তাঁদের সঙ্গে সরাসরি কথা বলে কাজ শুরু করতে হবে, এই দাবিতে অন্ডালের বিমাননগরীর প্রকল্প এলাকার অন্ডাল মৌজায় বিক্ষোভ দেখালেন বেশ কিছু জমিমালিক। বিক্ষোভকারীদের অভিযোগ, মালিকেরা জমির দাম না নিলেও বেশ কয়েক একর এলাকায় খেতজমির মাটি সমতল করার কাজ চলছে। বারবার আবেদন করেও ফল হয়নি। বাজারদর অনুযায়ী জমির দাম দিতে হবে বলে তাঁদের দাবি। বিমাননগরী কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভের জেরে সোমবার থেকে ওই জায়গায় কাজ বন্ধ। এ ব্যাপারে প্রশাসনই ব্যবস্থা নেবে।
|
লরি চুরির অভিযোগে কুলটির নিউ কলোনি এলাকা থেকে এক ব্যাক্তিকে গ্রেফতার করল কুলটি থানার পুলিশ। ধৃতের নাম গাজি জালাল আহমেদ। মঙ্গলবার আসানসোল আদালতে তোলা হলে সাত দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানায়, গত ১৮ ডিসেম্বর গাজি জালাল নিউ কলোনির এক বাসিন্দার কাছ থেকে লরি ভাড়া নেয়। কিন্তু এর পর থেকেই লরিটির আর কোনও খোঁজ মেলেনি বলে অভিযোগ। কুলটি থানায় অভিযোগ হওয়ার পরে পুলিশ তদন্তে নামে। ধরা পড়ে অভিযুক্ত।
|
অনশন তুলে নিলেন মোহনপুর গ্রামের বাসিন্দারা। প্রায় ২৪ ঘন্টা ধরে ইসিএলের মোহনপুর খোলামুখ কয়লা খনি কার্যালয়ের সামনে অনশনে বসেছিলেন তাঁরা। দাবি ছিল, ওই এলাকায় কয়লা খনির দূষণ বন্ধ করতে হবে এবং বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মঙ্গলবার খনির আধিকারিকেরা আন্দোলনকারীদের কাছে এক মাস সময় চান। এর পরেই অনশন তুলে নেওয়া হয়।
|
চোরাই কয়লা বোঝাই একটি লরি আটক করেছে সালানপুর থানার পুলিশ। কয়লা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকেও। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম গৌতম মণ্ডল ও গনেশকুমার ডাঙি। লরিটিতে প্রায় ২০ মেট্রিক টন চোরাই কয়লা ছিল। |