খেতমজুর ও জমির মালিকদের বিক্ষোভে বুধবারও অন্ডাল বিমানবন্দরের অন্ডাল মৌজায় মাটি কাটার কাজ বন্ধ থাকল। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ মাটি কাটার মেশিন নিয়ে কর্মীরা মাটি কাটতে এলে খেতমজুর ও জমিহারা পরিবারের মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা শিল্পের বিরুদ্ধে নন। কিন্তু যাঁরা এখনও টাকা নেননি তাঁদের হয় বর্তমান বাজারদরে দাম দিতে হবে অথবা তাঁদের জন্য বিকল্প জমির ব্যবস্থা করতে হবে। এছাড়া খেতমজুর এবং বর্গাদারদের বকেয়া ক্ষতিপূরণের দাবিও করেন তাঁরা। একই দাবিতে মঙ্গলবারও কাজ বন্ধ ছিল। জেলা শাসক সৌমিত্র মোহন বলেন, “আমরা চাই, জমির মালিকেরা সরাসরি বৈধ কাগজপত্র নিয়ে আমাদের কাছে আসুন। বৃহস্পতিবার মহকুমাশাসককে এ বিষয়ে একটি বৈঠক করতেও নির্দেশ দেওয়া হয়েছে।”
|
অন্ডালের ময়রা কোলিয়ারি এলাকায় বুধবার আইএনটিইউসি অনুমোদিত কোলিয়ারি মজদুর ইউনিয়নের উদ্যোগে ইন্দিরা গাঁধীর মূর্তির আবরণ উন্মোচন করলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক চণ্ডী বন্দ্যোপাধ্যায়। বুধবার এই অনুষ্ঠানটি হয়।
|
গৌরীবালা মিত্র, কাননকুমার মিত্র ও দীপক কুমার মিত্র স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার বুধবারের খেলায় জিতল দুর্গাপুরের অনন্যা একাদশ। বীরভানপুর লাগোয়া ওল্ড জিটি মাঠে তারা আসানসোলের ম্যাক্সিমাম ক্রিকেট ক্লাবকে ৩৭ রানে হারায়।
|
এলাকার সামগ্রিক উন্নয়নের দাবিতে কুলটি পুরসভায় বুধবার বিক্ষোভ দেখালে ব্লক যুব কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। বিক্ষোভের পরে পুরপ্রধানের হাতে একটি স্মারকলিপিও তুলে দেন তাঁরা। এ দিন সকালে প্রায় দেড় হাজার কংগ্রেস কর্মী সমর্থক মিছিল কুলটি পুরসভার সামনে জমায়েত করে। সেখানে প্রায় ঘণ্টাখানেক অবস্থান বিক্ষোভের পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল কুলটির পুরপ্রধানের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন। বিক্ষোভে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস নেত্রী ইন্দ্রাণী মিশ্র। কুলটি ব্লক যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ মুখোপাধ্যায়ের অভিযোগ, পুর কর্তৃপক্ষের ব্যর্থতায় জন্য কুলটির ১৩৩ কোটি টাকার জল প্রকল্প বাতিল হয়ে গিয়েছে। তাঁদের আরও অভিযোগ, শহরের যে সব নাগরিক দারিদ্রসীমার নীচে রয়েছেন তাঁদের জন্য গৃহীত পরিষেবাগুলির সঠিক রূপায়ন হচ্ছে না। পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, “জল প্রকল্পের কাজ এখন আমাদের হাতে নেই।” তবে শহরের গরিব নাগরিকদের জন্য গৃহীত কাজগুলি ঠিক সময়েই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
|
বধূ নির্যাতনের অভিযোগে বুধবার দু’টি পৃথক ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে আসানসোল মহিলা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাজ সিংহ ও পোখর মণ্ডল। রাজের বাড়ি হিরাপুরের শান্তিনগর ও পোখরের বাড়ি হিরাপুরের বৈষ্ণববাঁধ এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজের স্ত্রী অদিতি সিংহ থানায় অভিযোগ জানান যে, ২০০৮ সালে তাঁর সঙ্গে রাজের বিয়ে হওয়ার কিছু দিন পরেই তাঁর উপর অত্যাচার শুরু করে রাজ। অন্য দিকে পোখর মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তাঁর স্ত্রী বন্দনা মন্ডল পুলিশকে জানান, গত বছরের ২৬ জুন তাঁর বিয়ে হয়। দিন দশেক আগে তাঁকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।
|
অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্য সরকার নানা সামাজিক সুরক্ষার ব্যবস্থা করেছে। শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর মহকুমায় প্রায় সাড়ে ৪৬ হাজার অসংগঠিত শ্রমিক ভবিষ্যনিধি প্রকল্পে, প্রায় সাড়ে ১৪ হাজার নির্মাণকর্মীদের প্রকল্পে এবং ৩৮০০ জন পরিবহণ কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্পে নাম লিখিয়েছেন। ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে ‘সামাজিক সুরক্ষা মাস’। দুর্গাপুরের ডেপুটি লেবার কমিশনারের দফতর সে জন্য বুধবার গোপালমাঠে একটি অনুষ্ঠান করে। ছিলেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। |