দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে তেওয়ারিবাগান সাথী সঙ্ঘ ৬৮ রানে হারায় কল্পতরু ক্লাবকে। প্রথমে ব্যাট করে তেওয়ারিবাগান ৩৪.৩ ওভারে ১৬৭ রান করে। দেবাশিস ঘোষ ৮৪ রান করেন। কল্পতরুর পক্ষে শেখ সুরজ আহমেদ ও সুজিত কর্মকার ৪৪ রানে ৩ উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে কল্পতরু ২২.৫ ওভারে ৯৯ করে সকলে আউট হয়ে যায়। তেওয়ারিবাগানের রঞ্জন রাজবংশি ৩৭ রানে ৩ উইকেট ও অরিন্দম গোস্বামী ৮ রানে ৩ উইকেট দখল করেন। খেলা শেষের পরে কল্পতরুর কর্মকর্তারা তেওয়ারিবাগানের বিরুদ্ধে তিন অবৈধ ক্রিকেটারকে খেলাবার অভিযোগ তোলেন। তাঁদের অভিযোগ এই তিন ক্রিকেটার নিজেদের আই কার্ড জমা দিতে পারেননি। যদিও তেওয়ারিবাগানের কর্তাদের দাবি, ওই তিন ক্রিকেটারের বয়স ১৮ বছরের কম হওয়ায় তারা ভোটার পরিচয়পত্র দেখাতে পারেননি। তাই জেলা ক্রীড়া সংস্থা তাদের এখন আই কার্ড না দিয়ে পরে দেওয়া হবে বলে জানিয়েছে। জেলা ক্রীড়া সংস্থার পর্যবেক্ষক চিত্তরঞ্জন দাস বলেছেন, “আম্পায়ারেরা ক্রিকেটারদের কার্ড না থাকার বিষয়টি জানিয়েছেন। সাব-কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।”
|
নওজওয়ান ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবার প্রথম খেলায় জয়ী হল এস একাদশ। বার্নপুর বয়েজ স্কুল মাঠে শিবু একাদশকে ৭ উইকেটে হারায় তারা। প্রথম ব্যাট করে শিবু একাদশ ৬ উইকেটে ৮৫ রান করে। জবাবে এস একাদশ ৩ উইকেটে জয়ের রান তুলে নেয়। এ দিনের দ্বিতীয় খেলায় জয়ী হয় জিআরসিসি। তারা নেতাজি সঙ্ঘকে ৮ রানে হারায়। প্রথমে ব্যাট করে জিআরসিসি ৫ উইকেটে ৯৫ রান করে। জবাবে নেতাজির ইনিংস ৮৭ রানে শেষ হয়ে যায়। এ দিনের তৃতীয় খেলায় খেয়ালি ক্লাব ৯ উইকেটে হারিয়ে দেয় নেতাজি স্পোর্টিংকে। প্রথমে ব্যাট করে নেতাজি ৪ উইকেটে ১১৬ রান করে। জবাবে খেয়ালি ১ উইকেটে জয়ের রান তুলে নেয়।
|
গৌরীবালা মিত্র, কাননকুমার মিত্র ও দীপক কুমার মিত্র স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবার প্রথম খেলায় জয়ী হল বাসন্তিয়া মহামেডান, কাঁথি। বীরভানপুর লাগোয়া ওল্ড জিটি মাঠে তারা চুঁচুড়া এভারগ্রিন হুগলিকে ২৯ রানে হারায়। প্রথমে ব্যাট করে বাসন্তিয়া ৭ উইকেটে ১৩১ রান করে। দলের রাজা চক্রবর্তী ৭৫ রান করেন। জবাবে এভারগ্রিন ১০২ রানেই শেষ হয়ে যায়। বিজয়ী দলের হয়ে সুনীল জোন্স ৬ উইকেট নেন। এ দিনের দ্বিতীয় খেলায় ভাই-ভাই একাদশ দুর্গাপুর বাসন্তিয়া মহামেডান কাঁথিকে ৪০ রানে হারায়। প্রথমে ব্যাট করে ভাই ভাই ১৭৫ রান করে। জবাবে বাসন্তিয়া ১৩৫ রানের বেশি করতে পারেনি। ৪৫ রান করে খেলার সেরা বিজয়ী দলের গোপাল সিংহ।
|
পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটের প্রথম ম্যাচে জিতল বর্ধমান। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় এই প্রতিযোগিতায় মঙ্গলবার বর্ধমান ৮ উইকেটে কাশির মহাত্মা গাঁধী বিশ্ববিদ্যালয়কে হারায়। |