শীতের ছুটির পরে নির্ধারিত দিনে ক্লাস শুরু হয়নি। পড়ুয়াদের মিড-ডে মিলও দেওয়া হয়নি। সেই ক্ষোভে স্কুলের গেটে তালা দিয়ে শিক্ষক-শিক্ষিকাদের আটকে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ।
শনিবার বর্ধমানের অন্ডালে কাজোড়া হাইস্কুলে ঘটনাটি ঘটে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী গত ২ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে সরকারি ও সরকার অনুমোদিত সব স্কুলে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু ওই স্কুলে তা মানা হয়নি বলে অভিযোগ। এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ স্কুল গেটে তালা লাগিয়ে দেন কিছু অভিভাবক। |
অভিভাবকদের অভিযোগ, গত ২ জানুয়ারি থেকে ক্লাস চালু করার পরিবর্তে স্কুল কর্তৃপক্ষ নোটিস বোর্ডে বিজ্ঞপ্তি জারি করেছেন, ৭ জানুয়ারি থেকে নতুন পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। তার পরেই ক্লাস শুরু হবে। স্থানীয় বাসিন্দা তথা কাজোড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মলয় চক্রবর্তীর অভিযোগ, নিয়মমাফিক ২ তারিখে স্কুল খুলে গেলেও ক্লাস চালু হয়নি। শিক্ষক-শিক্ষিকারা যথারীতি স্কুলে এসেছেন। কিন্তু পড়ুয়াদের নতুন বই দেওয়া হয়নি। চালু হয়নি মিড-ডে মিলও। শিক্ষকেরা স্কুলে এসে হাজিরা খাতায় সই করে বাড়ি চলে গিয়েছেন।
স্কুলে তালা পড়ার খবর পেয়ে পুলিশ আসে। কিন্তু অতিরিক্ত জেলা স্কুল পরিদর্শক অথবা বিডিও না আসা পর্যন্ত তালা খোলা হবে না বলে বিক্ষোভকারীরা জানিয়ে দেন। কেন ক্লাস বা মিড-ডে-মিল চালু করা হয়নি, স্কুলের প্রধান শিক্ষিকা কৃষ্ণা প্রামাণিক অবশ্য সে ব্যাপারে কিছুই বলতে চাননি। যাবতীয় প্রশ্নের উত্তরে তাঁর একটাই বক্তব্য, “যা বলার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেই বলব।”
বিক্ষোভে ছিলেন তৃণমূলের শিক্ষা সেলের অন্ডাল ব্লক সভাপতি শ্যামাদাস চক্রবর্তীও। দুপুর ৩টে নাগাদ অতিরিক্ত জেলা স্কুল পরিদর্শক জয়ন্তী রায় তাঁকে ফোনে জানান, আগামী ১০ জানুয়ারি তিনি স্কুলে এসে গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। এর পরেই বিক্ষোভ দেখানো বন্ধ করে স্কুলগেটের তালা খুলে দেওয়া হয়। |