প্রবীণ সন্ন্যাসীর জীবনাবসান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রয়াত হলেন ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের প্রতিষ্ঠাতা-সম্পাদক স্বামী নিত্যানন্দ। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘ দিন ধরে ভুগছিলেন ৮২ বছরের এই সন্ন্যাসী। রবিবার ভোরে ব্যারাকপুর রিভারসাইড রোডের আশ্রমে তাঁর জীবনাবসান হয়। রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র স্বামী নিত্যানন্দ দীক্ষা নিয়েছিলেন বেলুড় মঠের স্বামী বিরজানন্দের কাছে। ১৯৭৬ সালে ২০ জন আদিবাসী শিশুকে নিয়ে ব্যারাকপুরের আশ্রমটি খোলেন তিনি। ক্রমে দেশের বিভিন্ন জায়গায় এটির ৩৪টি শাখা স্থাপিত হয়। এ দিন ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের নতুন সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে স্বামী নিত্যানন্দের ছাত্র স্বামী নিত্যরূপানন্দ বলেন, “ওঁর শেষ ইচ্ছে ছিল স্বামী বিবেকানন্দের নামে একটি বিশ্ববিদ্যালয় গড়ার। সেই ইচ্ছে পূরণ করাই আমাদের লক্ষ্য।”
|
রাজ্য সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নিখিলবঙ্গ শিক্ষাবন্ধু সমিতির দ্বিতীয় রাজ্য সম্মেলন হল পূর্ব মেদিনীপুরের তমলুকের কেলোমাল সন্তোষিনী হাইস্কুলে। দু’দিন ব্যপী ওই রাজ্য সম্মেলন শেষ হয় রবিবার। সম্মেলনে শিক্ষাবন্ধুদের ৬৫ বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা, কো-অরডিনেটরের মর্যাদা প্রদান-সহ নানা দাবি জানানো হয়। বিভিন্ন জেলা থেকে ২২২ জন প্রতিনিধি যোগ দেন। সম্মেলনে বিধূভূষণ সাহাকে সভাপতি ও শেখ নুর নবিকে সম্পাদক করে সমিতির ৪১ জনের রাজ্য কমিটি গঠিত হয়।
|
ফরওয়ার্ড ব্লকের শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সঙ্ঘের বাঁকুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বরূপানন্দ রায়কে তাঁর পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ২০০৯ সাল থেকে তিনি ওই পদে ছিলেন। ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি তথা শিক্ষক সংগঠনটির রাজ্য সভাপতি তারাপদ চক্রবর্তী রবিবার দাবি করেন, “স্বরূপানন্দবাবু গত মাস পাঁচেক ধরেই সংগঠনের কাজকর্ম থেকে দূরে সরে গিয়েছেন। স্থানীয় ভাবে তিনি তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন বলেও খবর পেয়েছিলাম। সদস্য তহবিলের টাকার হিসাবও উনি দেননি। সেই কারণেই সম্প্রতি সভা ডেকে তাঁকে দল ও শিক্ষক সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।” আপাতত সংগঠনের জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে মদনমোহন শীটকে। বহিষ্কারের আগেই অবশ্য তিনি পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে দাবি স্বরূপানন্দবাবুর। তাঁর বক্তব্য, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে উদ্বুদ্ধ হয়ে তৃণমূল শিক্ষা সেলে যোগদান করেছি। তহবিল তছরুপের অভিযোগ মিথ্যা।”
|
ফের সমস্যায় পড়েছেন সরকারি পুলকার চালকেরা। দশ মাস ধরে তাঁদের ভাতা আটকে রয়েছে বলে অভিযোগ। ভুক্তভোগীদের মধ্যে আছেন বেশ কিছু ভিআইপি গাড়ির চালকও। বেতন ছাড়াও নির্দিষ্ট একটি সময়ের বেশি ডিউটি করলে তাঁদের যে ভাতা প্রাপ্য হয়, গত বছর ফেব্রুয়ারির পর থেকে তার বিল মেটানো হচ্ছে না বলে অভিযোগ। সরকারি সূত্রে অবশ্য বলা হচ্ছে, পদ্ধতিগত কিছু সমস্যার জন্যই মাঝেমধ্যে অসুবিধা সৃষ্টি হচ্ছে। সমস্যা কাটিয়ে ভাতা যাতে মিটিয়ে দেওয়া যায়, তা মাথায় রয়েছে সংশ্লিষ্ট বিভাগের।
|
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়াকে ‘চৈত্র সেল’ বলে উল্লেখ করলেন নদিয়ার জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর সিংহ। রবিবার রানাঘাটে জেলা ছাত্র পরিষদের রাজনৈতিক সম্মেলনে শঙ্করবাবু বলেন, “বিভ্রান্তিকর যুক্তি দেখিয়ে এখন অনেকেই কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন। এই দলত্যাগ চৈত্র সেলের মতো এক মাস পর বন্ধ হয়ে যাবে।” হাজির ছিলেন প্রদেশ কংগ্রেসের সদস্য দুলাল পাত্র, জেলা ছাত্র পরিষদের সভাপতি নিত্যগোপাল মণ্ডল প্রমুখ। |