দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে সুব্রত স্মৃতি সঙ্ঘ ১৮৯ রানে হারিয়েছে বাম অ্যাপেলো ক্লাবকে। প্রথমে ব্যাট করে সুব্রত ৩৫ ওভারে ২৭৫ -৩ করে। দলের দীপক মণ্ডল সাতটি ওভার বাইন্ডারি ও সাতটি বাউন্ডারির সাহায্যে করেন ১১৫। সুচরিত মুখোপাধ্যায় করেন ৬৫। জবাবে বাম অ্যাপেলো ২৬ .৩ ওভারে ৮৬ করে সকলে আউট হয়ে যায়। তাদের শেখ রাহুলের অপরাজিত ২৭ রানই সর্বোচ্চ। সুব্রতর সুমিত অগ্রবাল ২৫ রানে ৩ ও সুমিত মিত্রের ১২ রানে ২ উইকেট পেয়ে সফল। অপর ম্যাচে চৌরঙ্গী ক্লাব ৪০ রানে হারিয়েছে অ্যাপেলো অ্যাথলেটিক ক্লাবকে। প্রথমে ব্যাট করে চৌরঙ্গী ৩২ .৩ ওভারে ১৮০ করে। আশিস দাস ৪৭, রাজেশ লামা ৪২ ও লোকেশ শর্মা ৩৮ করেন। অ্যাপেলোর কৌশিক প্যাটল ৩০ রানে ৩ ও সৈফুদ্দিন লায়েক ৪১ রানে ২ উইকেট দখল করেন। পরে অ্যাপেলো ৩৩ . ৫ ওভারে ১৪০ রানে সকলে আউট হয়ে যায়। অয়ন চোঙদার করেন ৩৭। চৌরঙ্গীর বোলিংয়ে সফল আশিস দাস ২৩ -২ ও সৌরদীপ দাস ২৪ -২ করে।
|
আন্তঃজেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে জোন চ্যাম্পিয়ন হল বর্ধমান। প্রথম ম্যাচে বীরভূমকে ১ উইকেটে হারায় বর্ধমান। পরের ম্যাচে বর্ধমান ৩ উইকেটে হারায় মুর্শিদাবাদকে। প্রথমে ব্যাট করে মুর্শিদাবাদ ৩২ ওভারে ৮৭ রানে সকলে আউট হয়ে যায়। বর্ধমানের দেবজ্যোতি মিত্র ২০ রানে, ঐশিক প্যাটেল ২২ রানে ৩টি উইকেট দখল করে। মহম্মদ আসিফ ৯ রানে ও অরিত্র দাস ১১ রানে দু’টি উইকেট পায়। পরে বর্ধমান ৩৮ ওভারে করে ৮৮ -৭। ঐশিক প্যাটেল করে ২৪ রান। এই জয়ের সুবাদে দু’টি ম্যাচে জয়ী বর্ধমান জোন চ্যাম্পিয়ন হয়েছে। ১০ জানুয়ারি থেকে আটটি জোনের বিজয়ীদের নিয়ে নদিয়াতে হবে চূড়ান্ত পর্বের খেলা।
|
নওজওয়ান ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের প্রথম খেলায় জিতল নেতাজি সঙ্ঘ। বার্নপুর বয়েজ স্কুল মাঠে এ দিন তারা বারি ময়দানকে ২৭ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে নেতাজি সঙ্ঘ ৬ উইকেটে ৯৬ রান করে। জবাবে বারি ময়দান ৬৯ রানে অল আউট হয়ে যায়। এ দিনের দ্বিতীয় খেলায় জিতেছে সারদা সঙ্ঘ। এবিটাইপকে তারা ৬০ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে সারদা ৭ উইকেটে ১১৪ রান করে। জবাবে এবি টাইপের ইনিংস ৫৪ রানে শেষ হয়ে যায়।
|
রবিবার কেরারডি আদিবাসী কল্যাণ সঙ্ঘ আয়োজিত এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যম্পিয়ন হয় ঝাড়খন্ড আদিবাসী কল্যাণ সমিতি। কেরারডি মাঠে তারা রামজীবনপুর আদিবাসী ক্লাবকে টাইব্রেকারে ৩ -২ গোলে হারিয়ে দেয়। জমজমাট এই খেলায় নির্ধারিত সময়ের খেলা ছিল ১ -১। দু’পক্ষেই গোলের সুযোগ পেয়েছিল।
|
ইউনাইটেড ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার প্রথম দিনের খেলায় রবিবার জিতল জেমারি। রানিগঞ্জ দাগা মাঠে পঞ্জাবি মোড়কে তারা ৩ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে পঞ্জাবি মোড় ১০৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে জেমারি ৭ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। |