ভয় পেয়ো না, পাশে আছি
রাত ন’টা সাঁইত্রিশের মেট্রোর প্রায় ফাঁকা সিটে বসে থাকা এক মেয়ে মন দিয়ে খেলে চলেছে। তার হাতের স্মার্টফোনের স্ক্রিনে ভেসে উঠছে রংচঙে গেম। একটা ক্যারেকটার প্রাণপণে দৌড়চ্ছে। তাকে তাড়া করছে এক দুষ্টু লোক। তাড়া করে আসা লোকটাকে জব্দও করতে হবে। আবার পালাতেও হবে। তবেই স্কোর বাড়বে চড়চড়িয়ে। মেয়েটার ঠিক কিছু দূরেই তাকে খুঁটিয়ে মাপতে ব্যস্ত এক মাঝবয়সি লোক। মেয়েটার হুঁশই নেই সে দিকে।
এ তো রোজের দৃশ্য! বিপদ কিন্তু ঘটে যেতে পারে নিঃশব্দে। অজান্তে।
সঙ্গে আছি
টিভির এক বিজ্ঞাপনী প্রচারে করিনা কপূরকে ইদানীং দেখা যাচ্ছে এক অ্যাপের প্রচার করতে। যে কোনও স্মার্ট ফোনে ডাউনলোড করা যাবে এই ‘ভিথ ইউ’ সেফটি অ্যাপ। মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই উদ্যোগ। বিপদে পড়লে পাওয়ার বাটনে স্রেফ দু’টো ক্লিক করলেই আপৎকালীন বা এসওএস মেসেজ পৌঁছে যাবে আপনার তালিকায় থাকা প্রিয়জনেদের কাছে, যাতে স্পষ্টই জানানো থাকবে আপনি বিপদে পড়েছেন। আর এই মেসেজ জানিয়ে দেবে আপনার লোকেশনও।
মেয়েদের সুরক্ষা চিন্তায় পিছিয়ে নেই মাইক্রোসফট্ও। ওরাও মেয়েদের সুরক্ষার কথা চিন্তা করে ডিসেম্বরের শেষ সপ্তাহে লঞ্চ করেছে ‘গার্ডিয়ান’ নামের এক সেফটি অ্যাপ। যদিও শুধুমাত্র উইন্ডোজ ফোন ইউজাররাই আপাতত ব্যবহার করতে পারবেন এই অ্যাপ। বিপদ এলে এসওএস বাটন প্রেস করলেই আপনার পরিবার, বন্ধুবান্ধবরা সতর্ক হয়ে যাবেন। আপনার সঠিক লোকেশনও জানিয়ে দেবে এই অ্যাপের ‘ট্র্যাক মি’ ফিচার।
এ রকম আরেকটা অ্যাপ হল উইমেন সেফ সার্কল। এই অ্যাপটা ব্যবহার করেও এসওএস মেসেজ বা ই-মেল পাঠাতে পারবেন আপনার চেনা পরিচিতদের কাছে। সঙ্গে পাঠানো জিপিএস লোকেশন দেখে আপনাকে খুঁজে নিতে পারবেন আপনার বাড়ির লোক বা বন্ধুরা। তবে এই অ্যাপটাও আপাতত শুধু উইন্ডোজ ফোনেই ব্যবহার করার সুযোগ রয়েছে।
ব্ল্যাকবেরি আর অ্যান্ড্রয়েড ফোনের জন্য রয়েছে স্ক্রিম অ্যালার্ম। এটা পুশ করলেই এক মহিলার গলায় জোর চিৎকার শোনা যাবে। এতে শুধু যে আপনার কাছের লোকেরা সচেতন হবেন তাই নয়, মুখ বাঁধা অবস্থাতেও এই অ্যালার্ম আপনার আশেপাশের লোকেদের সতর্ক করে দেবে যে আপনি বিপদে পড়েছেন।
নির্ভয়ে নির্ভয়া
শুধু উইন্ডোজ ফোন নয়, আইফোন ইউজাররাও এখন ডাউনলোড করতে পারবেন নির্ভয়া: বি ফিয়ারলেস অ্যাপ। এই অ্যাপ ফ্রি-তে ডাউনলোড করা যায়। এর সিঙ্গল ক্লিক ডিসট্রেস সিগন্যাল চেনা পরিচিত সার্কলের মধ্যে বা বন্ধুদের গ্রুপের মধ্যে অ্যালার্ট মেসেজ পাঠাবে। এটার আবার এমন অ্যাপ্লিকেশন রয়েছে যে ফোনে ঝাঁকুনি লাগলেই অটোম্যাটিক্যালি অ্যালার্ট পৌঁছে যাবে চেনা লোকেদের কাছে। নির্ভয়া অ্যাপ ব্যবহার করলে আপনার বাড়ির ঠিকানা, এমনকী ব্লাড গ্রুপ বা এমার্জেন্সি সব নাম্বারও আপনাকে সাবমিট করতে হবে।
এত সব নিরাপত্তাজনিত অ্যাপের ভিড়ে যদিও ফাইট-ব্যাক অ্যাপ দাবি করছে যে তারাই নাকি মেয়েদের নিরাপত্তার কথা ভেবে বাজারে আসা প্রথম অ্যাপ। আপনি আপনার নোকিয়া, ব্ল্যাকবেরি, আইফোন, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ। ফাইট ব্যাক-য়ের এসওএস অ্যালার্ট সিস্টেম প্রযুক্তিগত দিক থেকে খুব উন্নত মানের। এমার্জেন্সি টেক্সট মেসেজ ছাড়াও ফেসবুক বা ই-মেল মারফতও আপনার বিপদের খবর পৌঁছে যাবে প্রিয়জনদের কাছে। ফাইট ব্যাক শুধু জিপিএস বা জিপিআরএস নয়, গুগল ম্যাপেও আপনার লোকেশন দেখিয়ে দেবে আপনার তালিকায় থাকা মানুষদের। জাভা অ্যাপ্লিকেশন সাপোর্ট করছে এমন ফোনেও ব্যবহার করতে পারেন এই অ্যাপ।

