পুড়ে মৃত বধূ
নিজস্ব সংবাদদাতা |
পুড়ে মৃত্যু হল এক মহিলার (২৭)। ঘটনাটি ঘটেছে কাশীপুর রোডে। মৃতার নাম রাজিয়া খাতুন। পুলিশ জানায়, শনিবার বিকেলে অগ্নিদগ্ধ রাজিয়া রবিবার হাসপাতালে মারা যান। মৃতার স্বামী মহম্মদ নইমের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা রুজু করেছে কাশীপুর থানার পুলিশ। অভিযুক্ত পলাতক। পুলিশ জানিয়েছে, সাত বছরের ছেলেকে নিয়ে থাকতেন রাজিয়া। নইম থাকত অন্যত্র। পুলিশের দাবি, মৃত্যুকালীন জবানবন্দিতে জবানবন্দিতে রাজিয়া জানিয়েছেন, শনিবার নায়িম ঘরে ঢুকে তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয়। তিনি চিৎকার শুরু করলে পালিয়ে যায় নইম। প্রতিবেশীরা দগ্ধ রাজিয়াকে হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল ওই দম্পতির। পেশায় শাড়ি ছাপাখানার কর্মী নইম শনিবার ওই বাড়িতে এসেছিল বলে পুলিশ জেনেছে।
|
ভোরের শহরে সংঘর্ষ হল একটি লরি ও একটি গাড়ির মধ্যে। রবিবার, নারকেলডাঙা থানা এলাকার কাঁকুড়গাছিতে। পুলিশ জানায়, ভোর সাড়ে পাঁচটা নাগাদ কাঁকুড়গাছি রেলসেতুর কাছে লরিটিকে পিছন থেকে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার জেরে লরিটি উল্টে যায়। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। পুলিশ দু’টি গাড়িকেই আটক করেছে।
|
দোকানে চুরির চেষ্টা, ধৃত তিন |
এক কর্মীর সঙ্গে যোগসাজশ করে রবিবার একটি ওষুধের দোকানে চুরি করতে ঢুকেছিল দুই যুবক। হাতেনাতে ধরা পড়ে গেল তারা। ওই দু’জন এবং অভিযুক্ত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ছুটির দিনে ঘটনাটি ঘটেছে নারকেলডাঙা থানার রামমোহন রায় রোডে। পুলিশ জানায়, ধৃতদের নাম সঞ্জীব দাস, অপু মণ্ডল এবং সানি দাস। সঞ্জীব ওই ওষুধের দোকানের কর্মী। ছক অনুযায়ী এ দিন সে দোকানেই ছিল। অপু ও সানি দুপুর সওয়া ১২টা নাগাদ দোকানে ঢোকে। মওকা বুঝে সঞ্জীবের ইশারায় তারা ক্যাশবাক্স থেকে টাকা সরাতে যায়। দোকান-মালিক তাদের ধরে পুলিশে খবর দেন।
|
দাঁড় করিয়ে রাখা গাড়ির কাচ ভেঙে চুরি গেল লক্ষাধিক টাকার সামগ্রী। শনিবার, দক্ষিণ বন্দর থানা এলাকার প্রিন্সেপ মেমোরিয়ালের কাছে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ প্রিন্সেপ মেমোরিয়ালের কাছে গাড়ি রেখে ঘুরতে গিয়েছিলেন এক মহিলা। ঘণ্টা দুই পরে ফিরে তিনি দেখেন, গাড়ির পিছনের কাচ ভাঙা। উধাও নগদ টাকা-সহ লক্ষাধিক টাকার সামগ্রী। অভিযুক্তের খোঁজ চলছে। |