বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও হুগলি জেলার মোট ৯৫টি কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে ২৮ জানুয়ারি। ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত প্রতিটি কলেজেই ভোট নেওয়া হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সমস্ত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পরে এই কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকেরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, সব কলেজেই মনোনয়নপত্র তোলার দিন ঠিক হয়েছে ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি মনোনয়ন জমা দিতে হবে। ওই দিনই মনোনয়নপত্র পরীক্ষা করে বৈধ মনোনয়ন পত্রগুলির তালিকা প্রকাশ করা হবে। ২৪ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে। ২৪ তারিখ দুপুর আড়াইটের সময় প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থীতালিকা। ২৮ জানুয়ারি ভোট হবে। ওই দিনই প্রকাশিত হবে ফল। যদি কোনও আসনে ফলাফল ‘টাই’ হয়, তা হলে পরের দিন ওই আসনে ফের ভোট নেওয়া হবে। প্রত্যেক কলেজেই ৩০ জানুয়ারি ছাত্র সংসদ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রভোটে হিংসা এড়াতে প্রাক্তন ছাত্র ও বহিরাগতদের মনোনয়নপত্র দেওয়ার দিন থেকে নির্বাচনের ফল ঘোষণা হওয়া পর্যন্ত কলেজের ভেতরে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদি একান্তই কারও কলেজে প্রবেশের প্রয়োজন হয়, তা হলে তাঁকে অধ্যক্ষের অনুমতি নিতে হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, মনোনয়ন পত্র তোলার সময় প্রার্থীকে নিজে উপস্থিত থাকতে হবে। নিয়মে আরও বলা হয়েছে, মনোনয়নপত্রে প্রার্থীর পুরো সই থাকতে হবে। কেউই দুটির বেশি মনোনয়নপত্র পাবেন না। নির্বাচনে লড়তে চাওয়া প্রার্থী ও সেই প্রার্থীর প্রস্তাবককে একই বর্ষের হতে হবে। মনোনয়ন জমা দেওয়ার সময় সেটি অবশ্যই সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষকে দেখিয়ে নিতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ১৬ জানুয়ারি কলেজ ভোটের জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিটি ঘোষণা করা হবে। সে দিন সমস্ত কলেজে ছাত্র সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার পর থেকে খুব জরুরি কারণ ছাড়া কলেজের শিক্ষক বা শিক্ষিকারা কলেজে অনুপস্থিত থাকতে পারবেন না। ১৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনও বিষয় জানার জন্য বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের পরিদর্শকের দফতরে ফোন করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক বলেন, “২৮ জানুয়ারি ভোটের দিন সকাল ১০টার আগে কোনও ভোটারকে কলেজ চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না। ওই দিন কলেজ চত্বরের ভিতরে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। যদি কোনও কলেজ চত্বরে হস্টেল থাকে, তা হলে তার গেট বন্ধ রাখতে হবে। ছাত্রছাত্রীদের কলেজের আই কার্ড দেখে কলেজে ঢুকতে দেওয়া হবে। প্রার্থী ও প্রার্থীর পোলিং এজেন্টদের সকাল ১০টার মধ্যে সংশ্লিষ্ট বুথে প্রবেশ করতে হবে। কোনও প্রার্থী বা তাঁর এজেন্ট উপস্থিত না থাকলেও ভোট শুরু হয়ে যাবে।”
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের পরিদর্শক দেবকুমার পাঁজা জানান, কলেজের অধ্যক্ষদেরই কলেজের আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়া শুরুর আগে অধ্যক্ষদের পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক করতে বলা হয়েছে। |