এলাকার কয়েক জন যুবকের বিরুদ্ধে হাবরার আক্রামপুরের এক আখচাষিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। বৃহস্পতিবার দুপুরের ঘটনা। সৌমিত্র সরকার ওই আখচাষিকে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশে দায়ের করা অভিযোগে সৌমিত্র জানান, ওই সকালে তাঁর খেত থেকে এলাকার ছ’জনকে আখ ভেঙে নিয়ে যেতে দেখে তিনি প্রতিবাদ করেন। সেই আক্রোশেই ওই যুবকেরা বাড়িতে ঢুকে তাঁকে মারধর করে। বাধা দিতে গিয়ে প্রহৃত হন তাঁর স্ত্রীও।
|
থানার উদ্যোগে চোলাই মদ বিরোধী মিছিল বেরোল মন্দিরবাজারে। শুক্রবার সকালে গাববেড়িয়া পঞ্চায়েতের দয়ারামপুর মোড় থেকে ওই মিছিলে গ্রামের মহিলা, ছাত্রছাত্রী-সহ হাজার তিনেক মানুষ পা মেলান। এই এলাকার মধুসূদনপুর ও রঘুনাথপুর গ্রামে এক সময়ে ঘরে ঘরে চোলাইয়ের কারবার ছিল। পুলিশ ও পঞ্চায়েতের উদ্যোগে তা অনেকটাই কমানো গিয়েছে। এ দিন মিছিলে হেঁটেছেন পঞ্চায়েতের প্রধান স্বপন সর্দার। তিনি জানান, এই মিছিলের লক্ষ্য, যাঁরা চোলাই মদের কারবারের সঙ্গে যুক্ত তাঁদের বলা, আপনারা এই পেশা ছেড়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। |
তিনি জানান, চোলাইয়ের পেশা ছাড়তে চাইলে পঞ্চায়েত থেকে গবাদি পশু দিয়ে সাহায্য করা হবে। তা দিয়ে নতুন ব্যবসা শুরু করতে পারেন ওঁরা। এমন বেশ কিছু আবেদন পাওয়া গিয়েছে বলেও জানিয়েছেন তিনি। মন্দিরবাজার থানার পুলিশ জানিয়েছে, এলাকার মানুষের সচেতনতা বাড়াতেই তাঁদের পাশে থেকেছেন।
|
বাড়ির কাছের বাঁশবাগান থেকে গলায় নিজের কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ মিলল। শুক্রবার সকালে বনগাঁর চড়ুইগাছি এলাকার ঘটনা। মৃতের নাম লক্ষ্মী রায় (৭০)। পুলিশের অনুমান, গয়না হাতাতে ওই বৃদ্ধাকে তাঁর শাড়ির ফাঁসে খুন করা হয়েছে। তাঁর গলার সোনার হার, দুল বা হাতের বালা পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। বৃদ্ধার পরিবারের তরফে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। দেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ প্রাথমিক ভাবে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে। গ্রামবাসীরা পুলিশ-কুকুর এনে তদন্তের দাবি ওঠে।
|
বেআইনি ভাবে বাংলাদেশে রফতানির চেষ্টা করার সময়ে একটি ট্রাক-সহ এ দেশের দু’টি কোম্পানির প্রায় ৭ লক্ষ টাকার কন্ডোম আটক করল পেট্রাপোল শুল্ক দফতর। পেট্রাপোল সেন্ট্রাল ওয়্যার হাউস কর্পোরেশনের ট্রাক টার্মিনাসে ওই ট্রাকটি রাখা ছিল। শুল্ক দফতরের কর্তারা বৃহস্পতিবার রাতে সেগুলি আটক করেন। দফতর সূত্রের খবর, সংশ্লিষ্ট দু’টি কোম্পানির কন্ডোম রফতানি করা বেআইনি। বনগাঁর একটি স্বেচ্ছাসেবী সংস্থা তা রফতানির চেষ্টা করছিল।
|
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বনগাঁর মতিগঞ্জে। পুলিশ জানায়, মৃতের নাম আজাহার মণ্ডল (২১)। বাড়ি বাংলানির চাকলায়। তিনি বনগাঁ-বাগদা সড়ক ধরে মোটরবাইকে যাচ্ছিলেন। রাস্তায় পড়ে থাকা পাথরে লেগে তাঁর বাইকের চাকা পিছলে যায়। রাস্তায় পড়ে গেলে তাঁকে পিষে দেয় ট্রাকের পিছনের চাকা।
|
সম্প্রতি দু’দিন ধরে বসিরহাটের কোড়াপাড়া ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ১৬ দলের নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে সমীরণ সেভেন স্টার ২-০ গোলে অসম রেজিমেন্টকে হারায়।
|
হাবরার একটি মোবাইল ফোনের দোকানে চুরি হয়ে গেল বৃহস্পতিবার রাতে। দোকানটি থানার সামনেই। শুক্রবার সকালে বিষয়টি জানতে পারেন মালিক। |