এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে চাকদহের রামকৃষ্ণপুরের এই ঘটনায় মৃতের নাম হেকমত মণ্ডল (৫৫)। কল্যাণীর এসডিপিও চন্দ্রশেখর বর্ধন বলেন, “খুনের কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।” পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে বাড়ি থেকে বেরিয়ে হেকমতবাবু আর ফেরেননি। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে সরষে খেতের পাশে নর্দমায় দেহ মেলে ওই ব্যক্তির। জানা গিয়েছে, ওই ব্যক্তির গলায় ফাঁসের দাগ ছিল। |
ন্যায্যমূল্যে চাষির কাছ থেকে ধান কেনা, সস্তায় সার-বীজ-কীটনাশক সরবরাহের দাবি-সহ মধ্যমগ্রাম, কামদুনির ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার গোসাবায় বিক্ষোভ দেখাল এসইউসি। পরে সহকারী বিডিও-র কাছে স্মারকলিপিও দেওয়া হয় বিক্ষোভকারীদের তরফে। সহকারী বিডিও অভিজিৎ পাণ্ডে বলেন, “বেশ কিছু দাবি সংবলিত স্মারকলিপি পেয়েছি। দাবিগুলি নিয়ে ঊর্ধ্বতন কতৃর্পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”
|
হালিশহরে অবরোধে ব্যাহত ট্রেন চলাচল |
বৃহস্পতিবার শিয়ালদহ মূল শাখার হালিশহর স্টেশনে রেল অবরোধে ব্যাহত হয় ট্রেন চলাচল। এ দিন রাত ৮টা নাগাদ হালিশহর স্টেশন সংলগ্ন স্বয়ংক্রিয় লেভেল ক্রসিংয়ে গেট বন্ধ না হওয়ায় রেললাইনে একটি গাড়ি ঢুকে পড়ে। সেই সময় ডাউন লাইনে একটি ট্রেন চলে আসে। চালক অত্যন্ত তৎপরতার সঙ্গে ট্রেন থামিয়ে দেন। রেল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে লাইনে অবরোধ শুরু করেন স্থানীয় লোকজন। রেল পুলিশ গিয়ে অবরোধকারীদের হটিয়ে দিলে রাত সাড়ে ৯টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়। |