টুকরো খবর
ফের উদ্ধার কম্পিউটার
টানা অভিযান চালিয়ে নদিয়ার নানা জায়গা থেকে আরও কিছু কম্পিউটার উদ্ধার করল কালনা মহকুমা পুলিশ। পুলিশ জানিয়েছে, রবিবার পর্যন্ত উদ্ধার হওয়া কম্পিউটারের সংখ্যা ৪০টি। এছাড়াও ৪০টি সিপিইউ, ৩টি প্রিন্টার ও ২টি প্রজেক্টরও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কৃষ্ণনগর, পায়রাডাঙা, রানাঘাট থেকে গত দু’দিনে উদ্ধার হয়েছে ১৬টি কম্পিউটার। এগুলি বেশিরভাগই সাইবার ক্যাফে-সহ নানা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মিলেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দুর্গাপুজোর আগে থেকে নদিয়ারই একটি চক্র রাজ্যের পাঁচ জেলার অজস্র স্কুল থেকে কম্পিউটার চুরি করছিল। মূলত চার জনের একটি দল অপারেশন চালাত। রক্ষী না থাকার সুযোগে স্কুলগুলি থেকে কম্পিউটার চুরি করে বস্তায় বেঁধে নিয়ে পালাত তারা। তারপরে চোরাই কম্পিউটার কিনত এরকম প্রতিষ্ঠানে বিক্রি করে দিত ওই চক্র। নদিয়ার এক সাইবার ক্যাফের মালিক জেরায় পুলিশকে জানিয়েছেন, বিক্রেতারা তাকে জানিয়েছিল বন্ধ হয়ে যাওয়া সারদার নানা অফিসের কম্পিউটার এগুলি। তাই কম দামে বিক্রি করা হচ্ছে। সোমবার কালনার এসডিপিও ইন্দ্রজিৎ সরকার জানান, দুষ্কৃতীরা নানা ভাবে প্রতারণা করে কম্পিউটার বিক্রি করত। আরও কিছু কম্পিউটার উদ্ধারের সম্ভাবনা রয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে জেলার যে সমস্ত স্কুল থেকে কম্পিউটার খোওয়া গিয়েছে সেখানে জানানো হয়েছে থানায় এসে কম্পিউটার উদ্ধারের জন্য যোগাযোগ করতে।

দুর্ঘটনায় মৃত্যু
ভাঙা রাস্তায় মোটরবাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হল এক মহিলার। আহত হয়েছে তাঁর আট মাসের শিশুটিও। সোমবার সকালে কালনা শহর থেকে কিছুটা দূরে নন্দগ্রামের কালীতলা এলাকার ঘটনা। মৃতার নাম নাজিমা বিবি (২২)। শিশুটিকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদিয়ার টেংড়িডাঙার বাসিন্দা নাজিমা বিবি এ দিন কালীনগর ঘাট পেরিয়ে কালনার পেয়ারিনগর গ্রামে আসেন। সেখান থেকে স্বামীর মোটরবাইকে মেয়েকে নিয়ে কালনা শহরের দিকে যাচ্ছিলেন। পথে নন্দগ্রামের কালীতলা এলাকায় রাস্তা খারাপ হওয়ায় ঝাঁকুনিতে মোটরবাইক থেকে ছিটকে পড়েন তিনি। তখনই উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাকে পিষে দেয়। অল্পের জন্য বেঁচে যায় শিশুটি। ওই মহিলাকে ধাক্কা মারার পরে গাড়িটিও নিয়ন্ত্রণ হারায়। ঘটনার পরেই উত্তেজিত এলাকাবাসী ভাঙা রাস্তা সারানোর দাবিতে সকাল দশটা থেকে ঘণ্টা তিনেক পথ অবরোধ করেন। মহকুমা প্রশাসনের তরফে রাস্তা সারানোর প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। পুলিশ জানিয়েছে, ওই গাড়িটিকে আটক করা হয়েছে।

বহিষ্কৃত নেতা
সুতি ২ ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান ও তিলক দাসকে দল থেকে বহিষ্কার করল কংগ্রেস। সোমবার ওই ঘটনার পর দলের ব্লক সভাপতি আলফাজউদ্দিন বিশ্বাস বলেন, ‘‘ওই দুই নেতা বেশ কিছু দিন থেকেই দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। আশা করা হয়েছিল তাঁরা সে পথ থেকে সরে আসবেন। কিন্তু তা হয়নি। তাই বাধ্য হয়েই ব্লক কংগ্রেসের সভায় তাঁদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ বহিষ্কৃত ওবাইদুর রহমান বলেন, ‘‘সুতি ২ ব্লকে দলীয় নেতৃত্ব স্বজনপোষণ ও দুর্নীতিতে জড়িত বলে আমি এলাকার বহু পঞ্চায়েত সদস্যকে নিয়ে আগামী সপ্তাহে তৃণমূলে যোগ দেব।” তিলকবাবু বলেন, ‘‘আমি কংগ্রেস ঘরের ছেলে। বহিষ্কারের কথা জানি না। তবে এটুকু বলতে পারি এই ঘটনার জেরে সুতি ২ ব্লক কংগ্রেসে বড়সড় ভাঙন ঘটবে এক সপ্তাহের মধ্যে।”

ছিনতাই কৃষ্ণগঞ্জে
রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে ছিনতাই হল কৃষ্ণগঞ্জের হাটুরা এলাকায়। রবিবার রাতে গাজনা থেকে মাজদিয়া আসার রাস্তায় একটি আমবাগানের পাশে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুটি মোটরবাইক ও একটি গাড়ি থামিয়ে যাত্রীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, দুটি সোনা ও রূপার আংটি সহ বেশ কয়েক হাজার টাকা ছিনতাই করে বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই দুষ্কৃতীরা চম্পট দেয়। পুলিশ জানিয়েছে, শুল্ক দফতরের একটি ভাড়ার গাড়ি ও মাজদিয়ার দুটো মোটরবাইক ওই দুষ্কৃতীদের খপ্পরে পড়ে।

গাছ ফেলে ছিনতাই
রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে দুটি মোটরবাইক ও একটি গাড়ি থামিয়ে ছিনতাই হল নদিয়ার কৃষ্ণগঞ্জের হাটুরা এলাকায়। রবিবার রাতে গাজনা থেকে মাজদিয়া আসার রাস্তায় একটি আমবাগানের পাশে ওই ঘটনা ঘটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.