টোল ট্যাক্স নিয়ে গোলমাল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
টোল ট্যাক্স দেওয়া নিয়ে টোল কর্তৃপক্ষের সঙ্গে ছোট গাড়ির চালকদের বচসা। তার জেরে শনিবার সকালে প্রায় ঘণ্টা খানেক দুর্গাপুরের শ্যামপুর-নডিহা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন ছোট গাড়ির চালকেরা। স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে শ্যামপুর-নডিহা রাস্তার শ্যামপুর মোড়ের কাছে টোল ট্যাক্সে দাঁড়ায় একটি ছোট গাড়ি। অভিযোগ, গাড়ির চালকের কাছে রাস্তার টোল বাবদ ৬০ টাকা চাওয়া হয়। তিনি এত টাকা দিতে পারবেন না বলে জানান। তিনি জানান, তাঁরা ওই এলাকা দিয়ে দিনে অনেক বার যান। তাঁদের ভাড়াও কম। কিন্তু টোল কর্তৃপক্ষ জানান, পুরসভা থেকে ওই ট্যাক্স নির্দিষ্ট করা হয়েছে। ফলে টাকা দিতে হবে। এর পরেই কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন চালক। যোগ দেন অন্য ছোট গাড়ির চালকেরাও। তাঁরা সকলে মিলে রাস্তা অবরোধ করেন। ফলে এলাকায় যানজট হয়। পুলিশ খবর পেয়ে এলাকায় আসে। পুলিশ এসে দু’পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তির কথা বলে। প্রায় ঘণ্টাখানেক পরে পুলিশের আশ্বাসে অবরোধ তোলা হয়।
|