চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালে মা ও শিশুর চিকিৎসার জন্য একটি হাব গড়ার প্রস্তাবে সোমবার সবুজ সঙ্কেত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের সুপার আশিস মুখোপাধ্যায় জানান, ১০১ বেলতলা রোডে ওই হাসপাতালেরই ১১ হাজার বর্গফুটের একটি বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে। সেখানেই ‘মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাব’ তৈরির কথা। প্রকল্পে খরচ হবে ২০ কোটি টাকা। তিন বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।
|
হঠাৎ বুকে ব্যথা। হার্ট অ্যাটাক না অন্য সমস্যা, ভাবতে ভাবতেই পেরোয় অনেকটা সময়। বড় ক্ষতি হয়ে যায়। তাই আলিপুরের এক বেসরকারি হৃদ্রোগ চিকিৎসা কেন্দ্র মঙ্গলবার থেকে চালু করল ২৪ ঘণ্টার চেস্ট পেন সেন্টার। উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। হাসপাতালের সিইও রূপক বড়ুয়া বলেন, “প্রায় ৮৫ শতাংশ ক্ষেত্রে হার্ট অ্যাটাকের প্রথম দু’ঘণ্টার মধ্যে হার্টের মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত পরিষেবা দিতেই এই কেন্দ্র।”
|
আর্থিক সমস্যায় বিপাকে অনূর্ধ্ব ১৬ বছর বয়সী ১০ জন হৃদরোগী শিশু-কিশোরকে বিনা খরচায় অস্ত্রোপচারের ব্যবস্থা করেছে দিনহাটা স্বাস্থ্যমেলা কমিটি। জানুয়ারির ১৮-১৯ দিনহাটা শহরের সংহতি ময়দানে ওই মেলা হবে। বেলা গুহ দুঃস্থ শিশু ও মহিলা কল্যাণ সমিতি ও আইএমএ’র দিনহাটা শাখা ওই মেলার আয়োজন করেছে। উদ্যোক্তারা জানান, স্বাস্থ্যমেলায় বিভিন্ন শারীরিক সমস্যার পাশাপাশি হৃদরোগ চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। স্বাস্থ্যমেলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের রিপোর্ট দেখে শিশু-কিশোরের তালিকা হবে। অস্ত্রোপচারে ২০ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে। উদ্যোক্তাদের তরফে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, “কোচবিহার ও শিলিগুড়ির দুটি বেসরকারি হাসপাতালের সঙ্গে ওই অস্ত্রোপচারের ব্যাপারে কথাবার্তা হয়ে গিছে।’’
|
মহিলাদের ক্যান্সার রোগ চিহ্নিত করার ক্ষেত্রে নিখরচায় চিকিৎসা শিবিরের আয়োজন করতে আর্থিক সহায়তা চাইল স্বেচ্ছাসেবী সংগঠন। শিলিগুড়ি শহরের প্রধাননগরে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম রোডে অবস্থিত ওই সংগঠনের তরফে মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ওই আহ্বান জানানো হয়। সভাপতি পাপিয়া সেন বলেন, “বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের খরচ কিছুটা কমিয়েও যদি শুভানুধ্যায়ীরা এই কাজে সাহায্য করেন সে জন্য আমরা আহ্বান জানাচ্ছি।” |