শিশু উৎসব, মেলা
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
পাঁচ দিনব্যাপী শিশু উৎসব ও মেলা হয়ে গেল তুলসিবেড়িয়ায়। উলুবেড়িয়া পিপলস্ অ্যাসোসিয়েশন ফর রিডিংয়ের উদ্যোগে তুলসিবেড়িয়া ফুটবল মাঠে এই মেলার উদ্বোধন করেন উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মণ্ডল। উপস্থিত ছিলেন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবব্রত রায়।
|
নাগরিক স্বার্থ নিয়ে আলোচনা |
নানা নাগরিক স্বার্থ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে দিন কয়েক আগে আরামবাগের রাজা রামমোহন হলে আলোচনাসভার আয়োজন করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আলোচ্য বিষয় ছিল নাবালক-নাবালিকার বিয়ে, নারী ও শিশু পাচার, ক্রেতা সুরক্ষা, আত্মহত্যার প্রবণতা, নিখরচায় আইনি পরিষেবার অধিকার ইত্যাদি। আলোচনায় যোগ দেন প্রাক্তন জেলা বিচারক তুষারকান্তি পালধি, মহকুমার লিগ্যাল সার্ভিস কমিটির চেয়ারম্যান অমরেন্দ্রনাথ রায়, মহকুমা তথ্য-সংস্কৃতি আধিকারিক দেবাশিস দত্ত প্রমুখ।
|
পাঁচ দিনব্যাপী বই ও সংস্কৃতি মেলা হয়ে গেল আমতায়। বই ও সংস্কৃতি মেলা কমিটির উদ্যোগে আমতা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন সাহিত্যিক ষষ্ঠী চট্টোপাধ্যায়। ২৬টি স্টলে নামিদামী বিভিন্ন প্রকাশনা সংস্থার বই ছিল। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় যোগদান করে প্রায় দু’শোরও বেশি প্রতিযোগী। এ ছাড়াও ছিল বাউল, কবি ও সাহিত্য সম্মেলন, লিটল ম্যাগাজিন বিষয়ে আলোচনা, গীতিনাট্য এবং আধুনিক বাংলা গানের আসর।
|
উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরে আর পি ইনস্টিউটিউশন অ্যান্ড বয়েজ ইউনিয়ন রুর্যাল লাইব্রেরির ৭৫ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল সম্প্রতি। |