সকাল থেকেই মেঘলা আকাশ। সঙ্গে হালকা বৃষ্টি। তার উপর বাস ধর্মঘট। যতই সপ্তাহের প্রথম দিন হোক, এমন একটা সকালে নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে চাইবেন না কেউই। ব্যতিক্রম ইলামবাজারের জয়দেব কেন্দুলী ঘেঁষা জনুবাজার গ্রামের বাসিন্দারা। কারণ, এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক চেয়ে তাঁদের যে দীর্ঘ প্রতীক্ষা, সোমবারই তা পূরণ হল। জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার উদ্বোধন করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়দেব পঞ্চায়েত এলাকায় একটি গ্রামীণ ব্যাঙ্কের শাখা থাকলেও এলাকায় কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা ছিল না। ফলে নানা সমস্যা ছিল। যেমন একটি গ্রামীণ ব্যাঙ্ক থেকে যে পরিমাণ ঋণ পাওয়া যায়, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে তার থেকে বেশি পাওয়া যায়। নেট ব্যাঙ্কিং-এর সুযোগ-সুবিধা। এ সব পেতে গেলে এই এলাকার বাসিন্দাদের ইলামবাজারে যেতে হত। সেই কারণে, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে গ্রামে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা নিয়ে আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল সবুজ সঙ্ঘ নামে স্থানীয় একটি ক্লাব। শুধু তাই নয়, শাখাটিও খোলা হয়েছে ক্লাবের দ্বিতলে। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ) বিধান রায়, জেলাপরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জাফারুল ইসলাম, নাবার্ডের ডিডিএম প্রশান্তকুমার সাহা, জেলার লিড ব্যাঙ্ক ম্যানেজার ব্যোমকেশ রায়।
বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা ও ভাতা পাওয়ার ক্ষেত্রে ব্যঙ্কের ভূমিকা, সামাজের সব স্তরের মানুষ কী কী ভাবে একটি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের সুবিধা পেতে পারেন, তা নিয়ে বিশদে আলোচনা হল। এ দিনই অ্যাকাউন্ট খোলার পাশাপাশি এলাকার ২০টি স্বনির্ভর গোষ্ঠীকে ৫ লক্ষ টাকা ক্যাশ ক্রেডিট ঋণের অনুমোদনপত্র দেওয়া হল। ক্লাবের সম্পাদক আদিত্যনাথ দত্ত বলেন, “সকলের সুবিধার জন্য গত চার বছর ধরে জেলা প্রাশাসন, বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ, এমনকী তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গেও এ ব্যাপারে যোগাযোগ করা হয়েছিল। শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হল।” |