টুকরো খবর
ডুপ্লে ফ্ল্যাটে অরবিন্দ
সপ্তাহ পেরোতে না পেরোতেই নয়া মুখ্যমন্ত্রীর ঠিকানা বদল। গাজিয়াবাদে কৌশাম্বিতে নিজের বাড়ি ছেড়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পাড়ি দিচ্ছেন মধ্য দিল্লির ভগবানদাস রোডে পাঁচ বেডরুমের ডুপ্লেতে। প্রথমে অবশ্য বাংলো ও ভিভিআইপি নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন। শপথ গ্রহণের সপ্তাহখানেকের মাথায় দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। যা নিয়ে ইতিমধ্যেই সরব বিরোধীরা। অরবিন্দের জন্য ঠিক করা নতুন এই ডুপ্লে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের মোতিলাল নেহরু মার্গের অভিজাত বাংলোর তুলনায় হয়তো কিছুটা সাদামাটা। বিরোধীদের দাবি, ৫ বেডরুমের ডুপ্লে কম বিলাসবহুল নয়, দিল্লির ‘আম আদমি’রা এমন বাড়িতে থাকে না! নগরোন্নয়ন মন্ত্রকের সূত্রের দাবি, সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি বা কেন্দ্রীয় মন্ত্রীদের জন্য যে বাংলো ধার্য করা হয়, তার চেয়েও অরবিন্দের ডুপ্লে ফ্ল্যাট দু’টির আয়তন বেশি। সব মিলিয়ে ন’হাজার বর্গফুটের পাঁচ বেডরুমের দু’টি ডুপ্লে ফ্ল্যাটের চাবি আপাতত অরবিন্দের হাতে দেওয়া হয়েছে। দু’টি ফ্ল্যাট পাশাপাশি। দলীয় সূত্রে খবর, একটি ফ্ল্যাটে নিজের পরিবারের সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী। আর অন্যটি থেকে দলের কাজকর্ম পরিচালনা করা হবে। বেশ গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে ফ্ল্যাট দু’টি। এক দিকে দিল্লি সচিবালয় এবং কনট প্লেসে আম আদমি পার্টির দফতরের কাছাকাছি। এবং অন্য দিকে দিল্লি বিধানসভারও কাছাকাছি। শুক্রবার মুখ্যমন্ত্রী সপরিবার ওই ফ্ল্যাট ঘুরে দেখেন।

এসইউসির বন্ধে অসমে মিশ্র প্রতিক্রিয়া
বন্ধে অচল করিমগঞ্জ। ছবি: উত্তমকুমার মুহরী।
রাজ্যে বিধান পরিষদ গঠনের প্রতিবাদে ডাকা এসইউসি-র ১২ ঘণ্টার বন্ধে আংশিক সাড়া মিলল। তবে বন্ধের বিরুদ্ধে আজ ব্যতিক্রমী এক মিছিল দেখল গুয়াহাটি। যার জেরে খুলে গেল দোকানপাট। এ দিনের বন্ধে বরাক উপত্যকার জেলাগুলিতে দোকানপাট পুরোপুরি বন্ধ ছিল। বন্ধ ছিল বিভিন্ন দফতরও। উজানি অসমেও বন্ধের প্রভাব পড়ে। রাস্তায় যানবাহন ছিল হাতেগোনা। বিভিন্ন দফতর, ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ছিল বন্ধ। গুয়াহাটির বেশ কিছু স্থানে বন্ধ সফল হয়েছে। সকালে ব্যস্ত বাণিজ্যকেন্দ্র গণেশগুড়িতেও বন্ধ ছিল দোকানপাট। কিন্তু চেম্বার অফ কমার্সের তরফে বন্ধ-বিরোধী মিছিল বের করা হয়। বন্ধ সংস্কৃতির বিরুদ্ধে মিছিলে পা মেলান বহু ব্যবসায়ী, শিল্পী, বিদগ্ধজনেরা। গণেশগুড়ি উড়ালপুলের সামনেই মানস রবিন-সহ কয়েকজন গায়ক গান গেয়ে বন্ধের বিরোধিতা করেন। এরপরেই গণেশগুড়ির দোকানগুলি খুলতে থাকে।

