এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পাটুলি থানার গাঙ্গুলিবাগানে। মৃতের নাম দীপ মণ্ডল (২৭)। ওই রাতে নিজের বাড়ি থেকে দীপের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দীপের বাবা রামচন্দ্র মণ্ডল বুধবার পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন, তাঁর ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন এক ব্যক্তি ও তাঁর ১৬ বছরের মেয়ে। তার ভিত্তিতে ওই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁরা নাকতলার অরবিন্দনগরের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পেশায় গাড়িচালক দীপের সঙ্গে দু’বছর ধরে সম্পর্ক ছিল নবম শ্রেণির ছাত্রী ওই কিশোরীর। দীপের বাবার অভিযোগ, ওই কিশোরী দীপকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল। স্থানীয় সূত্রে পুলিশ আরও জেনেছে, গত মাসে বিয়ে হয়ে যায় ওই কিশোরীর। পুলিশ জানিয়েছে, কিশোরীকে বিয়ে দেওয়ার বিষয়টিও শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি প্রমাণিত হলে কিশোরীর বাবার বিরুদ্ধেও মামলা রুজু করা হবে। দীপের এক বন্ধু শৌভিক সেনশর্মা বলেন, “বহু দিন ধরেই দীপের সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল। দু’জনে বিয়ে করার কথাও ছিল। হঠাৎ করেই মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়। ঘটনাটি মেয়েটির বাবা জানত। এই ঘটনায় কিশোরীর বাবারও ইন্ধন রয়েছে।”
|
ভাড়া বৃদ্ধি নিয়ে চালক ইউনিয়নের দুই গোষ্ঠীর বিবাদে বুধবার এক ঘণ্টা বন্ধ থাকল গড়িয়া-টালিগঞ্জ রুটের অটো। অটোচালকেরা জানান, এই রুটের ভাড়া নিয়ে তৃণমূল পরিচালিত ইউনিয়নের দু’টি গোষ্ঠীর গোলমাল চলছে। সম্প্রতি চালকদের সঙ্গে কথা বলে এক গোষ্ঠী অটো ভাড়া দশ টাকা থেকে বারো টাকা করে। মাঝের স্তরগুলিতেও ভাড়া বাড়ানো হয় এক টাকা করে। অধিকাংশ চালকই নতুন ভাড়া নিতে শুরু করেন। কিন্তু বুধবার আর এক গোষ্ঠীর কর্মীরা বর্ধিত হারে ভাড়া দিতে না করে অটোর গায়ে পোস্টার মারতে যান। চালকদের একাংশ প্রতিবাদ করেন। গোলমালের শুরু সেখানেই। বিশু রায় নামে এক যাত্রী বলেন, “গড়িয়া-টালিগঞ্জ রুটে হামেশাই এমন হয়। রাতে অটো মেলে না। যাত্রীদের যাতায়াত নির্ভর করে অটো চালকদের মর্জির উপর।” দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতা শুভাশিস চক্রবর্তী বলেন, “চালকদের বেশি ভাড়া নিতে বারণ করা হয়েছে। আমরা বৈঠকে বসে ভাড়া বৃদ্ধি সম্পর্কে নতুন করে সিদ্ধান্ত নেব। ততদিন পুরনো ভাড়াই থাকবে।”
|
গার্ডেনরিচের নেচার পার্কের কাছে বুধবার সন্ধ্যায় একটি পরিবহণ সংস্থার ম্যানেজারের কাছ থেকে কয়েক লক্ষ টাকা লুঠ হয়েছে বলে অভিযোগ। অভিষেক বেরিয়া নামে ওই ম্যানেজার পুলিশকে জানান, গার্ডেনরিচ রোডে তাঁদের দফতরে জমা পড়া পৌনে তিন লক্ষ টাকা নিয়ে তিনি ট্যাক্সিতে বাড়ির দিকে রওনা হন। নেচার পার্কের কাছে মোটরসাইকেল আরোহী তিন দুষ্কৃতী ট্যাক্সি আটকায়। এক জন তাঁর মাথায় রিভলভার ঠেকিয়ে ব্যাগটি কেড়ে নেয়। পরে পালায়।
|
কলকাতা হাইকোর্টে লিগ্যাল সেল খুলল আম আদমি পার্টি (আপ)। ওই সেলের পক্ষে আইনজীবী মনোজিৎ ভট্টাচার্য বুধবার জানান, গরিবদের নিখরচায় আইনি সহায়তা দেওয়াই সেলের মূল উদ্দেশ্য। প্রতিশ্রুতি মেনে দুর্নীতি রুখতে হেল্পলাইন চালু করেছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। (০১১) ২৭৩৫-৭১৬৯-নম্বরে ফোন করে ঘুষ-সহ সব ধরনের দুর্নীতির অভিযোগ জানানো যাবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই লাইন খোলা থাকবে।
|
পাচারকারী সন্দেহে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার, কড়েয়া থানা এলাকার আহিরীপুকুরের এক বস্তি থেকে। পুলিশ জানায়, ওই মহিলা প্রতিবেশী এক নাবালিকাকে কম্বল দেওয়ার ছলে অন্যত্র নিয়ে যায়। সেখান থেকে পালিয়ে আসে নাবালিকা। তার পরিবারের অভিযোগ, মেয়েটিকে পাচার করার ছক কষেছিল ওই মহিলা। বুধবার আলিপুর আদালতে বিচারক ওই মহিলাকে ১৩ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজত দেন। |