টুকরো খবর
এ বার কাঁথিতে দলে দলে তৃণমূলে যোগ
ময়না, মেচেদার পর কাঁথির দারুয়া ময়দানে বৃহস্পতিবার এক দলীয় সমাবেশে বিরোধী কংগ্রেস আর সিপিএমের একদল নেতা-কর্মী তৃণমূলে যোগদান করলেন। পূর্ব মেদিনীপুরে এটা নতুন কোনও ব্যাপার না হলেও উল্লেখযোগ্য হল, এ দিন যোগদানকারীদের দলে ছিলেন জেলা কংগ্রেসের কোষাধ্যক্ষ উত্তম বারিক। যিনি পঞ্চায়েত ভোটে জেলা পরিষদের আসনে মামুদ হোসেনের প্রতিদ্বন্দ্বী ছিলেন। উত্তমবাবু ছাড়াও কাঁথি দেশপ্রাণ ব্লক কংগ্রেস সভাপতি ও প্রাক্তন সরদা গ্রাম পঞ্চায়েত প্রধান স্নেহাশিস পাহাড়ি, সরদা গ্রাম পঞ্চায়েতের চার কংগ্রেস সদস্য শেখ আজিজুল, আকবর আলি খান, মৌমিতা পাহাড়ি, সত্যরঞ্জন দাস ও সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য হাবিব আলি খান পাঁচশোরও বেশি অনুগামী নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। কাঁথি পুরসভার প্রাক্তন কাউন্সিলার রাহেদ আলি খানও তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান জেলা তৃণমূল সভাপতি ও সাংসদ শিশির অধিকারী। ‘প্রত্যেকেই কাজের লোক ও দক্ষ সংগঠক’ বলে প্রশংসা করে সাংসদ শুভেন্দু অধিকারী বলেন, “ আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রে সরকার গঠনে তৃণমূল কংগ্রেসই নির্ণায়ক ভূমিকা নেবে।” সমাবেশে ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী, জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল, শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন প্রমুখ।

পেট্রোল পাম্পে চুরি, চাঞ্চল্য
পেট্রোল পাম্পে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল হলদিয়ায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হলদিয়া থানা এলাকার হাতিবেড়িয়ার ভিআইপি রোডের ধারে একটি বড় পেট্রোল পাম্পে। পাম্প মালিক রামকৃষ্ণ ঘোষের দাবি, পাম্পে থাকা মোবিল ভর্তি সাতটি ড্রাম নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। তার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। চুরির খবর পেতেই ঘটনাস্থলে আসে পুলিশ। তবে দুষ্কৃতীদের ধরা যায়নি। পাম্পের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পাম্পের নিরাপত্তাকর্মী দেবপ্রসাদ দাস জানান, রাত প্রায় সাড়ে বারোটা নাগাত ছোট একটি মালবাহী গাড়িতে করে তেল নেওয়ার নাম করে পাম্পে ঢুকে পড়ে ছ’সাত জনের দুষ্কৃতী দল। তারা দ্রুত লুঠপাট চালিয়ে মোবিল বোঝাই ড্রাম নিয়ে চম্পট দেয়।

শুরু লিটল ম্যাগ মেলা
আজ, শনিবার থেকে শুরু হচ্ছে মেদিনীপুর লিটল ম্যাগাজিন মেলা। এ বার ষষ্ঠ বর্ষ। মেদিনীপুর লিটল ম্যাগাজিন অ্যাকাডেমির উদ্যোগে এই মেলার আয়োজন। দু’দিন ধরে মেলা চলবে জেলা পরিষদ ক্যাম্পাসে। উদ্বোধন করার কথা সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক সারিধরম হাঁসদার। উপস্থিত থাকার কথা বিশিষ্ট কবি কমল চক্রবর্তী, অজিত মিশ্র, সন্দীপ দত্ত, মধুসূদন ঘাঁটি, অরুণকুমার চক্রবর্তী প্রমুখের। মেলা উপলক্ষে কবিতা পাঠ, মুক্ত ক্যানভাস, যেমন খুশি আঁকো, সঙ্গীত, আবৃত্তি প্রভৃতির আয়োজন রয়েছে। মেলা কমিটির যুগ্ম সম্পাদক গৌতম মাহাতো এবং অভিনন্দন মুখোপাধ্যায় জানান, বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধি ও বিকাশের অঙ্গ হিসেবে এই মেলার আয়োজন।

