এতদিন পুলিশ বা পুরসভা যা পারেনি, পারলেন এলাকাবাসী। কয়েক বছর আগে নিকাশি নালার উপরে পাঁচিল তুলে যে চোলাইয়ের ঠেক তৈরি হয়েছিল, তা ভেঙে আগুন দিলেন ক্ষুব্ধ বাসিন্দারা। গাঁইতি, শাবল, হাম্বর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল প্রায় ২০০ ফুট পাঁচিলও। শুক্রবার এই ঘটনা ঘটেছে হাওড়া পুরসভার বাঁকড়ায়। পুলিশ জানায়, মদের ঠেক ঘিরে এলাকায় ক্ষোভ দীর্ঘ দিনের। তাঁদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও লাভ হয়নি। সদ্য নির্বাচিত স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিনোদানন্দ বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেয়ে এ দিন কর্মীদের নিয়ে ওই এলাকায় যান। বিনোদানন্দবাবু বলেন, “দীর্ঘ দিন ধরে ওই ঠেক নিয়ে অভিযোগ পাচ্ছিলাম। বাসিন্দারা আমার সামনেই পাঁচিল ভেঙে ঠেকগুলিতে আগুন ধরান। মানুষের এই প্রতিবাদী ভূমিকায় আমি খুশি।” |
এলাকাবাসীর অভিযোগ, কয়েক বছর আগে নিকাশি নালা বন্ধ করে গড়া হয় পাঁচটি চোলাই-গুমটি। এই বেআইনি নির্মাণের জন্য নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। বর্ষা না থাকলেও নর্দমা উপচে নোংরা জলে ভাসে রাস্তাঘাট। স্থানীয় বাসিন্দা শেখ হোসেন বলেন, “নিকাশি অকেজো হওয়ার পাশাপাশি ওই রাস্তা দিয়ে হাঁটাই দায় হয়ে উঠেছিল। মত্তদের গালিগালাজ, মহিলাদের লক্ষ করে কটূক্তি হল নিত্যদিনের ঘটনা। প্রতিবাদ করলেই জুটছে খুনের হুমকি।” সামনেই বাঁকড়া ফাঁড়ি থাকা সত্ত্বেও এই ঠেক চলত কী করে? হাওড়ার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সুখেন্দু হীরা বলেন, “স্থানীয় বাঁকড়া ফাঁড়ি কেন ব্যবস্থা নেয়নি, খতিয়ে দেখা হচ্ছে।”
|
দিন কয়েক আগে কোচবিহার থেকে নিখোঁজ বছর ষোলোর এক কিশোরীকে শুক্রবার দুপুরে আরামবাগের যশাপুর গ্রাম থেকে উদ্ধার করল পুলিশ। এ দিন সকালেই কোচবিহার থেকে ওই কিশোরীর বাবা-মা আরামবাগ থানায় এসে মেয়েকে ফুঁসলিয়ে আনার অভিযোগ দায়ের করেন ওই গ্রামের এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানায়, অভিযুক্ত পলাতক। তাঁর বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, মোবাইল ফোনে মাস ছয়েক আগে এই যুবকের সঙ্গে মেয়েটির আলাপ হয়। বাড়ির লোকের অজান্তে তা থেকেই দু’জনের প্রেম। ২৮ ডিসেম্বর বাড়ি থেকে কিশোরী পালায়। গত বুধবার সে মাকে মোবাইলে নিজের ভাল থাকার কথা জানিয়ে যোগাযোগ করে। সেই মোবাইলের সূত্র ধরেই পুলিশ হদিশ পায় কিশোরীর। সে বলে, “আমি ওকে ভালবাসি। ওকেই বিয়ে করতে চাই।” কিশোরীর বাবা বলেন, “ফোনে আলাপের পরে কিছু না দেখেশুনেই যে ও চলে আসবে এটা মানতে কষ্ট হচ্ছে। আদালত কী বলে শুনব। যুবকের পরিবারের সঙ্গে কথা বলব।”
