রান্নার গ্যাস ডিস্ট্রিবিউটরদের প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রান্নার গ্যাসের বিপণন নীতি নিয়ে কেন্দ্র সম্প্রতি যে- নির্দেশিকা ঘোষণা করেছে, তার বিরুদ্ধে সোমবার নয়াদিল্লিতে রামলীলা ময়দান থেকে যন্তরমন্তর পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করছেন ডিস্ট্রিবিউটররা। তেলমন্ত্রীর কাছে স্মারকলিপিও দেবেন তাঁরা। অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের দাবি, এই নির্দেশিকার বেশ কিছু দিক নিয়ে আপত্তি রয়েছে তাদের। পশ্চিমবঙ্গ থেকে ১০০-রও বেশি ডিস্ট্রিবিউটর সোমবারের মিছিলে যোগ দেবেন বলে দাবি জানিয়েছেন সংগঠনের অতিরিক্ত সাধারণ সম্পাদক বিজন বিহারী বিশ্বাস।
|
২০১৩-র ডিসেম্বরে ১১.৩ লক্ষ টন ইস্পাত বিক্রি করেছে সেল। সংস্থা জানিয়েছে, ২০১২-র একই সময়ের চেয়ে বিক্রি বেড়েছে ১৪%। অশোধিত ইস্পাতের উৎপাদনও ৭% বেড়ে হয়েছে ১১.৬ লক্ষ টন। গত দু’মাসে দেশ ও বিদেশের বাজারে বিক্রি বাড়ায় অক্টোবর-ডিসেম্বরে মোট বিক্রি ৬% বেড়ে হয়েছে প্রায় ৩০ লক্ষ টন।
|
ডাঃ সুমিত চৌধুরী পার্ক সার্কাসে আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের মেডিক্যাল ডিরেক্টর হয়েছেন। |