ফের সংঘর্ষ, আজ বন্ধ বহরমপুর কলেজ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
ছাত্র সংঘর্ষের জেরে শনিবার বহরমপুর কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের পরে শুক্রবারও বহরমপুর কলেজে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্রপরিষদের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ দিন কলেজে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সমর্থকরা মারমুখী হয়ে ওঠে। ওই ঘটনায় পুলিশ দ্রুত হস্তক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে ছিল। যদিও কলেজ কর্তৃপক্ষ ছাত্র সংগঠনের সমর্থকদের উপরে ভরসা রাখতে পারেননি। বৃহস্পতিবারের মত শুক্রবারও দুপুর ২টোয় কলেজে ছুটি ঘোষণা করা হয়।
|
সেই সঙ্গে আজ, শনিবার কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজ অধ্যক্ষ শশাঙ্কশেখর ভৌমিক বলেন, “বহরমপুরের বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৃহস্পতিবার রাতে প্রশাসনিক বৈঠক হয়েছে। বৈঠকের পরে ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের এদিন কলেজে দু’পক্ষের সমর্থক মারমুখী হয়ে ওঠে। কলেজে চরম উত্তেজনা তৈরি হয়। যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও কমব্যাট ফোর্স ডাকার মত অবস্থা তৈরি হয়েছিল। এই অবস্থায় শনিবার কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি জেলা প্রশাসনকেও জানানো হয়েছে।”
|
ছাত্রের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
দশম শ্রেণির এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে শান্তিপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত আশিস মাহাতো (১৮) শান্তিপুরের ২৪ নম্বর ওয়ার্ডের টালিখোলা এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সূত্রাগড় তুষ্টলালা হাইস্কুলের দশম শ্রেনীর ওই ছাত্র বৃহস্পতি রাত থেকেই নিখোঁজ ছিল। শুক্রবার সকালে তাকে বাড়ির কাছে শ্মশান ঘাটের পাশে মাঠে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরিবারের লোকের অভিযোগ, ছাত্রটির হাত তার দিয়ে জড়ানো ছিল। অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কীটনাশক খেয়েই আত্মঘাতী হয়েছে ওই ছাত্র।
|
বনধে সাড়া নেই
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
এসইউসিআই এর ডাকা ২৪ ঘন্টা চাপড়া ব্লক বন্ধে তেমন সাড়া মিলল না। এ দিন এলাকার বেশির ভাগ দোকান ছিল খোলা। খোলা ছিল শিক্ষা প্রতিষ্ঠানও। বৃহস্পতিবার চাপড়ার শিকড়া গ্রামে একটি আইটি আই ও একটি ডিগ্রি কলেজ তৈরির জন্য খাস জমি দখলের জন্য মাপজোক করতে গেলে কৃষকদের একাংশ বাধা দেন। সেই সময় পুলিশ তাঁদের উপর লাঠি চালায় বলে অভিযোগ। এসইউসিআই-এর দাবি পুলিশের লাঠিতে তাঁদের ১৫জন কর্মী আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এ দিন ২৪ ঘন্টার বন্ধের ডাক দেয় তারা।
|
নগদ টাকা, সোনার গয়না, মোবাইল-সহ বিভিন্ন জিনিস নিয়ে চম্পট দিল ডাকাতদল। শুক্রবার ভোরে চাকদহের এনায়েতপুরের ঘটনা। |