টুকরো খবর |
চাঁদা তোলা ঘিরে গণ্ডগোল
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
চাঁদা তোলাকে কেন্দ্র করে ইটভাটার শ্রমিকদের সঙ্গে গোলমালে জড়িয়ে পড়লেন স্থানীয় জনা কয়েক তৃণমূলের নেতা। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইসলামপুরের গোয়াস এলাকায়। অভিযোগ, তৃণমূলের ব্লক সম্মেলন উপলক্ষে চাঁদা তুলতে বেরিয়েছিলেন ওই নেতারা। ইটভাটার মালিক আনেস আলি মণ্ডল বলেন, “চাঁদা তুলতে গিয়ে ভাটার ম্যানেজার ও শ্রমিকদের মারধর করে। পরে উভয় পক্ষই হাতাহাতিতে জড়ায়।” ওই ঘটনায় জখম হয়েছেন জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি তথা প্রাক্তন সভাধিপতি সিদ্দিকা বেগমের স্বামী আব্দুস সালামও। চাঁদা তোলার অভিযোগ অস্বীকার করে রানিনগর ১ ব্লক তৃণমূলের সভাপতি আমিনুল হাসান বলেন, “সামনেই আমাদের ব্লক সম্মেলন। ইটভাটাতে আমন্ত্রণপত্র দিতে গেলে কংগ্রেসের কিছু জমি মাফিয়া আমাদের নেতাদের মারধর করে।” রানিনগর ব্লক কংগ্রেসের সভাপতি নারায়ণ দাশ বলেন, “নিজেদের দোষ ঢাকতে তৃণমূল এখন মিথ্যে গল্প সাজাচ্ছে।” ডোমকলের এসডিপিও অরিজিৎ সিংহ বলেন, “চাঁদা তোলাকে কেন্দ্র করে একটা গণ্ডগোল হয়েছে। একজনকে আটক করা হয়েছে।” |
পথ দুর্ঘটনায় মৃত্যু দু’জনের
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা সহ দু’জনের। জখম হয়েছেন ছ’জন। পুলিশ জানিয়েছে মৃতদের নাম বাপি মণ্ডল (৩৭) ও জুমিনা বিবি (২৮)। জখমদের মধ্যে একজন বর্ধমান মেডিক্যাল হাসপাতালে ও বাকিরা খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রথম দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ভরতপুর থানার হরিশচন্দ্রপুর গ্রামের রাস্তায়। এ দিন মোটরবাইক চেপে বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে আসা লছিমনের ধাক্কায় মৃত্যু হয় বাপি মণ্ডলের।
অন্য দিকে, রবিবার সকালে খড়গ্রাম থানার হলদিয়া-ফরাক্কা বাদশাহী সড়কের শেরপুর এলাকায় দু’টি লছিমনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে জুমিনা বিবি নামে এক মহিলার। এ দিন স্বামী ও তিন ছেলে-মেয়েকে নিয়ে লছিমনে চেপে হাটে যাচ্ছিলেন জুমিনা বিবি। শেরপুরের কাছে দু’টি লছিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়। লছিমনগুলিকে আটক করেছে পুলিশ। |
স্মারকলিপি কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনের ২০০ মিটারের মধ্যে সভা-সমিতি করা যাবে না বলে বহরমপুর মহকুমা প্রশাসন যে নির্দেশ জারি করে, তার প্রতিবাদে জেলা কংগ্রেসের একটি দল শনিবার মুর্শিদাবাদ জেলাশাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়। বিগত বছরের ১১ ডিসেম্বর বহরমপুরের মহকুমাশাসক অধীর বিশ্বাস ওই নির্দেশ জারি করে সমস্ত রাজনৈতিক দলকে লিখিত ভাবে জানান। এর পরেই প্রশাসনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে ওঠে বিভিন্ন রাজনৈতিক দল। কংগ্রেস ও বামফ্রন্টের নেতৃবর্গ একযোগে প্রতিবাদ জানায়। তার মধ্যে শনিবার জেলা কংগ্রেস সভাপতি আবু হেনার নেতৃত্বে বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী, নওদার বিধায়ক আবু তাহের খান-সহ কংগ্রেসের প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে দেখা করে। |
বোমাবাজি, ধৃত ২২
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ফরাক্কায় বোমাবাজির ঘটনায় রবিবার রাতে ২২জনকে গ্রেফতার করল পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে সিপিএণ কর্মী খুনের পর থেকে ওই এলাকায় বোমাবাজি ও সংঘর্ষ চলছে। শনিবার রাতভর বোমাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেন গ্রামবাসী। রবিবার জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর ঘটনাস্থলে এসে দলমত নির্বিশেষে ২২জনকে গ্রেফতার করেন। |
ক্লাবে ভাঙচুর, রাস্তা অবরোধ |
ফুটবল খেলা নিয়ে ক্লাব ভাঙচুর ও মারধরের প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার নদিয়ার তাহেরপুর থানার রাধানগরের এই ঘটনায় দুপুর ২টো থেকে রানাঘাট-কৃষ্ণনগর বাইপাস রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। পুলিশ জানায়, কালীনারায়ণপুর-পাহাড়পুর পঞ্চায়েতের রাধানগর মাঠে কৃষ্ণনগর এবং রানাঘাটের দু’টি ক্লাবের মধ্যে ক্রিকেট খেলা চলছিল। আম্পায়ারের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, কয়েক জন যুবক মাঠে ঢুকে আম্পায়ারকে মারধর করে। পরে রানাঘাটের বেশ কিছু ছেলে এসে ক্লাব ভাঙচুর চালায়। সদস্যদের মারধর করে পালিয়ে যায়। এরপরই অবরোধ শুরু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
ছাই নিয়ে |
ফরাক্কায় নিজেদের জমিতেও ‘অ্যাশ পন্ড’ বা ছাই ফেলার জায়গা করতে পারছে না এনটিপিসি। রবিবার দুপুরে প্রশাসন ও এনটিপিসি-র কর্তারা অ্যাশ পন্ড করার জন্য ফরাক্কার নিশিন্দ্রায় ওই জমি দেখতে গেলে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের যুক্তি, ওই জায়গায় ছাই ফেলা হতে শুরু করলে তাঁদের দূষণ ও বন্যার কবলে পড়তে হবে। এনটিপিসি-র বক্তব্য, কী করা যায়, তা তাঁরা দ্রুত ভেবে দেখবেন।
|
জখম নেতা |
জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি সিদ্দিকা বেগমের স্বামী আব্দুস সালাম-সহ তৃণমূলের কিছু নেতাকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সালাম মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি। ইসলামপুর গোয়াসের ঘটনা। ডোমকলের এসডিপিও অরিজিৎ সিংহ বলেন, “চাঁদা তোলাকে কেন্দ্র করে গণ্ডগোল। এক জনকে আটক করা হয়েছে।” |
কুপিয়ে খুন |
প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর এক দুধ ব্যবসায়ীকে কুপিয়ে খুন করল জনাকয়েক দুষ্কৃতী। মৃত গোপাল ঘোষ (৩৫) কৃষ্ণনগরের কুলগাছির ঘোষপাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, রবিবার দুপুরে দুধ নিয়ে আসার পথে দুষ্কৃতীরা কোপায় গোপালবাবুকে। মৃতের পরিবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে। আইসি রাজকুমার মালাকার বলেন, ‘‘মৃতের পরিবার নির্দিষ্ট করে কারও বিরুদ্ধে অভিযোগ করেনি। ঘটনার তদন্ত চলছে।” |
|