রাজনৈতিক স্থিতি নিয়ে দুশ্চিন্তা শিল্পের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
লোকসভা নির্বাচনের পরে দেশে রাজনৈতিক স্থিরতা ও স্থায়ী সরকার গঠন নিয়ে চিন্তিত শিল্পমহল। সদ্য কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটের ফল দেখে তাদের আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ছে। বণিকসভা অ্যাসোচ্যামের সাম্প্রতিক সমীক্ষায় সেই উদ্বেগের সঙ্গেই সংশয়, কমজোরি সরকার তৈরি হলে আর্থিক মন্দা ও চড়া মুল্যবৃদ্ধির হারে কী ভাবে রাশ টানবে তারা। সম্প্রতি দিল্লিতে আম আদমি পার্টির সাফল্যের পরে তাদের আশঙ্কা, ভবিষ্যতেও কেন্দ্রীয় সরকারের জনপ্রিয়, সস্তা নীতির জেরে বাড়তে পারে সরকারি খরচ। সে ক্ষেত্রে আরও ধাক্কা খাবে সংস্কার পর্ব। |
অরুণ তিওয়ারি ইউনিয়ন ব্যাঙ্কের সিএমডি-র দায়িত্ব নিয়েছেন।
সি ভি আর রাজেন্দ্রন অন্ধ্র ব্যাঙ্কের সিএমডি হয়েছেন। |