ভলিবল প্রতিযোগিতা
শুরু হল পঞ্চদশ আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা। শুক্রবার বিকালে ওই প্রতিযোগিতার উদ্ধোধন করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন। পশ্চিমবঙ্গ মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও মহিষাদল স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ওই প্রতিযোগিতায় যোগ দিচ্ছে রাজ্যের ১৬টি জেলার ১৬টি দল। নক আউট পর্যায়ের দিন রাত্রির ওই ভলিবল প্রতিযোগিতায় প্রথম দিন, শুক্রবার খেলেছে ৬টি জেলা। ফাইনাল রবিবার। মহিষাদল স্পোর্টিং ক্লাবের সভাপতি সুব্রত মাইতি জানান, ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

স্মারকলিপি
১৪ দফা দাবিতে কাঁথি ৩ ব্লক উন্নয়ন আধিকারিক প্রদীপ্ত বিশ্বাসের কাছে শুক্রবার গণ-ডেপুটেশন দিল এসইউসি। দাবিগুলি হল, ব্লকের বনমালীচট্টা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অন্তর্বিভাগ চালু করে ২৪ ঘণ্টা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিৎ করা, ব্লকে সজল ধারা প্রকল্প দ্রুত রূপায়ণ, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা, চাষিদের কম দামে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি। মারিশদা বাজারে দাবির সমর্থনে একটি সভা অনুষ্ঠিত হয়।

শুরু বইমেলা
কাঁথি রাও রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গনে শুক্রবার সন্ধ্যায় শুরু হল চতুর্দশতম কাঁথি বইমেলা। উদ্বোধন করেন সুপ্রিয় কর। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য মিছিল কাঁথি শহর পরিক্রমা করে। বইমেলার সম্পাদক ননীগোপাল বেরা বলেন, “দশ দিন ব্যাপী এই মেলায় কলকাতার ২৫টি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে। এ ছাড়াও মহকুমা ও জেলার লিটল ম্যাগাজিনগুলি মেলায় যোগ দিচ্ছে। প্রতিদিনই থাকছে নানা অনুষ্ঠান।

ওসি বদল
দিঘা-সহ কাঁথি মহকুমার বেশ কিছু থানার ওসি বদল হল। শুক্রবার দিঘা থানার ওসি হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় পূর্বতন ওসি অজিত ঝার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। দিঘা ছাড়াও রামনগর, মারিশদা ও খেজুরি থানায় ওসি বদল হয়েছে। রামনগর থানায় সুধাংশুশেখর লায়েক, মারিশদা থানায় স্বপনকুমার খাগরী এবং খেজুরি থানায় অমিয়কুমার ঘোষ নতুন ওসি হলেন।

ছাত্রদের দাবি
প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা, শিক্ষার অধিকার আইন মেনে প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা-সহ বেশ কিছু দাবিতে শুক্রবার জেলাশাসকের দফতরে ডেপুটেশন দিয়েছে ডিএলএড স্টুডেন্ট ফোরাম। এ দিন সকালে শহরে মিছিল করেন প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীরা।

গ্রেফতার দুষ্কৃতী
দিন পাঁচেক আগের হওয়া চুরির ঘটনায় এক দুষ্কৃতীকে ধরল পুলিশ। ধৃত শেখ জামশেদ ভবানীপুর থানার পরমানন্দপুর এলাকার বাসিন্দা। তাকে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে ধরা হয়। শুক্রবার ধৃতের চার দিন পুলিশ হেফাজতের নির্দেশ হয়।

জয়ী দেউলা ইয়ুথ
এগরা হাইস্কুল মাঠে স্বর্গীয় শরৎ স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় রাধামোহনপুর প্লেয়ার্স লাভার্স অ্যাসোসিসেশন ৩-১ গোলে কলকাতা খিদিরপুর একাদশকে হারায়। আগামীকাল এগরা নবরূপ ক্লাবের সঙ্গে খেলা রয়েছে কলকাতা এরিয়ন ক্লাবের। অন্যদিকে, পাণিপাড়ুলের গোলকুশদায় নক আউট ক্রিকেটে ৩৭ রানে বালেশ্বর কেবিবি একাদশকে হারায় দেউলা ইয়ুথ ক্লাব।

ধিক্কার মিছিল
মধ্যমগ্রামের ছাত্রীর মৃত্যুর ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে শুক্রবার মেদিনীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করে কংগ্রেস। এদিন বিকেলে গাঁধীমূর্তির পাদদেশে এই কর্মসূচি হয়। ছিলেন দলের নেতা বিকাশ ভুঁইয়া, তীর্থঙ্কর ভকত, সৌমেন খান প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.