টুকরো খবর
স্থায়ীকরণে আন্দোলনে স্বাস্থ্যকর্মীরা
স্থায়ীকরণ-সহ অন্য সুবিধার দাবিতে আন্দোলনের কথা ঘোষণা করল প্রোগ্রেসিভ ন্যাশনাল রুরাল হেল্থ মিশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা কমিটি। অন্তত ৩৫০ জন সদস্য ২০০৬ সাল থেকে জেলার নয়টি ব্লকে কেন্দ্রীয় সরকারের জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পের কাজে রয়েছেন। রবিবার রায়গঞ্জের স্বপ্ননীড় ভবনে সংগঠনের প্রথম জেলা সম্মেলন হল। সংগঠনের জেলা সভাপতি দেবাশিস দত্ত বলেন, “দীর্ঘদিন ধরে জেলার নয়টি ব্লকে স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন আমাদের কর্মীরা। এখনও পর্যন্ত কোনও সরকারি সুবিধা আমরা পাইনি। তাই ১০ দফা দাবি পূরণ না-হওয়া পর্যন্ত টানা আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” স্বাস্থ্য পরিষেবার কাজ স্বাভাবিক রেখেই তাঁরা আন্দোলন চালাবেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাসবিহারী দত্ত বলেন, “প্রকল্পের কর্মীদের ছাড়া স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখা কোনও মতেই সম্ভব নয়। ওই কর্মীদের দাবি যথাযথ। আমি বিষয়টি নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে যোগাযোগ করছি।” এ দিন সম্মেলনে হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের পরিষদীয় সচিব অমল আচার্য, জেলা তৃণমূল নেতা তিলক চৌধুরী, তৃণমূল প্রভাবিত প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসসিয়েশন জেলা সভাপতি সোমনাথ চট্টোপাধ্যায়, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাসবিহারী দত্ত-সহ জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। ওই সম্মেলনেই এ দিন অ্যাসোসিয়েশনের তরফে দাবি পূরণ না-হওয়া পর্যন্ত টানা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয়। ২০১০ সালে বাম আমলে প্রকল্পের কর্মীরা সিপিএম প্রভাবিত এক সংগঠন গড়ে আন্দোলন শুরু করেন। পালাবদলের পর তাঁরা সংগঠন ভেঙে দিয়ে তৃণমূল প্রভাবিত প্রোগ্রেসিভ ন্যাশনাল রুরাল হেল্থ মিশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন গঠন করেন। সংগঠনের সভাপতি এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন দেবাশিস দত্ত এবং অচিন্ত্য সরকার। ১৮ জনের জেলা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের তরফে প্রকল্পের কর্মীদের স্থায়ীকরণ, সরকারি হারে বেতন বৃদ্ধি ও মহার্ঘ ভাতা দেওয়া, মহিলা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি, সার্ভিস বুক চালু সহ একাধিক দাবিতে আন্দোলনে নামার কথা জানান। সংগঠনের তরফে রায়গঞ্জ জেলা হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ইউনিট (সিসিইউ), নার্সিং ট্রেনিং স্কুল চালু-সহ কালিয়াগঞ্জ এবং করণদিঘি ব্লকে ব্লাডব্যাঙ্ক খোলার দাবি জানানো হয়।

অ্যাম্বুল্যান্স নেই, মৃত্যু হল প্রসূতির
সরকারি অ্যাম্বুল্যান্সের অভাবে হাসপাতালে নিয়ে যেতে না-পারায় সন্তানসম্ভবা এক মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। কোরাপুটের বইপারিগুড়া এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম শকুন্তলা সগরিয়া (২০)। বাড়ি গুম্মা গ্রামে। তাঁর স্বামী কবি সগরিয়া জানিয়েছেন, শুক্রবার তাঁর স্ত্রীকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসকেরা ওই তরুণীকে ২০ কিলোমিটার দূরের সরকারি হাসপাতালে নিয়ে যেতে বলেন। ‘ওড়িশা এমার্জেন্সি মেডিক্যাল অ্যাম্বুল্যান্স সার্ভিস’-এর নম্বরে ফোন করেন কবি। তাঁর অভিযোগ, বহু ক্ষণ অপেক্ষা করলেও অ্যাম্বুল্যান্স স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছয়নি। আর বেসরকারি সংস্থার অ্যাম্বুল্যান্স নেওয়ার ক্ষমতা তাঁর ছিল না, জানান কবি। গত কাল সকালে শকুন্তলার মৃত্যু হয়। জেলার মুখ্য মেডিক্যাল অফিসার নিরঞ্জন দাস জানিয়েছেন, ওই তরুণী রক্তাল্পতায় ভুগছিলেন। তাঁকে জপুরের হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়। বইপারিগুড়ার স্বাস্থ্যকেন্দ্রে থাকা সরকারি ‘জননী এক্সপ্রেস’ অ্যাম্বুল্যান্সের মেরামতির কাজ চলছিল। কেন সেটি তাঁকে নিতে গেল না তা নিয়ে তদন্ত করা হবে। ঘটনার প্রতিবাদ এবং মৃতার পরিজনদের ক্ষতিপূরণের দাবিতে আজ এলাকায় রাস্তা অবরোধ করা হয়। প্রশাসন ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিলে অবরোধ ওঠে।

