২০১৬-র মধ্যে দেশের সব নাগরিক যাতে অ্যাকাউন্ট খুলতে পারেন, তা নিশ্চিত করতে, নিম্নবিত্তদের জন্য বিশেষ ব্যাঙ্ক তৈরির সুপারিশ করল রিজার্ভ ব্যাঙ্কের কমিটি। ছোট ব্যবসায়ীদের জন্যও আলাদা ব্যাঙ্ক তৈরির প্রস্তাব দিয়েছে তারা। যাতে তাঁদের টাকা মেটাতে ও জমা রাখতে অসুবিধায় পড়তে না-হয়। তাদের মতে, ন্যূনতম ৫০ কোটি টাকা পুঁজিতেই খোলা যাবে ওই বিশেষ ব্যাঙ্কগুলি। সমাজের সব স্তরে উন্নয়ন ছড়িয়ে দেওয়ার উপায় বাতলাতে আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন এগ্জিকিউটিভ ডিরেক্টর নচিকেত মোরের নেতৃত্বাধীন ওই কমিটি তৈরি করেছিলেন শীর্ষ ব্যাঙ্ক গভর্নর রঘুরাম রাজন। এ দিন সেই লক্ষ্যেই সুপারিশ পেশ করেছে ওই কমিটি। অন্যান্য সুপারিশের মধ্যে আছে, প্রতি নাগরিকের বাসস্থান থেকে ১৫ মিনিটের হাঁটা পথে ব্যাঙ্কে টাকা রাখা-তোলা-টাকা মেটানোর বন্দোবস্ত, ১৮ বছর পেরনো প্রত্যেকের অ্যাকাউন্ট থাকা নিশ্চিত করা ইত্যাদি। কমিটি কৃষি ক্ষেত্রে সুদে ভর্তুকি ও ঋণ মকুব প্রত্যাহারের পক্ষে। তাদের প্রস্তাব, সরকারই চাষিদের সরাসরি সুবিধা পৌঁছে দিক। এসএলআর (সোনা বা সরকারি ঋণপত্রে আমানতের যে অংশ জমা রাখে ব্যাঙ্কগুলি) তোলারও প্রস্তাব দিয়েছে তারা।
|
ফেডারেল রিজার্ভের কর্ণধার হিসেবে জেনেট ইয়ালেনকেই বেছে নিল মার্কিন সেনেট। ফলে মার্কিন শীর্ষ ব্যাঙ্কের ১০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা তার সর্বোচ্চ পদে বসতে চলেছেন। ৩১ জানুয়ারি বেন বার্নানকে অবসর নেওয়ার পরই ফেডারেল রিজার্ভ প্রধানের দায়িত্ব নেবেন ইয়ালেন। |