বেআইনি নির্মাণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
নিয়ন্ত্রিত বাজার সমিতির জায়গায় বেআইনি নির্মাণের অভিযোগ উঠল ওই সমিতির এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। অবিলম্বে ওই নির্মাণ বন্ধ করতে এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় এবং জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা-সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওই সমিতির তরফে লিখিত ভাবে জানানো হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্যবসা করার জন্য জেলার বাসিন্দাদের সুনির্দিষ্ট মাপের জায়গা ভাড়া দেয় বোলপুর নিয়ন্ত্রিত বাজার সমিতি। মাসিক ৫৮২৩ টাকায় নির্দিষ্ট মাপের জায়গা ভাড়া নেন নানুরের পাটনিল এলাকার কালিনগরের বাসিন্দা লালু মির্ধা। অভিযোগ, ওই ব্যক্তি বিনা অনুমতিতে নির্মাণ কাজ করছেন। লালুবাবু অবশ্য দাবি করেন, “অভিযোগ মিথ্যা। আমার কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে।” বাজার সমিতির সচিব সুদীপ্ত দত্ত বলেন, “বিষয়টি থানায় এবং সমিতির চেয়ারম্যান তথা জেলাশাসককেও লিখিত ভাবে জানানো হয়েছে।” অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বোলপুর থানার আইসি দেবকুমার রায়।
|
৩২তম জেলা বইমেলা: বুধবার সমাপ্তি অনুষ্ঠান। স্থান: রামপুরহাট হাইস্কুল ময়দান।
যুব সাংসদ প্রতিযোগিতা: বুধবার এলাকার ৫টি মাধ্যমিক স্কুল যোগ দিচ্ছে।
স্থান: নলহাটি ১ ব্লকের বানিওর পঞ্চায়েত।
ক্যুইজ প্রতিযোগিতা: এলাকার ৩০টি মাধ্যমিক স্কুল যোগ দিচ্ছে।
স্থান: নলহাটি ১ ব্লকের হরিদাসপুর পঞ্চায়েত। বৃহস্পতিবার হবে। |