ডেপুটেশন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
১৪ দফা দাবিতে কাঁথি ৩ ব্লক উন্নয়ন আধিকারিক প্রদীপ্ত বিশ্বাসের কাছে গণ-ডেপুটেশন দিল এসইউসি। দাবিগুলি হল, ব্লকের বনমালীচট্টা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অন্তর্বিভাগ চালু করে ২৪ ঘণ্টা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিৎ করা, ব্লকে সজল ধারা প্রকল্প দ্রুত রূপায়ণ, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা, চাষিদের কম দামে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি। শুক্রবার সংগঠনের তরফে ওই ডেপুটেশন কর্মসূচিতে ছিলেন প্রদীপ পাল, বলাই মণ্ডল, বিকাশ প্রধান প্রমুখ। ডেপুটেশনের আগে পরে একটি মিছিল এলাকা পরিক্রমা করে। তারপর মারিশদা বাজারে দাবির সমর্থনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য সুজিত মাইতি, মানস প্রধান প্রমুখ। |
পাকিস্তান থেকে ভারতে আসা সব বয়সী পর্যটককে পোলিও টীকা নিয়ে আসতে হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম জারি হবে। গত মাসেই ভারত জানিয়েছিল, পাকিস্তান থেকে এ দেশে এলে পোলিও টীকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে। কূটনৈতিক সূত্রের খবর, পোলিও মুক্ত ভারতের তকমা অক্ষুণ্ণ রাখতেই এই পদক্ষেপ। যে সব দেশে পোলিও মহামারির পর্যায়ে, সেখান থেকে কোনও ভারতীয় দেশে ফিরলে তাঁর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। |