খাস শহরের বুকে ভাঙচুর হল শাসকদলের কার্যালয়। অভিযোগের তির সিপিএম-এর যুব সংগঠনের উপরে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় টালিগঞ্জের শ্রীমোহন লেনে। পুলিশ জানিয়েছে, এ দিন টালিগঞ্জের তৃণমূল পার্টি অফিসের পাশে ডিওয়াইএফআই কর্মীদের একটি অনুষ্ঠান করার কথা ছিল। অনুমতি ছাড়া মঞ্চ করে অনুষ্ঠান করতে গেলে তৃণমূলের তরফে বাধা দেওয়া হয় তাঁদের। এ নিয়ে দু’পক্ষই বচসায় জড়িয়ে পড়ে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ, এর পর আচমকাই তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালান ডিওয়াইএফ কর্মীরা। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডিওয়াইএফ কর্মীরাও পাল্টা অভিযোগে পুলিশকে জানান, তৃণমূল কর্মীরাই প্রথমে তাঁদের অনুষ্ঠান করতে বাধা দেন। পরে জোরজবরদস্তি মঞ্চ ভেঙে তছনছ করে দেয়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এবং শাসকদলের বাড়বাড়ন্তের প্রতিবাদে টালিগঞ্জ থানার সামনে ১০মিনিটের জন্য রাস্তা অবরোধ করেন ডিওয়াইএফ কর্মীরা।
|
হার ছিনতাই করে পালাচ্ছে এক দুষ্কৃতী। ব্লেডের আঘাতে গলা থেকে ঝরছে রক্ত। কিন্তু তাতেও দমেননি মহিলা। ওই অবস্থাতেই রাস্তা দিয়ে ছুটছেন ছিনতাইবাজের পিছনে। শেষে দুষ্কৃতীকে ধরে ফেললেন তিনি। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। উদ্ধার হয় সোনার হার। তবে মেলেনি হিরের লকেটটি। কিন্তু তার বদলে খোদ মুখ্যমন্ত্রীর হাত থেকে পেতে চলেছেন সাহসিকতার পুরষ্কার। ৩০ ডিসেম্বরে দুপুরে পার্কসার্কাস মোড়ের এই ঘটনায় সাহসিকতার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে ওই মহিলাকে পুরষ্কৃত করা হচ্ছে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, ১৭ জানুয়ারি নেতাজি ইন্ডোরে কলকাতা পুলিশের ‘সম্মান সমারোহ’ অনুষ্ঠানে হেস্টিংসের বাসিন্দা শামিনা আনসার নামে ওই মহিলার হাতে পুরষ্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে লালবাজারে তাঁকে ডেকে পাঠানো হয়। এ দিন শামিনা আনসার বলেন, “ছিনতাইবাজ ধরতে যে ভয় হয়নি, মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিতে সেই ভয় হচ্ছে। ভাবতেই পারিনি যে মুখ্যমন্ত্রীর থেকে কোনও দিন পুরষ্কার পাব।”
|
শহর পরিষ্কার রাখতে উদ্যোগ |
এ যেন শহর পরিষ্কার রাখার পাঠ। বুনিয়াদি স্তর থেকে সেই সচেতনতা ছড়াতে শনিবার বিধাননগরের নাওভাঙা প্রাথমিক বিদ্যালয়ে সাফাই নিয়ে নানা কর্মসূচি নিল স্থানীয় পুরসভার রিক্রিয়েশন ক্লাব। হাজির ছিলেন মহকুমা শাসক তথা পুরসভার কার্যনির্বাহী আধিকারিক সঞ্জয় দাস। বিদ্যালয়ের ছাত্র থেকে শিক্ষকদের সঙ্গে নিয়ে সকাল থেকে ময়লা সংগ্রহের প্রতিযোগিতা, প্লাস্টিক ব্যবহারে নিয়ন্ত্রণ-সহ রকমারি উপায়ে পরিষ্কার রাখার কাজে হাত লাগালেন পুরকর্মীরা। মহকুমাশাসক বলেন, “চাইলেই পারি। মুখে না, কাজ করে দেখাতে হবে। বুনিয়াদি স্তর থেকেই সচেতনতার পাঠ দিতে এমন কর্মসূচী নিয়মিত করা হবে।”
|
ফাঁকা বাড়ির তালা ভেঙে চুরি হল কয়েক লক্ষ টাকা ও গয়না। শুক্রবার, গার্ডেনরিচ থানার পাহাড়পুরে। পুলিশ জানায়, এক বহুতলের তিনতলায় দু’ভাইকে নিয়ে থাকেন মহম্মদ সাব্বির নামে এক ব্যবসায়ী। তিনি পুলিশকে জানান, শুক্রবার রাতে সপরিবার বিয়েবাড়ি যান। শনিবার ফিরে দেখেন, দরজার তালা ভাঙা। আলমারি থেকে উধাও টাকা-গয়না। অন্য দিকে, এ দিনই হার ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ধৃত মহম্মদ টিপুর বাড়ি তিলজলা রোডে। মিলেছে হারটিও। পুলিশ জানায়, ৯ ডিসেম্বর বেনিয়াপুকুর থানার ১৬১ পার্ক স্ট্রিটের কাছে অটোয় যাচ্ছিলেন এলিয়ট রোডের বাসিন্দা ফারহাত জুবেন। টিপু তাঁর হার ছিনতাই করে পালায়। এর পরেই থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
|
মিনি বাসের মধ্যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল। শনিবার রাতে দক্ষিণেশ্বর-বাবুঘাট রুটের একটি মিনি বাসে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে বরাহনগর থানার পুলিশ। এ দিন রাতে ধর্মতলা থেকে বাসে ওঠেন অধ্যাপিকা। পুলিশকে তিনি জানান, বাসের মধ্যে কিছু মত্ত যুবক তাঁর সঙ্গে অশালীন আচরণ করে। অভিযোগ, ওই বাসের কন্ডাক্টর প্রতিবাদ করতে গেলে ওই যুবকেরা তাঁকেও মারধর করেন। অধ্যাপিকা বরাহনগর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করলে পুলিশ দু’জন যুবককে গ্রেফতার করে।
|
রান্না করতে গিয়ে গায়ে আগুন লেগে আহত হলেন এক গৃহবধূ। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ নারকেলডাঙা থানা অন্তর্গত রাজা রাজনারায়ণ স্ট্রিট এলাকায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় নাসরিন বেগম এনআরএস-এ চিকিৎসাধীন রয়েছেন। |