হাতির হানায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। শনিবার ভোরে ডুয়ার্সের কৈলাশপুর চা বাগানের করম লাইনে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ফুলমনি ওঁরাও (৫২)। তিনি ওই বাগানের অস্থায়ী শ্রমিক ছিলেন। এ দিন ভোরে বাড়ির বাইরে বেড়িয়েই তিনি দাঁতালে সামনে পড়ে যান। কুয়াশার জন্যে তিনি হাতির সামনে চলে গিয়েছিলেন বলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন। বন দফতর জানিয়েছে, বাগান লাগোয়া কাঠামবাড়ির জঙ্গল থেকে হাতিটি বাগানে ঢুকে পড়ে।
|
গত ২৪ ঘণ্টায় কাজিরাঙায় দু’টি গন্ডার লাগোয়া গ্রামে ঢুকে পড়ল। পুলিশ ও বন দফতর সূত্রে খবর, গত কাল বাগরি রেঞ্জ থেকে বাঘমারি গ্রামে ঢুকে যায় একটি গন্ডার। গন্ডার তাড়াতে গিয়ে অসম অরণ্য সুরক্ষা বাহিনীর এক জওয়ান জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। অন্য দিকে, আজ ভোরে কোহরা রেঞ্জ থেকে একটি গন্ডার শোলমারা গ্রামে ঢুকে আসে। গন্ডারের গুঁতোয় বেশ কিছু গবাদি পশু জখম হয়। বন দফতর তিনটি হাতি নিয়ে গন্ডারটিকে ধাওয়া করে। গন্ডারটি বনরক্ষীদেরই তাড়া করে আসে। রক্ষীরা গন্ডার তাড়াতে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। শেষ পর্যন্ত গন্ডার দু’টি জঙ্গলে ফিরেছে।
|
বনকর্মীদের গাছ কাটতে বাধা দেওয়া ও হুমকির অভিযোগ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সমর্থকদের বিরুদ্ধে। ডুয়ার্সের মালবাজার থানার তারঘেরার জঙ্গলের ঘটনা। শুক্রবার সন্ধ্যায় গ্রেটারের শ’খানেক সমর্থক গিয়ে বনকর্মীদের গাছ কাটতে বাধা দেয় বলে অভিযোগ। শনিবার মালবাজার কালিম্পঙ বননিগমের লগিং ডিভিশনের রেঞ্জ ম্যানেজার শ্যামল ঘোষ এ নিয়ে মালবাজার থানায় লিখিত অভিযোগ করেন।
|