ডার্বির আটচল্লিশ ঘণ্টা আগে ওকোলি ওডাফাকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এডে চিডি। বলে দিলেন, “ওডাফাকে আটকানোর সব রসদই আমাদের টিমে মজুত আছে। শনিবারের ডার্বিও আমরাই জিতব। আমি, মোগা দু’জনেই গোলের মধ্যে আছি। ওডাফা আমাদের রক্ষণকে টপকাতে পারবে না।”
কলকাতা লিগ মুঠোয়। তাই আর্মান্দো কোলাসো পুরে টিমকে ছুটি দিয়েছিলেন বৃহস্পতিবার। সেই সুযোগে এ দিন পুরো দিনটাই মেয়ের সঙ্গে সময় কাটিয়েছেন চিডি। সকালের কিছুটা সময় অবশ্য জিম করেছেন। নিজেকে ফিট রাখার জন্য। বিকেলে যখন ফোনে ধরা হল তখন বেশ ফুরফুরে মেজাজেই পাওয়া গেল নাইজিরিয়ার স্ট্রাইকারকে। তবে ডার্বির কথা উঠতেই মনে করিয়ে দিতে ভুললেন না, “মোহনবাগানকে হারাতে না পারলেই কিন্তু কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার কোনও গুরুত্ব থাকবে না। এটা আমরা কেউই এক মুহূর্তের জন্য ভুলিনি। ওদের টিমের মাঝমাঠ শক্তিশালী। ওডাফাও গোলের মধ্যে আছে।”
গত দু’সপ্তাহে কার্যত এক দিন অন্তর টানা কলকাতা লিগের ম্যাচ খেলতে হয়েছে ইস্টবেঙ্গলকে। এর মধ্যে মহমেডান আর ইউনাইটেড স্পোর্টসের মতো টিমের বিরুদ্ধে বড় ম্যাচও ছিল। স্বভাবতই কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন মোগা-সুয়োকা-অর্ণবরা। সামনেই আবার ফেড কাপ। সব মিলিয়ে এই ক্লান্তি কী শনিবারের বড় ম্যাচে প্রভাব ফেলবে? সুয়োকা রীতিমতো উত্তেজিত গলায় বলে দিলেন, “ডার্বি সামনে থাকলে ক্লান্তির কোনও জায়গা থাকে না। ডার্বি জিততে না পারলে ফেড কাপে এর খারাপ প্রভাব পড়বে। আর মোহনবাগানকে হারাতে পারলে সেটা ক্লান্তি দূর করার ওষুধের কাজ করবে।” |
পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে লাল-হলুদ কোচ গোয়ায়। তাই আজ শুক্রবার সহকারী কোচ রঞ্জন চৌধুরীর তত্ত্বাবধানে ডার্বির জন্য অনুশীলনে নামবেন চিডি-মোগারা। নিজে না থাকলেও ডার্বির জন্য ফুটবলারদের টিপস দিয়ে গেছেন আর্মান্দো। বলেছেন, “মনের আনন্দে ম্যাচ খেল। কোনও চাপ না নিয়ে। সব চাপ আমার।” আর ওডাফাকে আটকাতে অর্ণব মণ্ডলদের জন্য কোচের কী স্পেশাল কোনও টিপস রয়েছে? অর্ণব বললেন, “কোচ আলাদা করে কিছু বলেননি। তবে ওডাফার মতো ফুটবলার বিপক্ষ টিমে থাকলে ওকে নিয়ে ভাবতেই হবে। তবে মহমেডান কিন্তু ওডাফাকে আটকে দিয়েছিল। আর মোহনবাগানের ওডাফা-কাতসুমি থাকলে আমাদেরও তো চিডি-মোগা-সুয়োকারা রয়েছে।”
জেমস মোগা মাঝেমধ্যেই মেজাজ হারানোয় বারবার সমস্যায় পড়তে হচ্ছে ইস্টবেঙ্গলকে। ডার্বির মতো উত্তেজক ম্যাচেও যদি মোগা নিজের মেজাজ ঠিক রাখতে না পারেন তবে তো ঝামেলারও সৃষ্টি হতে পারে? মোগার সঙ্গী চিডি অবশ্য এ কথা মানতে নারাজ। উল্টে দক্ষিণ সুদানের স্ট্রাইকারের পাশে দাঁড়িয়েছেন তিনি। বললেন, “মোগা ইতিমধ্যেই একটি ডার্বি ম্যাচ খেলে ফেলেছে। এই ম্যাচের গুরুত্ব ও বোঝে। আর ওঁর মেজাজের কথা বলছেন? ওটা তো সাময়িক। মনের দিক থেকে ও কিন্তু খুব ভাল।”
ডার্বির এক দিন পরই ফেড কাপ খেলতে মঞ্জেরি উড়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। ফেড কাপের দল থেকে চোটের জন্য বাদ পড়েছেন মেহতাব হোসেন আর ভাসুম। এ ছাড়াও যাচ্ছেন না বলজিত্ সিংহ সাইনি, অভিষেক দাস। বিতর্ক সরিয়ে রেখে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে উগা ওপারাকে। দু’দিন আগেই ক্ষুব্ধ উগা বলেছিলেন, চোটের জন্য তিনি ফেড কাপ খেলবেন না। অর্ণব আর অভ্র মণ্ডল অফিস ম্যাচের জন্য ১৬ জানুয়ারি দলের সঙ্গে যোগ দেবেন। |