টুকরো খবর
অ্যাম্বুল্যান্স দুর্ঘটনা, মৃত্যু রোগীর
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে একটি অ্যাম্বুল্যান্স উল্টে মৃত্যু হল রোগীর। জখম হয়েছেন সাতজন। বৃহস্পতিবার সকালে হলদিয়া-ফরাক্কা বাদশাহি সড়কের এই দুর্ঘটনায় মৃতের নাম সন্তোষ মণ্ডল (৫৮)। তিনি দৌলতাবাদের মহারাজপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সন্তোষবাবু। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এ দিন তাঁকে অ্যাম্বুল্যান্স করে নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতার একটি হাসপাতালে। হঠাৎই বড়ঞার মজিলেশপুর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুল্যান্সটি ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে। এরপর অ্যাম্বুল্যান্সটি উল্টে যায় একটি নয়ানজুলিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্তোষবাবুর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কুয়াশার কারণে এই দুর্ঘটনা। গাড়িটিকে পুলিশ আটক করলেও চালক পলাতক।

পথ দুর্ঘটনায় মৃত তিন জন
পৃথক তিনটি দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। এ দিন সামশেরগঞ্জ থানার ধুলিয়ান-পাকুড় সড়কে চাঁদপুরের কাছে রাস্তা পেরনোর সময় লরির ধাক্কায় মৃত্যু হয় বেলিয়ারা বিবি (২৫) নামে এক মহিলার। শ্বশুরবাড়ি চকসাপুর থেকে স্বামীর সঙ্গে বাবার বাড়ি বাউরিপুনি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এ দিন দুপুরে ওই থানারই বাসুদেবপুরের কাছে কুশ মণ্ডল (৩২ ) নামে এক সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়। সুতি-২ ব্লক অফিস থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে ৩৪ নম্বর জাতীয় সড়ক পেরনোর সময় লরির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। এ দিনই বেলা ১০ টা নাগাদ রঘুনাথগঞ্জের হাটপাড়া গ্রামে দাদুর বাড়ির সামনে খেলা করার সময় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় দেড় বছরের আয়েশা খাতুনের। তার বাড়ি ইছাখালি গ্রামে। দিন ছয়েক আগে মায়ের সঙ্গে দাদুর বাড়ি বেড়াতে এসে ছিল ওই শিশুটি।

জাল নোট উদ্ধার
জাল টাকা পাচারে অভিযোগে দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে জাল দু’ লক্ষ টাকা। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “বুধবার বিকালে সুতি থানা এলাকা থেকে জাল টাকা-সহ দু’জনকে ধরা হয়েছে। ধৃত দু’ জনেরই বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। তাদের নাম সাধন মণ্ডল ও সাদ্দাম শেখ।” পুলিশ জানিয়েছে, একটি সরকারি বাসে চেপে কালিয়াচক থেকে আসানসোল যাওয়ার পথে চাঁদের মোড়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে জাল নোট উদ্ধার করা হয়।

দেহ উদ্ধার
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে চাকদহের রামকৃষ্ণপুরের এই ঘটনায় মৃতের নাম হেকমত মণ্ডল (৫৫)। কল্যাণীর এসডিপিও চন্দ্রশেখর বর্ধন বলেন, “খুনের কারণ এখনও কিছু জানা যাচ্ছে না। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন হেকমতবাবু। তারপর আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে সরষে খেতের পাশে নর্দমায় দেহ মেলে ওই ব্যক্তির। জানা গিয়েছে, ওই ব্যক্তির গলায় ফাঁসের দাগ ছিল। দেহটি ময়না-তদন্তের জন্য জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পাঠোনা হয়েছে।

পরিষেবা কেন্দ্র
অতিরিক্ত গ্রাহকের চাপ কমাতে এবং উপযুক্ত পরিষেবা দিতে শান্তিপুরের সূত্রাগড়ে একটি বিদ্যুৎ পরিষেবা কেন্দ্র তৈরির কথা জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী মণীষ গুপ্ত। শান্তিপুরের এখটি অনুষ্ঠানে এসে একথা জানান তিনি। শান্তিপুরে বিদ্যুৎ সরবরাহের পরিকাঠামো উন্নত করার জন্য ১১ কোটি ৭৯ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে বলেও তিনি এ দিন জানান।

জয়ী তৃণমূল
বেলডাঙা এসআরএফ কলেজের ভোটে বৃহস্পতিবার বিনা লড়াইয়ে ৪টি আসনে জিতল সিপি। ২০ জানুয়ারি জেলার সব কলেজে ভোট। বৃহস্পতিবার কলেজে প্রার্থী প্রত্যাহারের শেষ দিন। ৬৯টি আসনের মধ্যে ৪টি দখলে রাখল ছাত্র পরিষদ।

কোথায় কী
কবিতা উৎসব: সারা দিন ব্যাপী কবিতা উৎসবের আয়োজন করেছিল স্বপ্ন পত্রিকা।
গত শনিবার রানাঘাট দেবশ্রী ভবনে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন জেলা সভাধিপতি বাণীকুমার রায়,
রানাঘাটের মহকুমাশাসক সুপর্ণকুমার রায়চৌধুরী, বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ।

স্মরণ সভা: প্রয়াত স্বাধীনতা সংগ্রামী এবং আরএসপি দলের অন্যতম প্রতিষ্ঠাতা মাখন পালের স্মরণ সভা
পালিত হল নদিয়ার রানাঘাটে। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুকুমার ঘোষ, জেলা সম্পাদক শঙ্কর
সরকার, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুবীর ভৌমিক-সহ অন্যান্যরা তাঁর জীবনী নিয়ে আলোচনা করেন।

রানাঘাটে মেলা: গত শুক্রবার নদিয়ার রানাঘাট নোকারিতে মাটি, কৃষি, উদ্যানপালন, মৎস্য ও
প্রাণী সম্পদ মেলার উদ্বোধন করেন জেলা সভাধিপতি বাণীকুমার রায়। ছিলেন রানাঘাটের
মহকুমাশাসক সুপর্ণকুমার রায়চৌধুরী, কৃষি আধিকারিক রঞ্জন রায়চৌধুরী, প্রমুখ ব্যক্তিত্ব।

দৌড় প্রতিযোগিতা: নদিয়ার শিমুরালি সারা বাংলা রোড রেস প্রতিযোগিতার উদ্বোধন করতে
এসেছিলেন পিঙ্কি প্রামাণিক। বৃহস্পতিবার বিকালে নদিয়ার সুতারগাছি বালক সঙ্ঘের ৬০
বছর পূর্ত উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। এ দিন তিনটি
বিভাগে ১৫৭ জন দৌড়ে যোগ দিয়েছিলেন। গত বুধবার থেকে শুরু হওয়া
এই উৎসব চলবে আগামী রবিবার পর্যন্ত।

পুষ্প প্রদর্শনী: বৃহস্পতিবার শুরু হল শান্তিপুরের পুষ্প প্রদর্শনী ও সাংস্কতিক মেলা।
শান্তিপুরের পাবলিক লাইব্রেরি মাঠে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মণীশ গুপ্ত।
শান্তিপুর পুরসভা আয়োজিত ১৩তম এই মেলা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.