|
|
|
|
টুকরো খবর |
ফুটবল শিবিরে পশ্চিমের ৮
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাজ্য দল নির্বাচনের জন্য অনুষ্ঠিত শিবিরে ডাক পেলেন পশ্চিম মেদিনীপুরের ৮ জন খুদে ফুটবলার। আজ, বৃহস্পতিবার থেকে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে এই শিবির শুরু হওয়ার কথা। ৮ জনের মধ্যে ৪ জন ছেলে, ৪ জন মেয়ে। গত সোমবারই অনুধ্বর্র্ ১৪ রাজ্য স্কুল ফুটবলে (বালক) চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিম মেদিনীপুর। এরপর জাতীয় স্তরের টুর্নামেন্টের জন্য রাজ্য দল নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। শিবিরে ডাকা হয়েছে বিভিন্ন জেলার অনুর্ধ্ব ১৪ প্রতিভাবান ফুটবলারদের। এই দলেই রয়েছে পশ্চিম মেদিনীপুরের ৮ জন। এরা হল, শেখ জাফিরুদ্দিন আলি, মেহবুব আলম, সামিন মল্লিক, নিত্যানন্দ হেমরম, কুহেলি রক্ষিত, সঞ্চিতা মাহাতো, প্রিয়াঙ্কা ঘোষ এবং কৃষ্ণা সিংহ।
|
এসইউসি’র বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শহরে এসইউসির বিক্ষোভ। |
অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, বিদ্যুতের মাসুল কমানো, নারী নিগ্রহ প্রতিরোধ-সহ বেশ কিছু দাবিতে বুধবার জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি কর এসইউসি। শুরুতে শহরে মিছিল করেন দলের কর্মী- সমর্থকেরা। তারপর গাঁধী মূর্তির পাদদেশে সভা করে ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়।
|
কোথায় কী |
বৃহস্পতিবার
প্রশিক্ষণ: প্রাথমিক চিকিৎসা, বিপর্যয় মোকাবিলা ও অগ্নি নির্বাপন ব্যবস্থার মোকাবিলায় প্রশিক্ষণ শিবির।
জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা সেন্ট জন্ অ্যাম্বুল্যান্স ব্রিগেডের খড়্গপুর শাখার উদ্যোগে এই শিবির। সাউথসাইডে
ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারের (কনস্ট্রাকশন) কার্যালয় প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় শিবিরের সূচনা। থাকবেন
রেলের
অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক অমূল্যকুমার পট্টনায়েক প্রমুখ। ১১ জানুয়ারি পর্যন্ত চলবে প্রশিক্ষণ।
চক্ষু শিবির: শালবনির ভীমপুর অরুণোদয় আশ্রমের উদ্যোগে বিনাব্যয়ে চক্ষু চিকিৎসা,
চশমা-ওষুধ দেওয়া ও সচেতনতা শিবির আয়োজিত হবে। সকাল ন’টায় শিবির শুরু। |
|
|
|
|
|