টুকরো খবর |
সুতোকলের গেটে শ্রমিক বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কারখানা বন্ধ করে দিতে পারেন কর্তৃপক্ষএই আশঙ্কায় বেশ কয়েকদিন ধরে ‘কেশর মাল্টিয়ান কটন মিলে’র সামনে অবস্থানে বসেছেন শ্রমিকেরা। বৃহস্পতিবার সেখানে বিক্ষোভ কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি-র রাজ্য নেতা প্রদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক মৃগেন মাইতি ও তৃণমূলের মেদিনীপুর শহর সভাপতি আশিস চক্রবর্তী। প্রদীপবাবু বলেন, “হঠাৎ করে কোনও কারখানা বন্ধ করা যায় না। তা আইন বিরুদ্ধ। বর্তমান সরকারও তা মেনে নেবে না। আমরা শ্রমমন্ত্রীকে জানাব। যাতে শ্রমিকেরা সমস্যায় না পড়েন, তা দেখতে সরকারকে আবেদন জানাব।” মৃগেনবাবুরও বক্তব্য, “কারখানা কর্তৃপক্ষ গরিব শ্রমিকদের বঞ্চিত করে কারখানা বন্ধ করে দেবেনএটা মানব না।” এই সুতোকলে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৮০০ শ্রমিক আছেন। কয়েক মাস ধরেই শ্রমিকদের নিয়মিত কাজ দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। নতুন বছরের শুরুতে কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিস ঝোলাবেন বলে জানান স্থানীয় আইএনটিটিইউসি নেতা পার্থ ঘনা ও শশধর পলমলদের। ওই দুই শ্রমিক নেতার বক্তব্য, “আমাদের অনুরোধে কয়েকদিন কারখানা খুলে রাখলেও শ্রমিকদের কারখানায় গেলেই ফিরিয়ে দেওয়া হচ্ছে।” এই প্রেক্ষিতেই শ্রমিক বিক্ষোভ।
|
আজ শহরে শুভেন্দু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আগামী ৩০ জানুয়ারি তৃণমূলের বিগ্রেড সভা রয়েছে। ওই সভার প্রস্তুতি হিসেবে আজ, শুক্রবার মেদিনীপুর শহরে এক কর্মিসভা করবে যুব তৃণমূল। সভায় উপস্থিত থাকার কথা যুব তৃণমূলের রাজ্য সভাপতি তথা তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারীর। শহরের বিদ্যাসাগর হলে এই কর্মিসভার আয়োজন করা হয়েছে। শুক্রবারের সভা ঘিরে দলের অন্দরে জল্পনাও তৈরি হয়েছে। পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল নতুন কিছু নয়। একদিকে রয়েছেন মুকুল রায়ের অনুগামীরা। অন্যদিকে শুভেন্দু অধিকারীর অনুগামীরা। দলের বিভিন্ন কর্মসূচিতেও এই কোন্দল প্রকাশ্যে আসে। অবশ্য, গত মঙ্গলবার নেতাই দিবসে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে পাশাপাশি দেখা গিয়েছে। দুই সাংসদই নেতাইয়ের সভায় উপস্থিত ছিলেন। তার আগেও অবশ্য পুরভোটে ঘর গোছানোর লক্ষে সার্কিট হাউসে দুই সাংসদের উপস্থিতিতে দলের বৈঠক হয়। যে বৈঠক ঘিরে কর্মীদের মধ্যেও জল্পনা ছড়ায়। ইদানীং, মেদিনীপুর শহরে তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাচ্ছিল না শুভেন্দু অধিকারীকে। অথচ, এক সময়ে তিনি ঘনঘন শহর এবং জেলার বিভিন্ন প্রান্তে এসে কর্মসূচি করেছেন। শুক্রবারের সভা থেকে তমলুকের সাংসদ কী বার্তা দেন, সেদিকেই নজর রয়েছে দলের কর্মীদের।
|
দুর্ঘটনায় জখম, পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বাসের ধাক্কায় জখম হয়েছিলেন দুই মোটর সাইকেল আরোহী। বৃহস্পতিবার বিকেলে খড়্গপুর শহরের ট্রাফিক মোড়ে এই দুর্ঘটনার পরে বাসটিকে আটকে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, এ দিন ইন্দার বামুনপাড়া থেকে মোটর সাইকেলে চেপে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন সুনীল সিংহ ও সঞ্জয় দোলুই। দ্রুত গতিতে আসা মেদিনীপুর থেকে দিঘাগামী একটি বাস খড়্গপুর বাসস্ট্যান্ডে ঢোকার মুখে পিছন থেকে ওই মোটর সাইকেলে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে যান দু’জনেই। জখম দু’জনকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, স্থানীয় বাসিন্দারা বাসটিকে ঘেরাও করে পথ অবরোধ করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
যুব সংসদ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
যুব সংসদ প্রতিযোগিতা হল মোহনপুরে। বৃহস্পতিবার স্থানীয় বোধন সভাগৃহে ওই প্রতিযোগিতায় ব্লকের ৫টি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগ দেয়। এ দিন ক্যুইজ ও সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা হয়। দু’টি বিভাগেই জয়ী হয় গোমুণ্ডা সাব-আরবান হাইস্কুল। উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ মহাপাত্র, বিডিও পুন্নাম বল্লম, ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ পাত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি তপনকুমার প্রধান।
|
পড়ুয়াদের সাহায্য
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সর্বশিক্ষা অভিযান প্রকল্পে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের সহায়ক যন্ত্র দেওয়া হল বৃহস্পতিবার। প্রাথমিক বিদ্যালয়ের আনন্দপুর চক্রের ৪৮ জন পড়ুয়াকে হুইল চেয়ার, ৩৮ জনকে কানে শোনার যন্ত্র, ৮ জনকে ট্রাই সাইকেল ও ১ জনকে ক্রাচ দেওয়া হয়। অনুষ্ঠান হয় আনন্দপুর হাইস্কুলে।
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা •মেদিনীপুর |
পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যারা অনুত্তীর্ণ হয়েছে, তাদের উত্তীর্ণ করে দেওয়ার দাবি জানিয়ে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ (বালিকা) বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃহস্পতিবার এক স্মারকলিপি দিল ছাত্র পরিষদ। সংগঠনের জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “ওই স্কুলে কিছু ছাত্রীকে পাশ করানো হয়নি। আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে কেন্দ্রীয় আইন অনুযায়ী সকলকে পাশ করানোর দাবি জানিয়েছি।”
|
কোথায় কী |
বিবেকানন্দ স্মরণ: স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উদ্যাপন। আয়োজক বালিচক বিবেকানন্দ ক্লাব।
যোগাসন প্রতিযোগিতা-সহ নানা কর্মসূচি চলবে রবিবার পর্যন্ত।
স্কুলের অনুষ্ঠান: চন্দ্রকোনা রোডের ‘বিদ্যাসাগর শিক্ষা নিকেতন’-এর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান।
রক্তদান শিবির সহ নানা কর্মসূচি। চলবে রবিবার পর্যন্ত।
কর্মী সম্মেলন: খড়্গপুর রামমন্দিরে বিজেপির কর্মী সম্মেলন।
কলকাতায় ৫ জানুয়ারি নরেন্দ্র মোদীর
সমাবেশের প্রস্তুতি ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে।
উপস্থিত থাকবেন জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়। সম্মেলন শুরু বেলা আড়াইটেয়। |
|