টুকরো খবর
জমি বিবাদ, দম্পতি গ্রেফতার পিংলায়
জমি বিবাদকে কেন্দ্র করে শ্লীলতাহানি ও চুরির অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সকালে পিংলা থানার পুলিশ টুঙ্গুর থেকে ওই দু’জনকে গ্রেফতার করে। ধৃত বছর সত্তরের শেখ ওলি ও তাঁর স্ত্রী নুরি বিবি অবশ্য জামিন পেয়েছেন। ধৃতের পরিবার পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা শেখ অলির বাড়ি সংলগ্ন জমি ঘিরে ওই পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে জলচকের শেখ ইসরাইলের। তার জেরে গত অগস্টে শেখ অলিদের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। সোমবার রাতে ফের শেখ অলির বাড়িতে হামলার অভিযোগ ওঠে। এর পরই এ দিন সকালে পুলিশ শেখ অলি ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করে। ধৃত দম্পতির মেয়ে সাবেদা খাতুন বলেন, “আমাদের বাড়িতে হামলা চললেও পুলিশ উল্টে আমার মা-বাবাকে গ্রেফতার করল। পুলিশ দোষীদের আড়াল করে আমাদের উপর চাপ সৃষ্টি করছে।” খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাদনা বরুণ চন্দ্রশেখর বলেন, “ঠিক কী কারণে ওই দম্পতিকে গ্রেফতার করা হল, আমি খোঁজ নিয়ে দেখব। ধৃতের পরিবারের অভিযোগ থাকলে আমাকে জানাতে পারেন।”

ভাতা পেতে শংসাপত্র
গরিব মত্‌স্যজীবীরা মাসে ১ হাজার টাকা ভাতা পান। পশ্চিম মেদিনীপুরে এমন ভাতা প্রাপক আছেন ২৭০ জন। দীর্ঘদিন ধরে একটি তালিকা অনুযায়ী ভাতা দেওয়া হলেও দফতরে তাঁদের ‘লাইফ সার্টিফিকেট’ নেই। ৬০ বছর বয়স হলে তবেই ভাতা মেলে। ফলে, প্রাপকদের কেউ মারা গেলে, সেই টাকা অন্য কারও তুলে নেওয়ার সুযোগ থাকে। কারচুপি ঠেকাতে প্রত্যেক ভাতা প্রাপকের লাইফ সার্টিফিকেট চাইল মত্‌স্য দফতর। শংসাপত্র না পেলে ভাতা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মত্‌স্য কর্মাধ্যক্ষ সূর্য অট্ট বলেন, “বছরের পর বছর ভাতা দেওয়া হচ্ছে কোনও শংসাপত্র না দেখেই। তাই আমি প্রতিটি ব্যক্তির লাইফ সার্টিফিকেট চেয়েছি। তা না পাওয়া পর্যন্ত ভাতা বন্ধ রাখা হবে।”

কাটা গাছ উদ্ধার
পাচারের উদ্দেশে জড়ো করা কাটা গাছ বাজেয়াপ্ত করল বন দফতর। মঙ্গলবার ডেবরার সত্যপুর গ্রামে বনকর্মীরা গিয়ে জঙ্গলে পড়ে থাকা ওই কাটা গাছ উদ্ধার করে আনেন। বন দফতরের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে ওই এলাকায় কাঁসাই নদীর খালপাড় বরাবরা লাগানো কিছু ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ কেটে পাচার হচ্ছিল। ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার মানিকলাল মাণ্ডি এলাকায় গিয়ে দেখেন জঙ্গলে কাটা গাছ পড়ে রয়েছে। ডিএফও অঞ্জন গুহ বলেন, “কারা এই কাজে জড়িত তা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।”

খড়কাটার যন্ত্র দেবে প্রাণী দফতর
গরিব গো-পালকদের খড় কাটার যন্ত্র দেবে প্রাণিসম্পদ বিকাশ বিভাগ। ২৫টি যন্ত্র বিদ্যুত্‌ চালিত দেওয়া হবে। প্রতিটির দাম ২০ হাজার টাকা। আর ১৯০টি সাধারণ যন্ত্র দেওয়া হবে। যা দিয়ে শারীরিক শ্রমে সহজে খড় কাটা যাবে। এর দাম ৫ হাজার টাকা। প্রাণিসম্পদ বিকাশ দফতরের কর্মাধ্যক্ষ সূর্য অট্ট বলেন, “আমরা তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছে। মার্চ মাসের মধ্যেই যন্ত্র দেওয়া হবে।”

তৃণমূলে যোগ
নেতাই-নন্দীগ্রাম দিবসে তৃণমূলে যোগ দিলেন বেশ কিছু কংগ্রেস ও সিপিএম কর্মী-সমর্থক। মঙ্গলবার সবংয়ের ভেমুয়া বাজারে ব্লক তৃণমূলের পক্ষ থেকে স্মরণ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানেই ওই গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু কংগ্রেস ও সিপিএম কর্মী-সমর্থকের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। স্থানীয় কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব অবশ্য বিষয়টিতে গুরুত্ব দিতে চাননি।

আসবেন রাজ্যপাল
সবংয়ের দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদন- এর ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন অনুষ্ঠান শুরু হবে আগামী ১৬ জানুয়ারি। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল এম কে নারায়ণন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী, সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া প্রমুখ।

স্মারকলিপি
ক্যাম্পাসে বহিরাগতদের ঢোকা বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার দাবি জানাল এসএফআই। মঙ্গলবার মেদিনীপুর কমার্স কলেজে সিপি- টিএমসিপি সংঘর্ষ হয়। এ দিনই ওই দাবিতে কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয় এসএফআই।

প্রযুক্তি বইমেলা
ছবি: রামপ্রসাদ সাউ।
শরত্‌চন্দ্র, আশাপূর্ণাদেবী থেকে শক্তি-সুনীল-শীর্ষেন্দু। আর পাঁচটা সাধারণ বইমেলা নয়, প্রযুক্তিবিদ্যার পীঠস্থান খড়্গপুর আইআইটিতে মঙ্গলবার থেকে শুরু হওয়া চার দিনের ‘প্রযুক্তি বইমেলায়’ বিষয়ের বইয়ের পাশাপাশি দেখা মিলল এমন বাংলা সাহিত্যের বইও। উদ্বোধনে ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যায়ের অধ্যাপক তথা সাহিত্যিক কুনাল বসু। মেলার আয়োজক তথা আইআইটির গ্রন্থাগারের আধিকারিক অধ্যাপক বাবুল সূত্রধর জানান, “আইআইটিতে সাহিত্যের বইয়ের বেশ চাহিদা রয়েছে। তা মাথায় রেখেই আমরা এ বার সাহিত্যের বই এনেছি।”

কোথায় কী


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.