|
গাঁজা ও আগ্নেয়াস্ত্র-সহ শ্রীরামপুরের নয়াবস্তি এলাকার কুখ্যাত দুষ্কৃতী হীরা চৌধুরীকে শুক্রবার গ্রেফতার করল পুলিশ। ৫ ডিসেম্বর শ্রীকৃষ্ণনগরে অমরেন্দ্রনাথ সিংহ ওরফে মুকু নামের এক জনকে সে খুন করে বলে অভিযোগ। ওই এলাকাতেই আরও অন্তত ৪টি খুনের ঘটনায় হীরা সরাসরি যুক্ত বলে পুলিশ অফিসারদের দাবি। পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুরে সাদা রঙের একটি গাড়িতে চেপে দিল্লি রোড ধরে যাওয়ার সময় রাজ্যধরপুরের কাছে হীরা ধরা পড়ে যায়। তার কাছ থেকে একটি গুলি-ভর্তি রিভলভার পাওয়া যায়। উদ্ধার হয় ২২ কিলোগ্রাম গাঁজা। গাড়িটিকেও আটক করেছে পুলিশ। দাগী ওই দুষ্কৃতী ইদানীং সালকিয়ার পঞ্চাবি লেনে ডেরা বেধে থাকছিল। পুলিশের দাবি, শ্রীকৃষ্ণনগর এলাকায় রীতিমতো সাম্রাজ্য চালাত সে। তার প্রভাব এতটাই ছিল যে, নিজের এলাকায় হুগলি শিল্পাঞ্চলের ত্রাস রমেশ মাহাতোর সঙ্গে টক্কর নিত। গত বছর ১৬ অক্টোবর শ্রীকৃষ্ণনগরে রমেশকুমার তেওয়াড়িকে পেট কেটে খুন করে দুষ্কৃতীরা। পুলিশের দাবি, ওই ঘটনাতেও হীরা যুক্ত। তাকে জিজ্ঞাসাবাদ করে এ দিন সন্ধ্যায় শিবপ্রকাশ রায় ওরফে নানে নামে তার এক সাগরেদকেও গ্রেফতার করে পুলিশ।
|
রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে কামারপুকুর চটি মোড়ে স্বামী বিবেকানন্দের ব্রোঞ্জ মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার। শ্রীরামকৃষ্ণের জন্মভূমিতে পৌঁছনোর মূল প্রবেশদ্বার ওই মোড়। বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ ওই মোড় সংলগ্ন বিভিন্ন গ্রামের মানুষকে নিয়ে একটি কমিটি গঠন করে বছর খানেক আগে এই মূর্তি স্থাপনের পরিকল্পনা করেন। |
এ দিন মূর্তির আবরণ উন্মোচন করেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ। উপস্থিত ছিলেন বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী বিশ্বনাথানন্দ, কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দ।
|
ট্রেলারের ধাক্কা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ট্রেলার বাড়িতে ধাক্কা মারায় দেওয়াল ভেঙে জখম হলেন তিন জন। বৃহস্পতিবার, বালির জিটি রোডে। চোদ্দো চাকার ট্রেলারটি কাত হয়ে পড়ে রাস্তায় ছড়ায় ফুটন্ত পিচ। পুলিশ জানায়, গরম পিচ নিয়ে ওই ট্রেলারটি উত্তরপাড়ার দিকে যাচ্ছিল। রাত ২টো নাগাদ নিমতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারটি বাড়িতে ধাক্কা মারে। মাথা ফেটে যায় ভিতরে থাকা গোপাল দাস, কৃষ্ণ দাস ও পূর্ণ দাসের। খবর পেয়ে আসে পুলিশ। গরম পিচের উত্তাপ কমাতে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ট্রেলারচালক হাসপাতালে ভর্তি। |