শ্রীমদ্ ভগবৎ গীতার ১৮টি অধ্যায়ের সারমর্মকে রবীন্দ্রনাথের গানের মাধ্যমে আরও সহজ বোধগম্য করে তোলার জন্য স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের ‘গীতা বিতান’ একক রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান হল জ্ঞানমঞ্চে। আয়োজক সংস্থা ‘অশোকরেণু’। গানগুলির চয়ন তাঁর নিজস্ব ভাবনায় গ্রথিত। গীতার বাংলা অর্থকে বিভিন্ন লেখা থেকে সংগ্রথিত করে যে গানগুলি তিনি নির্বাচন করেছেন গীতার ভাবানুযায়ী, তা সঠিক কি না তার বিচার এখানে নয় কিন্তু স্তোত্র পাঠ, গান সব কিছু নিয়ে শ্রোতাদের এ দিন যে প্রত্যাশা ছিল তা কানায় কানায় পূর্ণ হয়েছে বললে অত্যুক্তি করা হবে না। যেন এক অন্য অভিজ্ঞতা। |