মেদিনীপুরের হোমে স্বাস্থ্য পরীক্ষা শিবির
চলছে স্বাস্থ্য শিবির। ছবি: রামপ্রসাদ সাউ।
মেদিনীপুরের হোমের আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবির হল রবিবার। শিবিরের উদ্বোধন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা। মেদিনীপুর শহরের রাঙামাটিতে রয়েছে ‘বিদ্যাসাগর বালিকা হোম।’ এটি সরকার পরিচালিত। মেদিনীপুরের এই হোমে দু’শোরও বেশি আবাসিক রয়েছে। মূলত, আদালতের নির্দেশেই তরুণীদের এখানে রাখা হয়। যারা অনাথ, তাদেরও রাখা হয়। জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে এদিনের শিবিরে আবাসিকদের বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ওষুধ দেওয়া হয়। কয়েকজন আবাসিকের স্বাস্থ্যের উপর বিশেষ নজর রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা। শিবির উপলক্ষে এদিন হোমে আসেন অতিরিক্ত জেলাশাসক পাপিয়া ঘোষ রায়চৌধুরী, উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান প্রমুখ। অ্যানিমিয়া, এড্স প্রভৃতি রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য আলোচনাসভা হয় বলে জানান হোমের সুপার ভারতী ঘোষ।

ধৃত ভুয়ো চিকিৎসক
ভুল চিকিৎসার অভিযোগে এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করল কান্দি থানার পুলিশ। শনিবার রাতে রাজেশ রায় নামে ওই ব্যক্তিকে তাঁর বহরমপুরের চুঁয়াপুরের বাড়ি থেকে ধরা হয়। রবিবার সকালে তাঁকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক শ্রীধর সু পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

গুলাম নবি আজ চিত্তরঞ্জনে
হাসপাতালের পরিচালন সমিতির বৈঠকে উপস্থিত থাকার জন্য আজ, সোমবার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (সিএনসিআই)-এ আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। নিয়ম অনুযায়ী রাজ্য ও কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রীরা ওই হাসপাতালের পরিচালন সমিতির সদস্য। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাজির থাকবেন সিএনসিআই-এ। হাসপাতাল সম্প্রসারণের পরবর্তী পরিকল্পনার সঙ্গে সঙ্গে বিভিন্ন নতুন পরিষেবা চালুর ব্যাপারেও ওই বৈঠকে সিদ্ধান্ত হওয়ার কথা। একই অনুষ্ঠানে কলকাতা মেডিক্যাল কলেজের দু’টি প্রকল্পেরও উদ্বোধন করবেন গুলাম নবি।


দিনহাটায় স্বাস্থ্যশিবির
দিনহাটা শহরের গোপালনগর হরিজনপল্লির বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করতে উদ্যোগী প্রশাসন। এলাকায় ৬০টি পরিবারের প্রায় ৩০০ জন বাসিন্দা রয়েছে। চলতি সপ্তাহে হামে অসুস্থ হয়ে বুলা হরিজন নামে এক বছরের শিশুর মৃত্যু হয় বলেও অভিযোগ। ভারপ্রাপ্ত মহকুমা শাসক সব্যসাচী রায় বলেন, “শিশুমৃত্যু নিয়ে স্বাস্থ্যকর্তার রিপোর্ট চাওয়া হয়েছে। এলাকার আরও কয়েকটি শিশুর হাম ও অন্য সমস্যার লক্ষণ রয়েছে।”

আরামবাগে স্বাস্থ্যশিবির
হুগলি জেলা পুলিশের উদ্যোগে রবিবার নিখরচায় স্বাস্থ্যশিবির হয়ে গেল আরামবাগের মোবারকপুর গ্রামে। জনসংযোগ বাড়াতেই এই স্বাস্থ্যশিবির বলে পুলিশ জানায়। শিবিরে শিশু-প্রসূতি সহ ৩৭১ জনের চিকিৎসা করেন আরামবাগ হাসপাতালের চিকিৎসকেরা। বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.