কমিটি। সকালে হাসমিচকে জেলা কার্যালয়ের সামনে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সই সংগ্রহ কর্মসূচি গ্রহণ করে মহিলা কংগ্রেসের সদস্যারা। মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী মিনু রায় চৌধুরী, সুলেখা মিত্র, শম্পা দাস, আইএনটিইউসির দিলীপ দাস প্রমুখরা নেতৃত্ব দেন গণ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে। এদিন খড়িবাড়িতেও প্রায় এক হাজার সদস্য সমর্থক নিয়ে মিছিল করেন কংগ্রেস নেতৃত্ব। মিছিলে হাঁটেন, ফাঁসিদেওয়া বিধানসভা যুব কংগ্রেস সভাপতি কাঞ্চন দেবনাথ, দশরথ রায় প্রমুখ।

অজ্ঞাতপরিচয় দেহ
অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে মেটেলি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। মৃতের আনুমানিক ৪০ বছর বয়স। প্রাথমিক তদন্তের পরে দুর্ঘটনা বলে মনে হলেও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার।

স্মারকলিপি
পদাতিক এক্সপ্রেস প্রতিদিন সকালে কোনও কারণ ছাড়াই রাঙ্গাপানি স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। ফলে যাত্রী হয়রানি হচ্ছে অভিযোগ তুলে নিউ জলপাইগুড়ি স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিল এনজেপি যাত্রী ওয়েলফেয়ার অ্যসোসিয়েশন। সংগঠনের সভাপতি দীপক মহান্তি বলেন, “এই সমস্যার শীঘ্র সমাধান না হলে স্টেশন ম্যানেজারের কার্যালয় ঘেরাও আন্দোলনে নামা হবে।”

জিতল আঠেরোখাই সরোজিনী সঙ্ঘ
শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ পরিচালিত ভলিবল লিগে সাইকে হারিয়ে জিতল আঠেরোখাই সরোজিনী সঙ্ঘ। বৃহস্পতিবার সাইকে তারা ২৫-৯ এবং ২৫-১১ পয়েন্টে হারিয়ে দিয়েছে। লিগে প্রতিটি দলকে ১০ টি করে ম্যাচ খেলতে হবে। খেন পর্যন্ত ৯ টি ম্যাচ খেলে সব কটি জিতে এগিয়ে রয়েছে অঠেরোখাই সরোজিনী সঙ্ঘ।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.