বিশ্বাসে মিলায় বস্তু
বিশ্বাস যেমন করছেন অনেকে, সন্দেহও কিন্তু দানা বাঁধছে অনেকের মনে। ফোনের সিগন্যাল যদি ঠিক সময়ে কাজ না করে! যদি কানেক্টিভিটি না পাওয়া যায়! বা অতর্কিত বিপদের মুখে ফোনটাই যদি হাত থেকে ছিটকে যায়... তা ছাড়া জিপিএস কিংবা জিপিআরএস পরিষেবাও তো সব সময় মেলে না। সে ক্ষেত্রেই বা কী করা যায়!
বছর পঁয়ত্রিশের রজনী বসু কাজ শেষে বাড়ি ফেরার ট্রেন ধরেন বেশ রাতে। “আমি যখন ফিরি তখন লেডিজ কম্পার্টমেন্টে তেমন কেউ থাকে না বললেই চলে। আমার ফোনে ডাউনলোড করেছি একটা সেফটি অ্যাপ। এটা যাঁরা ব্যবহার করছেন, বলছেন খুব ভাল রেসপন্স। কিন্তু সিরিয়াস বিপদে পড়লে এই অ্যাপ কতটা সাহায্য করবে তা একমাত্র সে রকম সিচুয়েশনে পড়লে তবেই বুঝতে পারব।”
  জেনে নিন  
 
• ফোনের জিপিএস লোকেশন ট্র্যাকার সব সময় অন রাখুন। ভুলেও অফ রাখবেন না।
• একটা গ্রুপ লিস্টে বাবা-মা, বন্ধুবান্ধব মিলিয়ে চার পাঁচ জনের নাম আলাদা করে লিখে রাখুন। বিপদে পড়লে আপনার এসওএস অ্যালার্ট গ্রুপে থাকা নম্বরগুলোতেই আগে পৌঁছবে
• বিপদ আঁচ করলেই এসওএস বাটন প্রেস করে মেসেজ পাঠিয়ে দিন।
• গভীর রাতে নয়, চেষ্টা করুন তাড়াতাড়ি ট্রেন ধরতে। মেট্রোয় কানেক্টিভিটি পাওয়া যায় না। রাতের দিকের মেট্রো যথেষ্ট ফাঁকাও থাকে।
• নির্জন রাস্তায় একা বেরোলে ফোনের সেফটি অ্যাপ সব সময় অন রাখবেন।
• জিপিএস, জিপিআরএস পরিষেবাও কিন্তু সব সময় মেলে না। সে ক্ষেত্রে আগে থেকে লিখে রাখা টেক্সট মেসেজ পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট কিছু নম্বরে
• এমার্জেন্সি নম্বরের তালিকায় অবশ্যই রাখুন লোকাল পুলিশ স্টেশনের নম্বরও।
 

ভরসা থাক
তবে অ্যাপ-ফ্রেন্ডলি জেনারেশনকে কিছুটা হলেও ভরসা জোগাচ্ছে এই সব সেফটি অ্যাপ। পুণের এক আইটি কোম্পানিতে কাজ করেন বছর তেইশের অন্বেষা। ফোনে ডাউনলোড করেছেন বেশ কিছু সেফটি অ্যাপ। জানালেন, “পুণে এমনিতে নির্ঝঞ্ঝাট জায়গা হলেও গত কয়েক বছরে মেয়েদের সেফটি এখানে বেশ কমে গিয়েছে। আমরা কোম্পানির গাড়িতে ফিরি। কিন্তু তা হলেও গভীর রাতে গাড়িতে একা ফিরতে বেশ ভয়-ভয় করে। আমি ফাইট-ব্যাক অ্যাপটা ব্যবহার করে দেখেছি। ভালই কাজে দেয়। অন্তত কেউ তো পাশে আছে, এই ফিলিংটা হয়।”
দিল্লি ধর্ষণকাণ্ডের পর দেশের সরকারও কিন্তু আর চুপ করে বসে নেই। আইটি মিনিস্ট্রির সঙ্গে আলোচনা করে মোবাইলে প্যানিক বাটন অ্যাপ ইন্সটল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাল খবর এটাই যে শুধু স্মার্টফোনেই নয়, এই অ্যাপ বা বাটন আপনি পেয়ে যাবেন সাধারণ মোবাইল হ্যান্ডসেটেও। এ বার থেকে নতুন বেসিক ফোনগুলো এই বাটন ফিচার সমেত তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রসঙ্গে আর একটা তথ্য না দিলেও নয়। বেসিক বেশ কিছু ফোনে আগেও কিন্তু এই অ্যালার্ট বাটন ব্যবহার করতে পারা যেত। তবে সেটা করা হয়েছিল বয়স্ক মানুষ এবং বাচ্চাদের নিরাপত্তার কথা ভেবে। মেয়েদের কথা চিন্তা করে সরকারের এই সিদ্ধান্ত সে ক্ষেত্রে বেশ উল্লেখযোগ্য বলা যায়।
স্মার্টফোনটাকে তাই স্মার্টলি ব্যবহার করার চেষ্টা করুন। বুদ্ধি করে চললে আপনার হাতে থাকা স্মার্টফোনই কিন্তু বাঁচিয়ে দিতে পারে আপনাকে। নইলে কে বলতে পারে, আপনার ব্যক্তিগত জীবনটাও কোনও দিন হেডলাইন হয়ে উঠবে না?



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.