টুকরো খবর
হুমকি দিয়ে গ্রেফতার ৩
বন দফতরের কাজে বাধা দেওয়া ও বন কর্মীদের হুমকির অভিযোগে জিসিপিএ-র ৩ সদস্যকে গ্রেফতার করল পুলিশ। শনিবার গভীর রাতে মালবাজারের এসডিপিও অরিন্দম সরকারের নেতৃত্বে পুলিশ ক্রান্তি ফাঁড়ি ও মালাবাজার থানা এলাকার একাধিক জায়গায় অভিযুক্ত গ্রেটার নেতৃত্বদের ধরতে তল্লাশিতে নামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্রান্তি ফাঁড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় সংগঠনের মালবাজার ব্লক সাধারণ সম্পাদক বিক্রম রায় এবং হরিকান্ত রায়কে। মালবাজার থানার ওদলাবাড়ি থেকে গ্রেফতার করা হয় সংগঠনের আরেক সদস্য উত্তম রায়কে। গ্রেফতারের আগে বিক্রম রায় বলেন, ‘বন দফতরের অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন তাঁরা গত শুক্রবার তারঘেরায় পরিবেশ রক্ষা এবং মাত্রাতিরিক্ত গাছ না কাটার আবেদন জানিয়ে একটি স্মারকলিপি দিতে গিয়েছিলেন। এই বিষয়টিকেই বন দফতর ফুলিয়ে ফাঁপিয়ে পুলিশের কাছে উপস্থাপন করছে।” মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার বলেন, “অবৈধভাবে জমায়েত করা, বিনা অনুমতিতে জঙ্গলে ঢোকা এবং বনকর্মীদের হুমকির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়। রবিবার তাদের জেলা আদালতে তোলা হয়। ফের এধরনের ঘটনা এড়াতে পুলিশি নজরদারি চলছে।” পুলিশ এবং বন দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ডুয়ার্সের তারঘেরা রেঞ্জের জঙ্গলে কালিম্পং লগিং ডিভিশনের উদ্যোগে গাছ কাটার কাজ চলছিল। সেই সময় গ্রেটার কোচবিহার অ্যাসোসিয়েশনের ওই সদস্যরা বনকর্মীদের গাছ কাটতে বাধা দেন বলে অভিযোগ। অভিযোগ, বন কর্মীরা ফের যাতে গাছ না কাটেন সে জন্য সরকার বিরোধী স্লোগান দিয়ে হুমকিও দেওয়া হয়। শনিবার বিকেলে মালবাজার থানায় কালিম্পং লগিং ডিভিশনের রেঞ্জ ম্যানেজার শ্যামল ঘোষ লিখিত অভিযোগ করেন। তাতে নড়েচড়ে বসে পুলিশ।

স্কুলবাড়ি হেরিটেজ ঘোষণার দাবি
আদর্শ বিদ্যাভবনের দোতলা মূল ভবন হেরিটেজ ঘোষণা করার দাবি উঠল। রবিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সম্পাদক সদস্যরা সাংবাদিক বৈঠক করে ওই দাবি তুলেছেন। স্কুলের পরিচালন সমিতির সম্পাদক তপন দাস এবং সদস্য চন্দ্রনাথ ভট্টাচার্য জানান, ১৯৪৮ সালে স্কুলটি স্থাপিত হলেও তার বহু আগে থেকে ইংরেজ পুলিশ বাহিনীর জন্যে আদর্শ বিদ্যাভবনের মূল ভবন ব্যবহার করা হত। অস্ত্রাগার, আস্তাবল, সাহেব কুঠি সবই ছিল। স্বাধীনতা পরেও মূল ভবনটি ইংরেজরা দখলে রেখেছিল। বিদ্যাভবনের প্রধান শিক্ষক সুশান্ত দত্ত জানান, ভবনের ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখেই হেরটিজ কমিশনে আর্জি জানানো হচ্ছে। ২৩ জানুয়ারি বিদ্যাভবনের ৬৭তম প্রতিষ্ঠাদিবস।

ভেজাল মদ উদ্ধার
গোপন সূত্রে খবর পেয়ে দেড় হাজার লিটার ভেজাল মদ উদ্ধার করল আবগারি দফতর। শনিবার ঘটনাটি ঘটেছে শিমুলবাড়ি সংলগ্ন গাড়িধুরার মালিভিটা এলাকায়। উদ্ধার হওয়া জিনিসের বাজার মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা বলে আবগারি সূত্রে জানা গিয়েছে। সেই সঙ্গে এক হাজারটি বোতলের ছিপি, এক হাজারটি খালি বোতল এবং দুটি ছিপি লাগানোর যন্ত্র উদ্ধার করেছে। যে বাড়িটি থেকে এই জিনিসগুলি উদ্ধার করা হয়েছে তার মালিক মনোজ সিংহ নামে এক ব্যক্তিকে খোঁজা হচ্ছে। সে পলাতক বলে আবগারি দফতরের ডেপুটি কালেক্টর তপন মাইতি জানিয়েছেন। এক সপ্তাহ আগে ওই এলাকায় ভেজাল মদের কারবারের খবর পায় আবগারি দফতরের আধিকারিকরা। শনিবার অভিযান চালানো হয়।

দুর্ঘটনায় জখম ৩৫
কুমারগ্রামের কামাখ্যাগুড়ি থেকে চালসায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় ৩৫ যাত্রী জখম হয়েছেন। শামুকতলা থানার ৩১ সি জাতীয় সড়কের ভাসার ডাবরি এলাকায় রবিবার দুপুরে। আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১৬ জন যাত্রীকে ভর্তি করানো হয়। আহতরা সকলেই কামাখ্যাগুড়ি এলাকার বাসিন্দা।

কিশোরীকে পাচার
কাজের টোপে আদিবাসী কিশোরীকে দিল্লিতে পাচার করার অভিযোগ উঠল। ডুয়ার্সে মেটেলি থানার ইনডং চা বাগানের শ্রমিক পরিবারের কিশোরী ২৪ ডিসেম্বর থেকে নিখোঁজ। সে মেটেলি রাষ্ট্রভাষা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.