হ্যারির দাড়ি নিয়ে আপত্তি ঠাকুরমার
সংবাদ সংস্থা • লন্ডন |
দাড়ির জন্য হয়তো অনেকেই তাঁকে প্রশংসা করছেন। কিন্তু রাজকুমারের মুখে দাড়ি না-পসন্দ ঠাকুরমার। তাই নতুন বছরে ছোট নাতি হ্যারিকে রানি এলিজাবেথের নির্দেশ, সত্বর দাড়ি কামাও। ঠাকুরমার কথা অক্ষরে অক্ষরে মেনে চলবেন বলে জানিয়েছেন হ্যারি। তবে রাজকুমারের অনুরোধ, তাঁর গার্লফ্রেন্ড ক্রেসিডা বোনাস এক বার শুধু তাঁকে দাড়িমুখে দেখুক! গত মাসে দক্ষিণ মেরুতে সেবামূলক কাজে ট্রেক করতে গিয়েছিলেন তিনি। ওই সময়েই তাঁকে দেখা যায় দাড়িতে। বড়দিনের ছুটি কাটাতে হ্যারি ফিরে আসেন ব্রিটেনে। দাদা উইলিয়াম আর বৌদি কেট অবশ্য হ্যারিকে দেখে প্রশংসাই করেছিলেন। খুশি হননি ঠাকুরমা। |
নিউ ইয়র্কে পথে নামল বিমান
সংবাদ সংস্থা • নিউ ইয়র্ক |
নিউ ইয়র্কে ব্রঙ্কসের এক্সপ্রেসওয়ের উপরে জরুরি অবতরণ করতে হল একটি ছোট বিমানকে। বিমানে ছিলেন এক চালক-সহ দুই মহিলা। তাঁরা যথাসময়ে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। বিমানের ইঞ্জিনে সমস্যা হওয়ায় জরুরি অবতরণের প্রয়োজন হয়। এমনিতে ওই এক্সপ্রেসওয়েতে যানজট থাকে। কিন্তু এ দিন সেখানে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। তাই বেশ কিছুটা অংশ ফাঁকাই ছিল। সে কারণে বিমানটি নামায় বিপদ ঘটেনি। |
মেক্সিকোর জেলে বন্দুকবাজের হানায় মৃত্যু হল ন’জনের। রবিবার সকালে ইগুয়ালা শহরের তুক্সপান জেলে হঠাৎই হানা দেয় সশস্ত্র ছ’জনের একটি দুষ্কৃতীদল। চুরি করা একটি গাড়িতে চেপে জেল চত্বরে ঢুকে পড়ে তারা। জেলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। মৃত্যু হয় পাঁচ দুষ্কৃতী ও চার বন্দির। আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। এক দুষ্কৃতীকে হেফাজতে নিয়েছে পুলিশ। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। |
লুকোচুরি খেলতে গিয়ে ১১ বছরের মেয়েটি প্রায় চার দিন ধরে আটকে ছিল ওয়াশিং মেশিনের ভিতরে। আমেরিকার উটার সল্ট লেক সিটির ঘটনা। মেয়েটির মনে হয়েছিল ওয়াশিং মেশিনটা লুকনোর জন্য দারুণ জায়গা। কিন্তু সেখানেই আটকে পড়ে সে তার বাবা মা প্রচুর চেষ্টা করেও বার করতে পারেননি তাকে। জরুরি পরিষেবা ডেকে শেষে বার করে আনা হয় তাকে। |