৫ জানুয়ারি থেকে উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় শুরু হয়েছে অষ্টম বর্ষের গোবরডাঙা লোক উৎসব ও মেলা। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধন করেন বারাসতের মহকুমাশাসক মিলন কান্তি রানো। উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী, গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান সুভাষ দত্ত প্রমুখ। স্থানীয় মিলন সঙ্ঘের পরিচালনায় মাঠে উৎসবের আয়োজনও করা হয়েছে। বিভিন্ন দিনে রয়েছে আদিবাসী লোকনৃত্য, তরজা গান, বাউল, নাটক, আলোচনা সভা প্রভৃতি। আজ বুধবার সঙ্গীত পরিবেশন করবে লোকগানের দল দোহার। শেষ দিনে থাকবেন লোক সঙ্গীত শিল্পী স্বপন বসু। এই উৎসবের বিশেষ আকর্ষণ জম্মু-কাশ্মীর থেকে আসা ৭৫ জন লোকশিল্পীর অনুষ্ঠান। এছাড়া বীরভূম শান্তিনিকেতনের তরুণ খ্যাপা এবং নদিয়ার শ্যাম খ্যাপার প্রশ্ন-উত্তরের লড়াই। |
অনুষ্ঠানের পাশাপাশি থাকছে লোকগান ও দেওয়াল অঙ্কন প্রতিযোগিতা। গোটা জেলা থেকেই মানুষ জন ভিড় করছেন গোবরডাঙা উৎসবে।
|
ফের কিছু রক্তপরীক্ষা সুচিত্রার |
সুচিত্রা সেনের শারীরিক অবস্থা অপরিবর্তিত। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রার ওঠাপড়া এখনও চলছে। আবার রক্তের কিছু পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। ওষুধ-ইঞ্জেকশনের সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপিই তাঁর সুস্থ হওয়ার মূল প্রক্রিয়া বলে জানান চিকিৎসকেরা। মঙ্গলবারেও ফিজিওথেরাপির পরে অনেকটা কফ বেরিয়ে যাওয়ায় তিনি সাময়িক স্বস্তি পান। তবে এখনও নন-ইনভেসিভ ভেন্টিলেটরের সাহায্য নিতে হচ্ছে তাঁকে। শুরু হয়েছে অ্যান্টিবায়োটিকের নতুন কোর্স। মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক সুব্রত মৈত্র জানান, নায়িকাকে ২৪ ঘণ্টাই নিবিড় পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। তাই আপাতত আরও কয়েক দিন আইটিইউ-এ থাকবেন তিনি।
|
নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে মাধুরী দীক্ষিত ও হুমা কুরেশি। ছবি: পিটিআই। |
|