আপনার সাহায্যে...
প্র: ওজন বেড়ে গেলেও নাকি ক্যানসার হচ্ছে?
উ: হচ্ছেই তো। ওজন বাড়লে বেশ কিছু ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। মেনোপজের পর ব্রেস্ট ক্যানসারের কারণ অনেক ক্ষেত্রেই মোটা হয়ে যাওয়া।

প্র: কিন্তু বয়সকালে অনেক মহিলার চেহারাই তো একটু ভারী হয়ে যায়।
উ: হ্যা। তবে সেটা হতে দেওয়া চলবে না।

প্র: মানে খাওয়াদাওয়ায় লাগাম টানতে হবে?
উ: ফাস্ট ফুড মাসে এক-দুই বারের বেশি নয়। রোজকার খাবারে তেল-ঘি-মশলা যতটা পারেন কম। পাশাপাশি ওয়ার্কআউট।

প্র: রোজ এক্সারসাইজ?
উ: সপ্তাহে ৪ ঘণ্টা। মানে দিনে অন্তত ৪০ মিনিট।

প্র: রোজ চল্লিশ মিনিট! একেবারে ঘড়ি ধরে?
উ: সে রকমই। এটা কিন্তু তেমন কোনও ব্যাপার নয়। ইচ্ছে থাকলেই হবে। হনহন করে হাঁটুন, দৌড়ন, সাঁতার কাটুন, যা খুশি।

প্র: এই শীতের সকালে?
উ: বাইরে না বেরোলেও চলবে। বাড়িতেই এক্সারসাইজ করুন। প্রাণায়াম করুন। মোট কথা দিনে চল্লিশ মিনিট শরীরের জন্য পরিশ্রম করুন।
প্র: কিন্তু বাড়িতে তো সারা দিনই কিছু না কিছু করে চলেছি।
উ: ওটা তো রোজকার রুটিন ওয়ার্ক। ওতে হবে না। শরীরের জন্য আলাদা করে সময় দিতে হবে।

প্র: মানে সুস্থ থাকতে গেলে খাটুনি আছে।
উ: একদম।

প্র: কিন্তু ওজন তো মাঝে সাজে একটু আধটু কম-বেশি হয়ই। একটু বাড়লেই ক্যানসারের সম্ভাবনা বাড়বে?
উ: ব্যাপারটা ঠিক সে রকম নয়। খেয়াল রাখতে হবে বডি মাস ইনডেক্স (বিএমআই) কত। বিএমআই ২০ থেকে ২৫-এর মধ্যে ঘোরাফেরা করলে ঠিক আছে। কিন্তু ২৫-এর বেশি হলে চিন্তার। আর ৩০-এর বেশি হলে আপনি ওবিস। সেটা বিপজ্জনক।

প্র: সে ক্ষেত্রে?
উ: ওজনটা কমাতেই হবে। তাতে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখতে পারবেন। পাশাপাশি শরীরে কোনও রকম সমস্যা দেখলে অবশ্যই ডাক্তারের সঙ্গে আগেভাগে যোগাযোগ করবেন।

প্র: সমস্যা বলতে?
উ: কয়েক সপ্তাহের মধ্যে ব্রেস্টে যদি বড় কোনও পরিবর্তন চোখে পড়ে তবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। মোটা হলে মেয়েদের এন্ডোমেট্রিয়াম ও ওভারির ক্যানসার বেশি হয়। মুশকিল হল ওভারির ক্যানসারে আগে থেকে তেমন কিছু বোঝা যায় না। খিদে কমে গেল, গা-বমি বমি ভাব, ভুঁড়ি বেড়ে গেল। হজমের সমস্যা ভেবে নিয়ে অনেকে চুপচাপ বসে থাকেন। ফলে ক্যানসার ধরা পড়ে অনেক দেরিতে। ততক্ষণে অনেকগুলো স্টেজ পেরিয়ে যায়।

প্র: এন্ডোমেট্রিয়ামের ক্যানসারেও কিছু বোঝা যায় না?
উ: অনেকটা ওভারির ক্যানসারের মতো। তবে এতে মেনোপজের পরেও ব্লিডিং শুরু হয়ে যায়। ব্লিডিংটা হলে সতর্ক হওয়া যায়।

প্র: সত্যিই যদি এমন কিছু হয়?
উ: এ রকম কিছু বুঝলেই দেরি না করে ডাক্তারের পরামর্শ মতো কিছু টেস্ট করে নিতে হবে।

প্র: ক্যানসার হয়েছে কি না জানার জন্য টেস্ট ভাবলেই হাত-পা ঠান্ডা হয়ে আসে।
উ: সেটা সবারই হয়। কিন্তু যত তাড়াতাড়ি টেস্ট করবেন, সমস্যা কিছু থাকলে তত তাড়াতাড়ি তা বেরিয়ে আসবে। চিকিৎসা যত আগে শুরু হবে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও তত বেশি।

প্র: মোটা হলে কি শুধু মেয়েদেরই ক্যানসারের ঝুঁকি রয়েছে?
উ: না না, ছেলেদেরও আছে। ছেলেদের প্রস্টেট ক্যানসার আর লাং ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায়। তা ছাড়া ছেলে ও মেয়ে সবারই কোলন আর রেক্টাল ক্যানসার হতে পারে। মোটা হওয়ার পাশাপাশি ডায়বেটিস থাকলে প্যানক্রিয়াটিক ক্যানসারের সম্ভাবনাও বাড়ে। আসলে ওবিসিটির সঙ্গে প্রেসার-সুগার থাকলে ক্যানসারের উপযুক্ত পরিবেশ তৈরি হয়। তবে মেয়েদের বেশি সতর্ক থাকতে হবে।

প্র: কেন?
উ: এখনও অনেক মেয়েই ঘরে থাকেন। বাইরে কাজকম্ম করতে গেলে যে পরিশ্রমটা হয়, সেটা বাড়িতে থাকলে হয় না। তাই তাঁদের জন্য এক্সারসাইজ খুব জরুরি।

প্র: ওজন কমালে ক্যানসার হবে না?
উ: সম্ভাবনা অনেকটাই কমে যাবে।

সাবধান কখন
ব্রেস্ট ক্যানসার: ব্রেস্টে ব্যথাহীন মাংসপিণ্ড, ত্বকের রং পরিবর্তন, নিপল দিয়ে ডিসচার্জ, আকার বড় হওয়া
ওভারির ক্যানসার: ভুঁড়ি বেড়ে যাওয়া, গা-বমি ভাব, খিদে কমা, তলপেটে ব্যথা
এন্ডোমেট্রিয়াম ক্যানসার: মেনোপজের পরও ব্লিডিং
লাং ক্যানসার: একটানা অনেক দিন সর্দি-কাশি, কাশির সঙ্গে রক্ত
প্রস্টেট ক্যানসার: রাতে বার বার ওঠা, প্রস্রাব আটকে যাওয়া, প্রস্রাবের সঙ্গে রক্ত আসা

যোগাযোগ-৯৮৩১৩৬৯৪২২


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.