টুকরো খবর |
স্কুল ফুটবলে রাজ্যের সেরা পশ্চিম মেদিনীপুর
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জেলার ক্রীড়া ক্ষেত্রের সাফল্যের মুকুটে আরও একটি পালক জুড়ল। অনুর্দ্ধ ১৪ স্কুল ফুটবলে রাজ্য চ্যাম্পিয়ন হল পশ্চিম মেদিনীপুর। সোমবার ফাইনালে তারা উত্তর ২৪ পরগনাকে ২- ০ গোলে হারিয়েছে। খেলাটি হয় উত্তর ২৪ পরগনার বানিপুরে। অনুর্দ্ধ ১৪ স্কুল ফুটবলে পশ্চিম মেদিনীপুর রাজ্য চ্যাম্পিয়ন হওয়ায় খুশি জেলার ক্রীড়া- কর্তারা। বিকেলে এই জয়ের খবর এসে পৌঁছয় মেদিনীপুরে। জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক সোমনাথ দাস বলেন, “স্কুল ফুটবলে রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে আমাদের জেলা। জেলা দলের এই পারফরম্যান্সে আমরা সকলেই খুশি। এই ফল আগামী দিনে আমাদের সকলকে আরও উৎসাহিত করবে।” এ বার ৫৯ তম অনুর্ধ্ব ১৪ রাজ্য স্কুল ফুটবল (বালক) চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল উত্তর ২৪ পরগনার বাণীপুরে। সব মিলিয়ে ৮টি জেলা যোগ দেয়। রবিবার ছিল কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালে পশ্চিম মেদিনীপুরের মুখোমুখি হয় হুগলি। ১-০ গোলে জেতে পশ্চিম মেদিনীপুর। সোমবার সকালে সেমিফাইনালে এ জেলার মুখোমুখি হয় নদিয়া। নদিয়াকে বড় ব্যবধানে (৪-০) হারায় পশ্চিম মেদিনীপুর। দুপুরে ফাইনাল ম্যাচে এ জেলার মুখোমুখি হয় উত্তর ২৪ পরগনা। ফাইনালে উত্তর ২৪ পরগনাকে ২-০ গোলে হারিয়ে দেয় পশ্চিম মেদিনীপুর। এ জেলার দলের হয়ে জয়সূচক গোল দু’টি করে সুশান্ত হাঁসদা এবং মেহবুব আলম। অনুর্দ্ধ ১৪ স্কুল ফুটবলে পশ্চিম মেদিনীপুর জেলা দলের কোচ ছিলেন রঞ্জিত পাতর। ম্যানেজার ছিলেন আদিত্যরঞ্জন ঘোষ। জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক সোমনাথবাবু বলছিলেন, “অনেক দিন পর অনুর্দ্ধ ১৪ ফুটবল দল রাজ্যস্তরে সাফল্য পেল। আমরা এই সাফল্যের অপেক্ষাতেই ছিলাম। আশা করি, এ বার জাতীয়স্তরের জন্য রাজ্যের যে দল হবে, তাতে আমাদের জেলার অন্তত ৫- ৬ জন খুদে ফুটবলার থাকবে।”
|
দু’টি দুর্ঘটনায় এক জনের মৃত্যু, জখম ২
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
পৃথক দু’টি দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। জখম দুই বালক। প্রথম দুর্ঘটনায় মৃতের নাম বলভদ্র রাউত (৪৫)। সোমবার দুপুরে খড়্গপুর গ্রামীণের ওয়ালিপুরে ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। বলভদ্রবাবুর বাড়ি খড়্গপুর শহরের ভবানীপুরে। তিনি রেলে কাজ করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন জাতীয় সড়ক ধরে চৌরঙ্গী থেকে সাহাচকের দিকে যাচ্ছিলেন বলভদ্রবাবু। সেই সময় উল্টো দিক থেকে আসা পেঁয়াজ বোঝাই একটি লরি তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ চালক-সহ লরিটিকে আটক করেছে। অন্য দিকে, অপর একটি দুর্ঘটনায় এ দিন সকালে খড়্গপুরের ট্রাফিকে এসডিও অফিসের কাছে একটি লরির ধাক্কায় স্থানীয় পাঁচবেড়িয়ার বাসিন্দা দুই বালক জখম হয়। তারা খড়্গপুর মহকুমা হাসাপাতালে চিকিৎসাধীন। ওই রাস্তা দিয়ে লরিটি যাওয়ার সময় হঠাৎ ওই দুই বালক লরির সামনে এসে পড়লে দুর্ঘটনাটি ঘটে।
|
গাছ কেটে পাচারের নালিশ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
কংসাবতী নদীর ক্যানাল পাড় থেকে গাছ কেটে পাচার করার অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার ডেবরা ব্লকের সত্যপুরে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এ প্রসঙ্গে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে কংসাবতী নদীর ক্যানাল পাড় বরাবর প্রায় কয়েক হাজার ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ লাগানো হয়। তবে দিন কয়েক ধরেই স্থানীয় কিছু দুষ্কৃতী প্রায় শ’খানেক গাছ কেটে ফেলে। অভিযোগ, এ দিন ট্রাকে করে কাটা গাছগুলি পাচার করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বন দফতরে জানায়। খড়্গপুরের ডিএফও অঞ্জন গুহ জানান, এনিয়ে অভিযোগ এসেছে। আমরা খোঁজ নিয়ে দেখব। আজ, মঙ্গলবার ডেবরা রেঞ্জের অফিসার মানিকলাল মাণ্ডি ওই এলাকা পরিদর্শনে যাবেন বলেও ডিএফও জানিয়েছেন।
|
স্কুলের সুবর্ণজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পিংলার সাহড়দা কালীপদ বিদ্যাপীঠের সুবর্ণজয়ন্তী বর্ষ উদ্যাপন শুরু হল সোমবার। চলবে কাল, বুধবার পর্যন্ত। সোমবার শুরুতে উদ্বোধনী অনুষ্ঠান হয়। পরে আচার্য প্রফুল্লচন্দ্রের নামাঙ্কিত বিজ্ঞান ভবনের উদ্বোধন হয়। নতুন এই ভবনে ল্যাবরেটরি রয়েছে। বিজ্ঞান প্রদর্শনীরও উদ্বোধন হয়। স্কুল প্রতিষ্ঠায় যাঁরা অগ্রণী কালীপদ ঘোড়ই, কালীপদ জানা, কালীপদ নায়েক এবং শ্যামচাঁদ ধাউড়্যার আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন হয়। প্রধান শিক্ষক অজিতকুমার সামন্ত জানান, নানা কর্মসূচির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম স্বর্ণলতা দে (৮৩)। সোমবার খড়্গপুরের হিজলি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্বর্ণলতাদেবীর বাড়ি খড়্গপুরের রবীন্দ্রপল্লিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বাড়ির কাছেই তিনি ট্রেন লাইন পার হচ্ছিলেন। সেই সময় একটি মালগাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। রেলপুলিশ মৃতদেহটি খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে। |
|