নতুন বছরে এই প্রথম বাড়ল সেনসেক্স। বুধবার সূচক বেড়েছে ৩৬.১৪ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে তা দাঁড়িয়েছে ২০,৭২৯.৩৮ অঙ্কে। এ দিন টাকার দামও বেড়েছে ২৩ পয়সা। প্রতি ডলারের দাম হয়েছে ৬২.০৭ টাকা। লেনদেনের শুরুতে সূচক প্রায় ১০০ পয়েন্ট বাড়লেও পরে মুনাফা তোলার জন্য লগ্নিকারীরা শেয়ার বিক্রি করতে থাকেন। ফলে নেমে আসে সূচক। এ দিন আমেরিকা ও এশিয়ার শেয়ার বাজারগুলিও চাঙ্গা ছিল।
|
বিপণনের জন্য দুগ্ধ সমবায়গুলির থেকে বেশি দামে দুধ কিনতে চায় রাজ্য সরকার। বুধবার মহাকরণে প্রাণিসম্পদ বিকাশ প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ জানান, এই ব্যাপারে অনুমোদন চেয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব পাঠাচ্ছেন। মন্ত্রীর ব্যাখ্যা, রাজ্যে ছড়িয়ে থাকা দুগ্ধ সমবায়গুলির পালিত পশুদের খাদ্য ও ওষুধ সরবরাহ করে সরকার। শর্ত থাকে, তাদের থেকে পাওয়া দুধ রাজ্য সরকারকে বিক্রি করতে হবে। যাতে সরকারি ডেয়ারিগুলি তা পাউচে করে সাধারণ মানুষকে বিক্রি করতে পারে। কিন্তু বেসরকারি ডেয়ারিগুলি ওই সব সমবায়ে উৎপাদিত দুধ বেশি দামে কিনে নিচ্ছে। ফলে সরকারি ডেয়ারি মার খাচ্ছে। স্বপনবাবু জানান, বর্ধমানের স্টেট ডেয়ারি ফেব্রুয়ারি থেকে আবার চালু করা হচ্ছে। ২০০৬ সালের মে মাসে বর্ধমান শহরের ওই ডেয়ারি বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন ওই ডেয়ারি দৈনিক ২০ হাজার পাউচ দুধ শহরে সরবরাহ করত। সেখানে বিভিন্ন উন্নত যন্ত্র পড়ে রয়েছে। সেগুলি কাজে লাগিয়ে প্রথম পর্যায়ে ৫ হাজার পাউচ শহরে সরবরাহ করা হবে। রাজ্যে দুধের চাহিদা মেটাতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকেও উৎপাদনের কাজে লাগাতে চাইছে সরকার। তার জন্য সব রকম সাহায্য করা হবে মন্ত্রী আশ্বাস দিয়েছেন। সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যে দুগ্ধ সমবায়গুলিতে পালিত পশুর সমীক্ষা করা হবে। খাতায়-কলমে দেখানো হিসেবের সঙ্গে বাস্তবের ফারাক আছে কি না, তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।
|
বেঙ্গালুরুর লিটল আই ল্যাবস-কে কিনছে মার্কিন সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থা ফেসবুক। ভারতে এটি তাদের প্রথম অধিগ্রহণ। লিটল আই ল্যাবস অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপগুলিতে নজরদারির সরঞ্জাম তৈরি করে, যাতে সেগুলি প্রযুক্তিগত ভাবে আরও উন্নত হয়ে ওঠে। হস্তান্তরের অঙ্ক ১.৫০ কোটির মধ্যে হবে বলেই ইঙ্গিত। |