টুকরো খবর
চালু হচ্ছে পাহাড়ের কেবল চ্যানেল
প্রায় ৪ মাস বন্ধ থাকার পরে দার্জিলিং পাহাড়ের যাবতীয় লোকাল কেবল চ্যানেলকে পরিষেবা ফের চালু হতে চলেছে। সোমবার জিটিএ-এর তথ্য ও সম্প্রচার দফতরের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর বিনয় তামাঙ্গ বলেন, “স্থানীয় কেবল চ্যানেলের মাধ্যমে পাহাড়ের মানুষের আবেগ-ঐতিহ্য তুলে ধরার ব্যাপারে আমরা নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছি। সে জন্য স্থানীয় কেবল চ্যানেলগুলিকে সম্প্রচারের অনুমতি দেওয়া হচ্ছে। মঙ্গলবার থেকে ওই চ্যানেলগুলি পরিষেবা দেবে।” গত অগস্টের গোড়ায় পাহাড়ে নতুন করে গোর্খাল্যান্ডের দাবিতে নানা আন্দোলন শুরুর পরে স্থানীয় তিনটি কেবল চ্যানেলের পরিষেবা বন্ধ করে দেয় জেলা প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়েছিল, ওই তিনটি কেবল সংস্থার কাছে সম্প্রচার সংক্রান্ত সব অনুমতি নেই। এদিন জিটিএ-র সিদ্ধান্তের কথা শুনে দার্জিলিঙের জেলাশাসক পুনীত যাদব বলেন, “জিটিএ-র পক্ষ থেকে কোন প্রেক্ষাপটে, ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমি একনও দেখিনি। নির্দেশ হাতে পেলে মন্তব্য করতে পারব।”

এখনও অধরা ধর্ষণে অভিযুক্ত
নকশালবাড়ির শিশু ধর্ষণ কাণ্ডের দুদিন কেটে গেলেও অধরা অভিযুক্ত কার্তিক লোহার। অন্য দিকে ধর্ষিতার দিদিকে এক বছর আগে কার্তিক ধর্ষণ করে খুন করেছিল বলে অভিযোগ করেন শিশুটির মা। এদিন ধর্ষিতাকে দেখতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “অপরাধী যেখানেই থাকুক, তাকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছি।” শিশুটির মানসিক অবস্থা ঠিক রাখার জন্য তাঁকে সাহস যোগাতে যান লোরেটো কনভেন্ট, সেন্ট যোশেফ স্কুলের প্রতিনিধিরা। তাঁরা দেখা করে তাকে, উপহার, চকলেট দেন। এদিন মেয়েটির মা-এর অভিযোগ, তাঁর বড় মেয়েকে এক বছর আগে একই ঢঙে বাড়ি থেকে তুলে নিয়ে যায় কার্তিক। ধর্ষণও করে সে। এরপর মেয়ে তাকে পুলিশে ধরিয়ে দেবে ভয় দেখানোয় তার গায়ে আগুন ধরিয়ে দেয় সে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মারা যায় সে। বিষয়টি নজরে আসে পুলিশেরও। তারা কোনও রকম পদক্ষেপ করেনি বলে অভিযোগ।

বাসে চালকের দেহ উদ্ধার শিলিগুড়িতে
শোকাহত বীরবলের পরিবার। শিলিগুড়িতে বিশ্বরূপ বসাকের তোলা ছবি।
বাসের ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল অন্য এক বাস চালকের মৃতদেহ। সোমবার রাতে শিলিগুড়ি প্রধান ডাকঘরের সামনে একটি বাসের মধ্যে ঝুলতে দেখে ওই বাসটির খালাসি। সে বাসের মালিককে খবর দেয়। তিনিই পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বীরবল দাস (২৫)। বিহারের বাসিন্দা হলেও ছোট থেকেই বীরবল পরিবারের সঙ্গে শিলিগুড়িতে থাকে। দাদা প্রাণকৃষ্ণ দাস গাড়ি চালক। এদিন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিল সে। জনবহুল এলাকায় একটি বাসের মধ্যে কখন কীভাবে তার মৃতদেহ এল তার তদন্তে নেমেছে পুলিশ।

কুয়াশায় বিঘ্ন ট্রেন চলাচলে
ঘন কুয়াশায় ট্রেন চলাচল বিপর্যস্ত হল উত্তরপূর্ব সীমান্ত রেলে আলিপুরদুয়ার ডিভিশনে। সোমবার দুরপাল্লার বহু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে চলেছে। ডিভিশনের কর্মাশিয়াল ম্যানেজার অলোকানন্দা সরকার জানান, অসমগামী নর্থ ইস্ট এক্সপ্রেস ২০ ঘণ্টা, ব্রম্মপুত্র এক্সপ্রেস ১৩ ঘণ্টা, মহানন্দা এক্সপ্রেস ৩০ ঘণ্টা, যশবন্তপুর কামাখ্যা ১১ ঘণ্টা, অবধ আসাম ১ ঘণ্টা দেরিতে চলছে। অসম থেকে আসার ডাউন ব্রহ্মপুত্র এক্সপ্রেস ১০ ঘণ্টা ছাড়া ওখা এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, লোহিত এক্সপ্রেস, কামাখ্যা মাদ্রাস এক্সপ্রেস দেরিতে চলেছে।

অসুরদের দেখতে ক্যারন-এ প্রশাসন
ডুয়ার্সের ভূটান সীমান্ত লাগোয়া ক্যারন চা বাগানে গিয়ে অসুর সম্প্রদায়ের সঙ্গে দেখা করলেন প্রশাসনিক কর্তারা। সোমবার প্রশাসনিক বৈঠকে মালবাজারের মহকুমা শাসক জ্যোর্তিময় তাঁতি-সহ প্রশাসনিক কর্তারা ক্যারন বাগানের কারি লাইনে যান। অসুররা অফিসারদের আট দফা স্মারকলিপি দেন। তাঁরা বিদ্যুৎ সংযোগ, নলকূপ, শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে অসুবিধার কথা জানিয়েছেন। বাগানে ৪৫টি অসুর পরিবার রয়েছে।

ব্যাঙ্কের বন্দুক লুঠ
ব্যাঙ্কের তালা ভেঙে দোনলা বন্দুক নিয়ে পালাল দুষ্কৃতীরা। রবিবার রাতে কালচিনি থানার নিমতি চৌপথীতে। পুলিশ জানান, দুষ্কৃতীরা ভল্ট ভাঙতে না পেরে দোনলা বন্দুকটি নিয়ে পালিয়েছে। ব্যাঙ্কে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.