টুকরো খবর
কপ্টার ভেঙে মৃত
ভার্জিনিয়ার উপকূলে বুধবার সকালে হঠাৎই ভেঙে পড়ল মার্কিন নৌসেনার একটি এমএইচ -৫৩ই হেলিকপ্টার। মার্কিন নৌসেনা সুত্রের খবর, আর পাঁচটা দিনের মতোই বুধবার সকালেও পাঁচ জন নৌসেনা কপ্টার সামুদ্রিক নজরদারির কাজে বেরিয়েছিলেন। ভার্জিনিয়া উপকূলের কাছে আসার পর কপ্টারটির সঙ্গে হঠাৎই সব রকম যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। তার পরই নৌসেনারা খোঁজ শুরু করে দেয় এমএইচ -৫৩ই হেলিকপ্টারটির। বেশ কিছুক্ষণ পর দুই কপ্টার -চালকের দেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় ভার্জিনিয়ার উপকূলে অন্য দুই সেনার খোঁজ মেলে। তাঁরা এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এক জনের অবস্থা আশঙ্কাজনক। পঞ্চম সেনা নিখোঁজ। অতলান্তিকে কপ্টারটির ভেঙে পড়ার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। মার্কিন নৌসেনার ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, ঘণ্টায় ১৭০ মাইল গতিবেগ সম্পন্ন এমএইচ -৫৩ই হেলিকপ্টারটি লম্বায় প্রায় ৯৯ ফুট। কপ্টার -চালক ছাড়াও আরও সাত জনের বসার ব্যবস্থা ছিল কপ্টারটিতে। মূলত সামুদ্রিক নজরদারির কাজে ব্যবহার করা হত সেটিকে। বুধবার সকালে কপ্টারটি ভার্জিনিয়ার উপকূল থেকে ২০ মাইল দূরে গিয়ে কেন ভেঙে পড়ল, তার সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে। এই ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও ২০১২ - জুলাই মাসে একটি এমএইচ -৫৩ই হেলিকপ্টার ওমানে ভেঙে পড়ে।

জোর রক্ষা যুবরাজের
মাস আষ্টেক আগের ঘটনা। কপ্টার দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন যুবরাজ চালর্স যুবরানি ক্যামেলিয়া। কয়েক সপ্তাহের ব্যবধানে ব্রিটেনে দু’-দু’টি চপার ভেঙে পড়ার ঘটনায় সামনে এল সেই খবর। জানা গিয়েছে, গত বছর ২৩ মে দুর্ঘটনার কবলে পড়ে ‘সিকোরস্কি এস -৭৬সি’ চপারটি তড়িঘড়ি জরুরি অবতরণ করতে বাধ্য হয় পশ্চিম লন্ডনের দেনহামে। তাতে সওয়ার ছিলেন সস্ত্রীক যুবরাজ চালর্স। হে -অন -ওয়েতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। স্টিয়ারিং - যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে চালক জরুরি অবতরণ করেন। অগত্যা সড়ক পথে হে -অন -ওয়ের উদ্দেশে রওনা হন চালর্স ক্যামেলিয়া।

চাঙ্গাই মুশারফ
প্রাক্তন পাক সামরিক শাসক পারভেজ মুশারফ সম্পূর্ণ সুস্থ বলে দাবি করলেন সরকারি কৌঁসুলি। তিনি বলেন, ‘১৮ বছরের তরুণের’ মতোই চাঙ্গা আছেন মুশারফ। হৃদ্রোগে আক্রান্ত হওয়ার কারণে মামলার শুনানিতে হাজিরা না দেওয়ার আর্জি করেছিলেন মুশারফের আইনজীবী। তারিখ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

বিস্ফোরণে হত
রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মারা গেলেন পাঁচ জন। জখম ১২ জন। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। মধ্য জাপানের ইয়োকাইচির ঘটনা। পুলিশ জানায়, বিস্ফোরণ ঘটলেও কারখানায় আগুন লাগেনি।

হাইয়ে বিপত্তি
বড়সড় হাই তুলেছিলেন চিনের হুবেই প্রদেশের বাসিন্দা বছর ছাব্বিশের যুবক ওউ। কিন্তু তাতেই নিউমোথোরাক্সে আক্রান্ত হলেন তিনি। ডাক্তারি পরিভাষায় এই অসুখটির অর্থ হল, ফুসফুসের বায়ুথলি ফুটো হয়ে যাওয়া। বুধবার সকালে নিজের অজান্তেই লম্বা হাই তুলে অনেকটা শ্বাস নিয়ে ফেলেছিলেন ওউ। তার পর থেকেই বুকে হালকা ব্যথা শুরু হয় তাঁর। হাসপাতালে যাওয়ার পর তাঁর রোগ নির্ণয় করেন চিকিৎসকেরা।

জারি সতর্কতা
পাঁচটি দেহ উদ্ধার হওয়ার পরেই দক্ষিণ রাশিয়ার স্তাভ্রোপল এলাকায় সতর্কতা জারি করল প্রশাসন।

পরিশ্রমের দিনলিপি। বরফে ঢেকেছে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল। বাইরে
থেকে বাড়িতে জল নিয়ে যাচ্ছেন মহিলারা। কাবুলের কাছে। বৃহস্পতিবার। ছবি: এপি।

স্তব্ধ নায়াগ্রা। তাপমাত্রা নেমে গিয়েছে শূন্য থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও নীচে।
আর তাতেই জমে গিয়েছে নায়াগ্রা জলপ্রপাত। এই ঘটনাকে বিরলতম বলে আখ্যা
দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে নায়াগ্রা পাবলিক লাইব্রেরিতে পাওয়া আরও একটি ছবিতে
দেখা গিয়েছে, ওই জলপ্রপাত জমে রয়েছে। ছবিটি ১৯১১ বা ’১২ সালের
বলে অনুমান। যদিও ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। ছবি: রয়টার্স।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.