বিশ্বযুদ্ধের বিমান মিলল মণিপুরে
জাপ-ব্রিটিশ যুদ্ধের অস্ত্রশস্ত্র উদ্ধারের পর এ বার মণিপুরে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ। পুলিশ জানায়, সেনাপতি জেলার সেনজাম চিরাং গ্রামের বাসিন্দারা প্রত্যন্ত কৌনু চিং এলাকায় একটি বিমানের ইঞ্জিন দেখতে পান। ৩০০ কিলো ওজনের ১৪টি পিস্টন বিশিষ্ট ওই ইঞ্জিনটি সম্ভবত মিত্রবাহিনীর ছিল।

অভিযুক্ত যুবক
ফেসবুকে ফাঁদ পেতে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মণিপুরের এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই তরুণীর নগ্ন ছবি ফেসবুকে আপলোড করে দেয় ওই যুবক। পুলিশের দ্বারস্থ হওয়ার পাশাপাশি সাংবাদিক সম্মেলনও করেন ওই তরুণী। মেয়েটির দাবি, ছেলেটির পরিবার ক্রমাগত হুমকি দিচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ, তথ্য-প্রযুক্তি আইন, বিবাহের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ সাতটি মামলা করা হয়েছে।

ধর্ষণে ২০ দিনে চার্জশিট
নির্ভয়া কাণ্ডের পরে কম সমালোচনার মুখে পড়তে হয়নি তাদের। এ বার তাই দিল্লি পুলিশের সিদ্ধান্ত, ধর্ষণ মামলায় কুড়ি দিনের মধ্যে চার্জশিট পেশ করা হবে। শুক্রবার এই কথা ঘোষণা করেছে তারা। দিল্লি পুলিশ কমিশনার জানিয়েছেন, “মহিলাদের বিরুদ্ধে অপরাধ আমাদের কাছে উদ্বেগের বিষয়। যে কোনও উপায়ে তা রোখার চেষ্টা করব আমরা। ধর্ষণের ক্ষেত্রে তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হয়েছে।’’ কোনও ভাবে যদি ২০ দিনের মধ্যে চার্জশিট না দেওয়া হয়, সে ক্ষেত্রে তা যুগ্ম কমিশনারের নজরে আনতে হবে বলে জানিয়েছেন তিনি।

আইনি নোটিস
যৌন নিগ্রহের কথা জানানোর পরও অভিযুক্তের বিরুদ্ধে সংস্থা ব্যবস্থা নেয়নি, এই অভিযোগে কর্তৃপক্ষকে আইনি নোটিস পাঠালেন এক মহিলা গবেষক। ওই মহিলা এক আন্তর্জাতিক গবেষণাকেন্দ্রের সঙ্গে যুক্ত। তাঁর বক্তব্য, অভিযোগ জানানো সত্ত্বেও তার ঠিকঠাক কোনও তদন্তই করা হয়নি। কেবল রুদ্ধদ্বার বৈঠকে তিন জনের সামনে অভিযুক্তকে ক্ষমা চাইতে বলা হয়েছিল। মহিলার মতে যা যথেষ্ট নয়। তা ছাড়াও, যৌন হেনস্থার পরেও ওই ব্যক্তির সঙ্গে একই বিভাগে তাঁকে কাজ করে যেতে বাধ্য করা হয়েছিল।

ব্রডগেজ চালু
নতুন বছরে রঙিয়া-রাঙাপাড়া সেকশনে ফের ট্রেন চলাচল শুরু হচ্ছে। এই পথে পাতা হয়েছে ব্রডগেজ লাইন। ব্রডগেজ চালুর দাবিতে সম্প্রতি রাঙাপাড়ায় বিক্ষোভও দেখানো হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখপাত্র সুগত লাহিড়ী জানান, শনিবার বিকেল চারটেয় কামাখ্যা স্টেশন থেকে ডেকারগাঁও অবধি ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রা শুরু হবে। ৫ জানুয়ারি এনজেপি থেকে নিউ বঙাইগাঁও অবধি আসা প্যাসেঞ্জারের যাত্রাপথও সম্প্রসারিত করা হচ্ছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.