প্রদীপ দত্ত আলোকচিত্র নিয়ে নিবিড় পরীক্ষা-নিরীক্ষা করছেন দীর্ঘ দিন থেকে। সম্প্রতি গগনেন্দ্র প্রদর্শশালায় অনুষ্ঠিত হল তাঁর ছবির একক প্রদর্শনী। সেই ছবিরই একটি নির্বাচিত অংশ এই প্রদর্শনী শেষ হওয়ার পরে দেখানো হল সোদপুরের ‘জলসাঘর’ গ্যালারিতে।
গাছের দু’টি রঙিন পাতার ভিতর থেকে তিনি বের করে আনেন উড়ন্ত পাখির আভাস। একটি ঝুলন্ত দড়ি হয়ে ওঠে দাঁড়িয়ে থাকা নগ্নিকা নারী। জলের উপর পড়ে থাকা তেলের বিচ্ছুরণ থেকে তিনি বের করে আনেন এক কিমাকার জান্তব মূর্তি। আলোকচিত্রের এ রকম প্রজ্ঞাদীপ্ত ব্যবহার শিল্পী হিসেবে তাঁকে স্মরণীয় করে রাখবে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.